টুকরো খবর
রাস্তা মজবুত করতে উদ্যোগ
শহরের রাস্তা আরও মজবুত করতে যাদবপুর ও বেসু-র বিশেষজ্ঞদের পরামর্শ নেবে পুর-প্রশাসন। বৃহস্পতিবার পুরসভায় ওই দুই কলেজের বিশেষজ্ঞদের নিয়ে বৈঠক করেন মেয়র পারিষদ (রাস্তা) সুশান্ত ঘোষ, পুর-কমিশনার খলিল আহমেদ-সহ সংশ্লিষ্ট দফতরের আধিকারিকেরা। সুশান্তবাবু জানান, প্রাথমিক ভাবে চিত্তরঞ্জন অ্যাভিনিউ ও আনোয়ার শাহ কানেক্টরে সমীক্ষা করবেন বিশেষজ্ঞেরা। পুরসভা সূত্রের খবর, প্রায়ই ভেঙে যাচ্ছে শহরের রাস্তা। কেন এমন হচ্ছে, তা জানতে মেয়র শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করেছেন মেয়র পারিষদ। সুশান্তবাবু বলেন, “রাস্তা আরও মজবুত ও দীর্ঘস্থায়ী করতে বিশেষজ্ঞদের কাছে কারিগরি সহায়তা চাই।” পুরসভার এক ইঞ্জিনিয়ারের কথায়, “টেলিফোন, জল, বিদ্যুৎ-সহ নিকাশির লাইনের জন্য বিভিন্ন রাস্তা প্রায়ই খোঁড়া হয়। সেই রাস্তা সে ভাবে সারানো হয় না। রাস্তা খারাপ হওয়ার এটা অন্যতম কারণ।” এক বিশেষজ্ঞের কথায়, “রাস্তায় ছোট খোঁড়াখুঁড়ি হলে হটমিক্স দিয়ে সারানো হয়। যা থেকে লিকেজ হয়ে রাস্তার ক্ষতি হয়।” হটমিক্সের বদলে কী ব্যবহার করা উচিত, তা নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ চেয়েছেন পুর-কর্তারা।

মিলল রাইফেল
আট মাস আগে রাজ্যের শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসুর তেঘরিয়ার ফ্ল্যাটের রক্ষীর কাছ থেকে চুরি গিয়েছিল রাইফেল। বৃহস্পতিবার মন্ত্রীর ফ্ল্যাটের পাশে নর্দমার স্ল্যাবের নীচ থেকে সেটি উদ্ধার করল পুলিশ। সাফাইকর্মীরা নর্দমা পরিষ্কার করতে গিয়ে রাইফেলটি দেখতে পান। তবে রাইফেলের ছ’টি গুলি পাওয়া যায়নি। ভাঙা ছিল সেটির বোল্ট। পুলিশ জানিয়েছে, রাইফেলের নম্বরটি অবশ্য স্পষ্ট ভাবে পড়া যাচ্ছে। প্রশ্ন উঠেছে, আট মাস নর্দমার স্ল্যাবের নীচে রাইফেলটি পড়ে থাকলেও সেটি সাফাইকর্মীদের চোখে পড়ল না কেন? পুলিশ জানিয়েছে, আট মাস ধরে নর্দমায় পড়ে থাকলে রাইফেলের নম্বর এত স্পষ্ট ভাবে পড়া যেত না। তাই পুলিশের অনুমান, রাইফেলটি কেউ ওখানে রেখে যায়। রাইফেলটি পূর্ণেন্দুবাবুুর বাড়ির রক্ষীর কি না জানতে সেটি ফরেন্সিকে পাঠানো হচ্ছে।

শহরে দু’টি অপমৃত্যু
বিধাননগরের নয়াপট্টিতে এক কিশোরীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল। বৃহস্পতিবার ওই কিশোরীর ঝুলন্ত দেহ মেলে। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তার শ্বশুর-শাশুড়ি-স্বামী গ্রেফতার হয়েছেন। কিশোরীর পরিবারের অভিযোগ, শ্বশুরবাড়িতে নির্যাতন চলত তার উপরে। অন্য দিকে, বুধবার রাতে বাঁশদ্রোণীতে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল দেবরাজ মুখোপাধ্যায় নামে এক ব্যক্তির। পুলিশ জানায়, ফ্ল্যাটে আগুন দেখে বাসিন্দারা দমকলে খবর দেন। হাসপাতালে দেবরাজবাবুকে মৃত ঘোষণা করা হয়।

শতবর্ষের অনুষ্ঠানে
হিংসা ত্যাগ করে মানুষের পাশে দাঁড়ান এবং ধর্মের ভেদাভেদ না করে মানুষের সেবা করুন। কলকাতায় ন্যাশনাল কাউন্সিল অফ চার্চেস ইন ইন্ডিয়ার শতবর্ষ উদযাপনের অনুষ্ঠানে বিভিন্ন বক্তা এই আহ্বান জানালেন। এই অনুষ্ঠানে হাজির ছিলেন কাউন্সিলের প্রেসিডেন্ট বিশপ তারানাথ এস সাগর। ছিলেন কাউন্সিলের ভাইস-প্রেসিডেন্ট সুমন জে বিশ্বাস ও পারলি জোস এবং অন্যান্যরা। ১৯১৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত ন্যাশনাল কাউন্সিল অফ চার্চের ১০০ বছরের ইতিহাস নিয়ে নানা কথা বলেন সদস্যরা।

মুখে কুলুপ আঁটতে ফরমান যাদবপুরে
কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বাইরের কারও কাছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, পরিচালনা সংক্রান্ত ব্যাপারে মুখ খোলা যাবে না। নির্দেশিকা জারি করে সব শিক্ষক, শিক্ষাকর্মীকে এ কথা জানিয়ে দিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই ফরমানে শিক্ষক-শিক্ষাকর্মীদের একটা বড় অংশ ক্ষুব্ধ। তাঁদের মতে, এ ভাবে স্বাধীনতা খর্ব করার অধিকার থাকতে পারে না বিশ্ববিদ্যালয়ের কর্তাদের। এক প্রবীণ শিক্ষক বলেন, “আচার্য-রাজ্যপাল বা শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলতে গেলেও কি কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে? এটা কিছুতেই মেনে নেওয়া যায় না!” কর্তৃপক্ষ অবশ্য এতে আপত্তিকর কিছু দেখছেন না। উপাচার্য অভিজিৎ চক্রবর্তী বলেন, “ব্যক্তিগত ভাবে কেউ বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যাপারে বাইরের কারও সঙ্গে কথা বলতে চাইলে তাঁকে অনুমতি নিতে হবে। রাজ্য সরকারেরও তো এই নিয়ম আছে।” সংগঠনগত ভাবে দাবি জানানো, বিক্ষোভ আন্দোলনের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা বলবৎ হবে না বলেই জানান তিনি।

যূথিকা রায় প্রয়াত
প্রয়াত হলেন সঙ্গীতশিল্পী যূথিকা রায়। বয়স হয়েছিল ৯৩ বছর। বুধবার রাতে তাঁর রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে তাঁর জীবনাবসান হয়। জানুয়ারি থেকেই ওই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বুধবারই তাঁকে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের বাংলা আধুনিক গানের এক পথিকৃৎ যূথিকাদেবীর জন্ম ১৯২০ সালে, হাওড়া জেলার আমতায়। পৈতৃক বাড়ি খুলনার সেনহাটি গ্রামে। পরে পরিবারের সঙ্গে চলে আসেন কলকাতায়। এখানেই গান শেখা শুরু জ্ঞানরঞ্জন সেনের কাছে। সেই সূত্রেই আলাপ হয় কাজী নজরুল ইসলামের সঙ্গে। তিরিশের দশকের গোড়ার দিকেই গ্রামাফোন কোম্পানিতে দু’টি গান রেকর্ড করেন যূথিকাদেবী। প্রণব রায়ের লেখা ও কমল দাশগুপ্তের সুরে ‘আমি ভোরের যূথিকা’ ও ‘সাঁঝের তারকা আমি’ গান দু’টি জনপ্রিয় হয়েছিল। এর পরে বাংলা ও হিন্দিতে অসংখ্য গান রেকর্ড করেন। তবে তাঁর গাওয়া ভজন সারা দেশে জনপ্রিয়তা পেয়েছিল। গান শুনিয়েছিলেন মহাত্মা গাঁধীকে। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে কিছু দিন আগে তাঁকে সঙ্গীতসম্মানে ভূষিত করা হয়। শিল্পীর চিকিৎসার যাবতীয় ব্যয়ভারও বহন করেছে রাজ্য সরকার।

তরুণীর গায়ে আগুন, মামি পুলিশি হাজতে
চিৎপুরে মরিচঝাঁপি বস্তির একটি ঘরে তরুণীকে আটকে রেখে তাঁর গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ তাঁরই মামি ও দুই মামাতো বোনের বিরুদ্ধে। পুলিশ জানায়, পিঙ্কি সাহা নামে ওই তরুণীকে অগ্নিদগ্ধ অবস্থায় আর জি করে ভর্তি করানো হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক। তারই মধ্যে জবানবন্দি নেওয়া হয়েছে। পুলিশি সূত্রের খবর, জবানবন্দিতে তরুণী বলেছেন, মামা-মামির সঙ্গে তাঁদের পারিবারিক ঝামেলা চলছিল। তারই জেরে সোমবার মামি ও মামাতো বোনেরা তাঁকে বস্তির ঘরে আটকে গায়ে আগুন লাগিয়ে দেয়। তরুণীর মামি সুন্দরী রায় এবং তাঁর দুই মেয়েকে গ্রেফতার করা হয়েছে। আদালত সুন্দরীকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হাজতে রাখার নির্দেশ দিয়েছে। তার দুই নাবালিকা মেয়ের ঠাঁই হয়েছে হোমে।

গ্যাসে আগুন
রথতলা থেকে প্রবর্তক জুটমিল পর্যন্ত বি টি রোডের ধার বরাবর আগুন জ্বলতে থাকায় আতঙ্ক ছড়ায়। পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ গ্রেটার ক্যালকাটা গ্যাস সাপ্লাই সংস্থার পাইপলাইনে আগুন ধরে যায়। ওই সংস্থার সঙ্গে যোগাযোগ করা হয়। তারা গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। দমকলের ৩টি ইঞ্জিন আগুন নেভায়।

দুর্ঘটনা, মৃত ২
কলকাতার দুই প্রান্তে দু’টি পথ-দুর্ঘটনায় দুই মহিলার মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে বেহালায় মিনিবাসের ধাক্কায় মারা যান দীপ্তা পূততুণ্ডি (৬৯) নামে এক মহিলা। দুপুরে বেলেঘাটা রোডে বাসের ধাক্কায় এক তরুণী গুরুতর জখম হন। হাসপাতালে তাঁর মৃত্যু হয়। চালক-কন্ডাক্টরকে গ্রেফতার এবং বাসটিকে আটক করেছে পুলিশ।

ফ্ল্যাটে লুঠপাট
দিনেদুপুরে লেক টাউনের এ ব্লকে এক ব্যবসায়ীর ফ্ল্যাট থেকে টাকা লুঠ করল দুষ্কৃতীরা। পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে ওই ব্যবসায়ীর বৌমা ছাড়া বাড়িতে কেউ ছিলেন না। দুষ্কৃতীরা তাঁকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে চার লক্ষ টাকা নিয়ে পালায় বলে অভিযোগ।

৩ ছাত্র নিখোঁজ
স্কুলে সরস্বতী পুজোর খাওয়াদাওয়া করতে বাড়ি থেকে বেরিয়ে বুধবার নিখোঁজ হয়ে গেল বালি শিক্ষানিকেতনে তিন ছাত্র। পুলিশ জানায়, তিন জনের বাড়ি বালি ঘাট স্টেশন এলাকায়। বৃহস্পতিবার রাত পর্যন্ত তাদের খোঁজ মেলেনি।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.