মানসিক ভারসাম্যহীন এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বছর চল্লিশের এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার সকালে খানাকুলের মাইনান গ্রামের শ্মশান-সংলগ্ন মাঠে ঘটনাটি ঘটে। পুলিশ পৌঁছনোর আগেই বিকাশ কোলে নামে আরামবাগের তিরোল গ্রামের বাসিন্দা অভিযুক্ত ওই ব্যক্তিকে মাথা ন্যাড়া করে বাসিন্দারা গ্রামে ঘোরান বলে অভিযোগ। আরামবাগ এসডিপিও শিবপ্রসাদ পাত্র বলেন, “কিশোরীর বাবার অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে।”
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এ দিন সকাল ১১টা নাগাদ মাইনানের ঘোরুইপাড়ার ওই কিশোরী বাবাকে খাবার দিতে মাঠে যাচ্ছিল। রাজমিস্ত্রির কাজ করতে বিকাশ ওই গ্রামে গিয়েছিল। কিশোরীর যাওয়ার পথে শ্মশানের কাছে সাইকেল আরোহী বিকাশ তার হাত থেকে মুড়ির পুটলি ফেলে দিয়ে একটি ঝোপের আড়ালে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। কিশোরীর চিৎকারে মাঠের শ্রমিকেরা ছুটে এসে তাকে উদ্ধার করেন। গ্রামের লোকজন জড়ো হয়ে বিকাশকে মারধর করে। মাথা ন্যাড়া করে গ্রামে ঘোরানো হয়। প্রতিবেশীরা জানান, মদ্যপ ছিল ওই যুবক।
|
দুর্নীতির অভিযোগে পদত্যাগ |
তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বোর্ড গঠনের ছ’মাসের মাথাতেই দুর্নীতির অভিযোগে প্রধানের কাছে পদত্যাগপত্র জমা দিলেন আরামবাগের মায়াপুর-১ পঞ্চায়েতের উপপ্রধান-সহ ৫ জন পঞ্চায়েত সদস্য। পঞ্চায়েতে সদস্য সংখ্যা ১৩। বৃহস্পতিবার উপপ্রধান বানেশ্বর মালিক এবং আরও ৫ সদস্য প্রধানের কাছে পদত্যাগপত্র জমা দেন। বিডিওর কাছেও প্রতিলিপি দেওয়া হয়। তাঁদের অভিযোগ, “দলের নেতাদের খবরদারিতে কাজে স্বচ্ছতা থাকছে না। টেন্ডারের দরখাস্ত গ্রহণ কিংবা বিভিন্ন প্রকল্পে স্বজনপোষণ হচ্ছে। দলীয় সমর্থক নন এমন গরিব উপভোক্তারা বঞ্চিত হচ্ছেন।” এ সব কারণেই তাঁরা পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন। বিডিও প্রণব সাঙ্গুই বলেন, “খতিয়ে দেখা হচ্ছে।” পঞ্চায়েত প্রধান তুষার দাস বলেন, “পদত্যাগপত্র গৃহীত হয়নি। ওঁদের সঙ্গে আলোচনায় বসা হবে।” |