কুড়ুল দিয়ে বধূকে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে সিউড়ির বাঁশজোড় গ্রামে। মৃতার নাম জেবউন্নিশা বিবি (২২)। পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে বধূটির স্বামী শেখ মুজিবরকে গ্রেফতার করা হয়েছে। আজ, শুক্রবার তাঁকে সিউড়ি আদালতে হাজির করানো হবে। বাকি চার অভিযুক্তের খোঁজ চলছে। নিহতের বাবা শেখ করিমের অভিযোগ, “বিয়ের পর থেকেই মেয়েকে শারীরিক ও মানসিক অত্যাচার করত শ্বশুরবাড়ির লোকেরা। এ দিন সকালে কী হয়েছে বলতে পারব না। একজন ফোনে জানান, আমার মেয়েকে খুন করে দিয়েছে।” এ দিকে, ঘটনার পরে ক্ষুব্ধ বাসিন্দারা অভিযুক্তকে ঘরের মধ্যে তালা বন্ধ করে রেখেছিলেন। পরে ৫ জনের বিরুদ্ধে অভিযোগ হয়।
|
প্রতি বছরের মতো এ বারও ২৩ মাঘ রাজনগরের মুসলিম রাজাদের বংশধর রাজা খাজা আসাদুল্লা খানের প্রয়াণ দিবস বা উরস উত্সব পালিত হল বৃহস্পতিবার। নাম আসাদুল্লা খান হলেও তিনি বেশি পরিচিত ছিলেন দেওয়ান সাহেব হিসেবেই। ঝাড়খণ্ড লাগোয়া রাজনগরের গ্রাম ফুলবাগানে তাঁর সমাধিস্থলকে ঘিরে এই দিনটিতে মেলা বসে। বহু মানুষের সমাগম হয়। প্রায় চারশো বছর ধরে এই উত্সব পালন হয়ে আসছে। এই দিন রাজ পরিবার থেকে তাঁর ব্যবহৃত একটি চাদর সমাধিস্থলে চাপানো হয় বলে জানান রাজবংশের বর্তমান উত্তরসূরি মহম্মদ রফিকুল আলম খান।
|
স্কুলে অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
রামপুরহাট হাইস্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংবর্ধনা জানানো হল প্রাক্তন ছাত্র তথা কোচবিহারের ঠাকুর পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইন্দ্রজিত্ রায়কে। ইন্দ্রজিত্বাবু বলেন, “এমন অনুষ্ঠানে আসতে পেরেছি, এটাই আমার জীবনে অনেক প্রাপ্তি।” স্কুল পরিচালন কমিটির সম্পাদক আরসাদ হোসেন জানান, ২০১৩ সালে বার্ষিক পরীক্ষায় প্রথম থেকে পঞ্চম স্থানাধিকারী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে যারা ভাল ফল করেছে এবং বিভিন্ন বিষয়ে যারা ভাল ফল করেছে তাদেরকেও পুরস্কৃত করা হয়।
|
ডাকঘরে মিলছে না পর্যাপ্ত পরিমাণে এসএসসি-র ফর্ম |
প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত পরিমাণে এসএসসি-র ফর্ম মিলছে না বীরভূমের ডাকঘরগুলিতেও। তা নিয়ে গত কয়েক দিন ধরে অসন্তোষ ক্রমশ বাড়ছে আবেদনকারীদের মধ্যে। অনেকেই ঘুরছেন জেলার বিভিন্ন ডাকঘরে। জেলা ডাক বিভাগ কলকাতা থেকে আরও বেশি ফর্ম চেয়ে পাঠিয়েছে। বৃহস্পতিবার ফর্ম তুলতে দীর্ঘ লাইন রামপুরহাটে। |