প্রাথমিকের টেট-এ ‘বঞ্চিত’দের পাশে দলের যুব সংগঠনকে পৌঁছতে বলেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা সিপিএমের পলিটব্যুরো সদস্য সূর্যকান্ত মিশ্র। নিজেদের ১৭ তম জেলা সম্মেলনের শেষে সেই সব ‘বঞ্চিত’র কাছে পৌঁছতে তাই একগুচ্ছ পরিকল্পনা নিয়েছে দলের বাঁকুড়ার যুব সংগঠন ডিওয়াইএফ।
শনিবার থেকে বড়জোড়া হাইস্কুলে শুরু হয়েছিল ডিওয়াইএফ-এর দু’দিনের বাঁকুড়া জেলা সম্মেলন। এই উপলক্ষে বড়জোড়ায় শনিবার এক জনসভায় সূর্যবাবু বলেছিলেন, ‘‘টেটে যাঁরা বঞ্চিত হয়েছেন, দলমত নির্বিশেষে তাঁদের কাছে আমাদের পৌঁছতে হবে।” টেট নিয়ে তৃণমূলের সরকার দুর্নীতি করেছে অভিযোগ করে সম্মেলন শেষে ডিওয়াইএফের রাজ্য সহ-সভাপতি সুজয় চৌধুরী বলেন, “টেট-কেলেঙ্কারি নিয়ে ফেসবুকে জনমত গড়ে তুলতে কর্মীদের সচেষ্ট হতে বলা হয়েছে। এ ছাড়া, গণস্বাক্ষর সংগ্রহ করার পাশাপাশি ওই পরীক্ষায় তৃণমূল নেতাদের দুর্নীতির বিরুদ্ধে লিফলেটও বিলি করা হবে।” আগামী ৭ ও ৮ ফেব্রুয়ারি জেলায় জেলায় টেট ঘিরে ওঠা দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা সংসদে বিক্ষোভ আন্দোলনও করা হবে বলে তিনি জানিয়েছেন। ডিওয়াইএফের এই আন্দোলনকে কটাক্ষ করে বাঁকুড়া জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শিবাজী বন্দ্যোপাধ্যায় বলেন, “মানুষের কাছে ডিওয়াইএফের গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন উঠছে। যখন দীর্ঘ ৩৫ বছর ধরে মানুষ বঞ্চিত হচ্ছিলেন, তখন ওই সংগঠনের নেতাদের টিকিও দেখা যেত না।” তাঁর আরও দাবি, টেট নিয়ে কোনও দুর্নীতি হয়নি। নিজেদের যোগ্যতা বলে উত্তীর্ণ হয়েছেন। |
ডিওয়াইএফ সূত্রে জানা গিয়েছে, সম্মেলনে সংগঠনের জেলা কমিটি ও জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সংখ্যা কমানো হয়েছে। ৮০ জনের পুরনো জেলা কমিটি হয়েছে ৭১ জনের। আর ২১ জনের জেলা সম্পাদকমণ্ডলী করা হয়েছে ১৯ জনের। জেলা সম্পাদকের পদে বহাল রয়েছেন শুভাশিস বিশ্বাস। দীর্ঘ সাত বছর পর বয়সের কারণে জেলা সভাপতি পদ থেকে বিদায় নিয়েছেন সুজয় চৌধুরী। নতুন সভাপতি হয়েছেন জয়ন্ত মুখোপাধ্যায়।
সংগঠন সূত্রের খবর, জেলার রাজনৈতিক সন্ত্রাস-কবলিত এলাকা কোতুলপুর ও জয়পুরে সংগঠনের সদস্য বাড়লেও বাঁকুড়া-১, বাঁকুড়া-২ ব্লকের মতো ব্লকগুলিতে সদস্য সংখ্যা কমেছে। ২০১১ সালে বাঁকুড়া ১ ও ২ ব্লকে ডিওয়াইএফের সদস্য সংখ্যা ছিল যথাক্রমে প্রায় ১০ ও ১২ হাজার। বর্তমানে এই দু’টি ব্লকেই সদস্য সংখ্যা কমে দাঁড়িয়েছে ৭ হাজারে। এই ঘটনার জন্য দলীয় নেতারা প্রকাশ্যে তৃণমূলের সন্ত্রাসকে দায়ী করলেও অনেকে সাংগঠনিক দুর্বলতার দিকেই আঙুল তুলেছেন। |