প্রয়োজনীয় অনুমতি ছিল না, এমন অভিযোগে ডায়মন্ড হারবারে পর্যটন ও উন্নয়ন মেলা বন্ধ করে দিলেন ডায়মন্ড হারবারের মহকুমাশাসক। বৃহস্পতিবার মহকুমাশাসকের নির্দেশে ডায়মন্ড হারবার এসডিও মাঠে ওই মেলার সমস্ত স্টল খুলে ফেলা হয়। খুলে ফেলা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানমের মঞ্চ। যদিও মেলা কর্তৃপক্ষের দাবি, মেলার জন্য প্রয়োজনীয় অনুমতি তাঁরা নিয়েছিলেন। |
দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন ও স্থানীয় সূত্রের খবর, ডায়মন্ড হারবার হোটেল ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং অফ বেঙ্গল হোটেল ওনার্স-এর উদ্যোগে ডায়মন্ড হারবার এসডিও মাঠে পর্যটন ও উন্নয়ন মেলার আয়োজন করা হয়েছিল। মেলার উদ্বোধন করার কথা ছিল রাজ্যের পর্যটনমন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। গত ৪ ফেব্রুয়ারি থেকে ওই মেলা শুরু হয়। শেষ হওয়ার কথা ছিল ৯ ফেব্রুয়ারি। মেলার বিভিন্ন দিনে নানা অনুষ্ঠানের জন্য মঞ্চ তৈরি করা হয়েছিল। পুরুলিয়ার ছৌ-নাচ প্রদর্শন থেকে আয়োজন ছিল নানা অনুষ্ঠানের। কিন্তু মেলার জন্য প্রয়োজনীয় অনুমতি না থাকার অভিযোগে গত ৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় হঠাৎই মহকুমাশাসকের নির্দেশে মেলা বন্ধ হয়ে যায়। খুলে ফেলতে বলা হয় স্টল, মঞ্চ থেকে যাবতীয় আয়োজন।
ডায়মন্ড হারবার হোটেল ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি নিলু দাস বলেন, “আমরা সমস্ত রকম অনুমতি নিয়েই পর্যটন ও উন্নয়ন মেলার আয়োজন করেছিলাম। মেলা বন্ধ করতে হলে মহকুমাশাসক আমাদের বলতে পারতেন।” এ ব্যাপারে মহকুমাশাসক শান্তনু বসু বলেন, “মেলার জন্য শুধু মাঠের অনুমোদন নিলেই হয় না। এ ছাড়াও রয়েছে মাইক, বিদ্যুৎ সংযোগের অনুমতি। আমি সমস্ত দিক খতিয়ে দেখে তারপরেই মেলা বন্ধ করতে ব্যবস্থা নিয়েছি।” |