টুকরো খবর
বাসিন্দাদের দাবি
আমবাড়ির বলরামপুর কাণ্ডে নিহতদের পরিচয় নিয়ে কোনও ধোঁয়াশা নেই বলে দাবি করলেন এলাকাবাসী। রবিবার সকালে বলরামপুরে একটি দগ্ধ গাড়ি এবং তার পাশ থেকে চারটি দগ্ধ দেহ উদ্ধার করে পুলিশ। নিহতদের মধ্যে দু’জনের পরিচয় নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছিল বলে জানা যায়। যদিও পরিচয় নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়া নিহত জাভেদের বেল্ট দেখে তাঁর পরিচয় নিয়ে নিশ্চিত হয়েছে পরিবারের সদস্যরা। অন্যদিকে, জাফরুলের পরিচয় নিয়েও কোনও বিভ্রান্তি নেই বলে দাবি করেছেন এলাকার তৃণমূল পঞ্চায়েত সদস্য সামিজুদ্দিন।

দুর্ঘটনায় দুষ্কৃতীর মৃত্যু
চুরি করা মোটরবাইক নিয়ে পালানোর সময় ছোট গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আরোহী এক দুষ্কৃতীর মৃত্যু হল। বুধবার রাতে দুই দুষ্কৃতী বেলাকোবার বটতলা এলাকা থেকে একটি বাইক চুরি করে। টের পেয়ে বাসিন্দারা তাড়া করলে দুষ্কৃতীরা তীব্র গতিতে বাইকটিতে পালাতে শুরু করে। জয়পুর চা বাগান এলাকায় একটি ছোট গাড়ির সামনে পড়ে গেলে ঘটনাস্থলে একজন মারা যায়। অন্যজনকে জলপাইগুড়ি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মৃত ও জখম যুবকের পরিচয় জানা যায়নি।

চার ঘণ্টা ব্যবসা বন্ধ
পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে পাহাড়ে ‘বয়কট’ কর্মসূচি চলার সময়ে বকেয়া বিদ্যুৎ বিল মেটানোর জন্য বাণিজ্যিক সংস্থাগুলিকে নোটিশ পাঠিয়েছে বিদ্যুৎ পর্ষদ। ওই সিদ্ধান্তের প্রতিবাদে বুধবার কার্শিয়াঙে চার ঘণ্টার বাণিজ্য বন্ধ পালন করল ব্যবসায়ী সংগঠন। এদিন কার্শিয়াং ব্যবসায়ী সমিতির ডাকে সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত বনধ পালিত হয়। সমিতির তরফে পথসভাও করা হয়। সমিতির নির্বাহী সদস্য পেমা জিম্বা বলেন, “আন্দোলনের কারমে আমরা বিল না দিতে বাধ্য হয়েছিলাম। এর জন্য আমরা দায়ি নই।”

ডুয়ার্স-সেরাদের সম্মান
ডুয়ার্স তথা উত্তরবঙ্গের ‘কৃতি’ ও ‘উদ্যোগীদের’ সম্মান জানাতে ডুয়াস-ভূষণ, ডুয়ার্স-রত্ন এবং ডুয়াস-সম্মান পুরস্কার ঘোষণা করল ডুয়ার্স উৎসব কমিটি। বুধবার কমিটির তরফে পুরস্কার প্রদানের সিদ্ধান্ত ঘোষণা হয়। ডুয়ার্স-ভূষণ সম্মান হল মরণোত্তর। যাঁরা সামাজিক ক্ষেত্রে অবদান রেখেছেন তাঁদের ডুয়ার্স-রত্ন, স্বক্ষেত্রে ব্যতিক্রমী কাজের জন্য ডুয়ার্স-সম্মান দেওয়া হবে। ১০ ফেব্রুয়ারি ডুয়ার্স উৎসবের মূল মঞ্চ থেকে প্রাপকদের অথবা তাঁর পরিবারের সদস্যদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। এ বছর প্রথম বার ২৩ জনকে মরণোত্তর ডুয়ার্স-ভূষণ পুরস্কার দেবে বলে কমিটি ঘোষণা করেছে। ১৭ জনকে ডুয়ার্স-রত্ন, ১৩ জনকে ডুয়ার্স-সম্মান দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। কমিটির তরফে জানানো হয়, আলিপুরদুয়ার বক্সা পরগণার প্রথম তহসিলদার উপেন্দ্রনাথ রায় দুয়ারদ্বারকে ডুয়ার্স-ভূষণে সম্মানিত করা হবে। ডুয়ার্স উৎসবের অন্যতম প্রতিষ্ঠাতা সভাপতি সৌমিত্র মোহন, বিশিষ্ট সাহিত্যিক সমরেশ মজুমদার, স্বাধীনতা সংগ্রামী মতিলাল দত্ত, চিকিৎসক মৃত্যুঞ্জয় মুখোপাধ্যায়, ভাওয়াইয়া শিল্পী গুণেশ্বর অধিকার-সহ অন্যদের ডুয়ার্স-রত্ন এবং ডুয়ার্স-সম্মান দেওয়া হবে দিলীপ রায়, অনিতা চক্রবর্তী, সুভাষচন্দ্র বসুদের। ময়নাগুড়ির এক সারেঙ্গি-বাদককে আর্থিক সাহায্যের কথাও ভাবা হয়েছে বলে কমিটি জানিয়েছে।

বাগানগুলিতে বিদ্যুতের দাবি
শ্রমিক লাইনে বিদ্যুৎ সংযোগের দাবিতে আন্দোলন শুরু করল কংগ্রেস। বুধবার সকাল থেকে কালচিনিতে বিদ্যুৎ বণ্টন দফতরের সামনে অনির্দিষ্ট কালের আন্দোলন শুরু করেন নেতা কর্মীরা। কালচিনির রায়মাটাং, ডিমা ও চিনচুলা চা বাগানের শ্রমিক লাইন গুলিতে বকেয়া বিল না মেটানোয় গত পাঁচ বছর ধরে বিদ্যুৎ সংযোগ নেই বলে দাবি নেতাদের। বণ্টন বিভাগের দায়িত্বে থাকা আধিকারিক অলোক গুপ্ত বলেন, “চা বাগান গুলি বিদ্যুতের টাকা বকেয়া রয়েছে।” চা শ্রমিক সংগঠন এনইউপিডব্লু-র সাধারণ সম্পাদক প্রভাত মুখোপাধ্যায় বলেন, দীর্ঘ দিন “বাগানগুলি বন্ধ ছিল। প্রায় পাঁচ বছর ধরে এই চা বাগান গুলির শ্রমিক বস্তিতে বিদ্যুৎ নেই। রায়মাটাং চা বাগানের সাড়ে পাঁচ লক্ষ, ডিমা চা বাগানের চার লক্ষ ছাব্বিশ হাজার ও চিনচুলা চা বাগানের ৮ লক্ষ টাকা বকেয়া রয়েছে। বকেয়া কিস্তিতে পরিশোধের ব্যবস্থা করে দিলে শ্রমিকরা ওই টাকা শোধ করবে। বাগানে দ্রুত বিদ্যুৎ সংযোগ দিতে হবে।”

অস্বাভাবিক মৃত্যু
শ্বশুরবাড়ি গিয়ে অস্বাভাবিক মৃত্যু হল এক আদিবাসী যুবকের। বুধবার দুপুরে শামুকতলা থানার কার্তিকা চা বাগানের ৪২ নম্বর সেকশন থেকে এক আদিবাসী যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। মৃত যুবকের নাম মাইকেল টপ্পো (২৪)। তাঁর বাড়ি চূনিয়াঝোড়া চা বাগানের ৫ নম্বর সেকশনে। কার্তিক চা বাগানের চিরো লাইনে শ্বশুরবাড়িতে গত সোমবার স্ত্রীকে নিয়ে আসেন।

প্রকাশ্য সমাবেশ
ছবি ও তথ্য নারায়ণ দে।
বনবাসীদের বনের অধিকার আইন কার্যকর করার দাবিতে প্রকাশ্য সমাবেশ করল উত্তরবঙ্গ বন-জন শ্রমজীবী মঞ্চ। বুধবার আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে সমাবেশ করে সংগঠনের সদস্যরা। অভিযোগ ২০০৬-এ আইন পাশ হলেও ২০০৮ সাল থেকে বনকর্তারা তা বাস্তবায়িত হতে দিচ্ছেন না। এ দিন তরাই, ডুয়ার্স, দার্জিলিঙের নানা বিভিন্ন বনবস্তি থেকে প্রতিনিধিরা সমাবেশে যোগ দেন। সংগঠনের পক্ষে সৌমিত্র ঘোষ বলেন, “রাজ্যের শাসক দল ক্ষমতায় আসার আগে বনের অধিকার আইন বাস্তবায়িত করার কথা জানিয়ে ছিলেন। কিন্তু তা হয়নি।”





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.