কনেযাত্রীর বাসে হামলা চালিয়ে মার, শ্লীলতাহানি
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
সরস্বতী পুজোর চাঁদা চেয়ে রাস্তা দাঁড় করানো হয়েছিল কনেযাত্রী-বোঝাই বাস। ৫ হাজার টাকা চাওয়া হলেও যাত্রীরা ৫০০ টাকা দিতে চেয়েছিলেন। সেই রাগে গ্রামের কিছু যুবক বাসে উঠে লাঠিসোটা দিয়ে বেধড়ক পেটায় কনেযাত্রীদের। এমনকী মহিলাদের শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ। পরে পুলিশ এলে পালিয়ে যায় হামলাকারীরা। বুধবার রাত সাড়ে ৯টা নাগাদ ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার সাহেবডাঙার কাছে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, কনেযাত্রীদের নিয়ে দু’টি বাস রওনা দিয়েছিল কোতোয়ালি থানার ভীমপুর থেকে। যাচ্ছিল শান্তিপুরের বেলঘরিয়ায়। বাদকুল্লা থেকে ফুলিয়া যাওয়ার রাস্তায় জনা পঁচিশ যুবক পথ আটকায়। সরস্বতী পুজো উপলক্ষে চাঁদা চায় তারা। কনেযাত্রীদের কেউ কেউ প্রশ্ন তোলেন, সোমবার এই রাস্তা ধরে বিয়ের আশীর্বাদে গিয়ে সরস্বতী পুজোর ১০০ টাকা চাঁদা দেওয়া হয়েছে। পুজো মিটে যাওয়ার পরে আবার চাঁদা কীসের। কিন্তু সে সব কথায় পরিস্থিতি আয়ত্তে আসেনি। উল্টে মদ্যপ ওই যুবকেরা ৫ হাজার টাকার জন্য জোরাজুরি শুরু করে। ৫০০ টাকায় রফা করতে চেয়েও ফল মেলেনি। যুবকেরা সামনের একটি বাসে উঠে তাণ্ডব শুরু করে। সে সময়ে পিছনে দাঁড়িয়ে ছিল কনেযাত্রীদের আরও একটি বাস। পুলিশের দাবি, ঘটনা চলাকালীন একটি টহলদারি ভ্যান হাজির হয়। তা দেখে রণে ভঙ্গ দেয় যুবকেরা। জখম ১৫ জনের প্রাথমিক চিকিৎসা হয়েছে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। থানায় মারধর, শ্লীলতাহানি, ছিনতাইয়ের অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
|
জঙ্গিপুরে বন্দিদের বিক্ষোভ |
পুলিশের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তুলে আদালত চত্বরে বিক্ষোভ দেখালেন ৪৪ জন বিচারাধীন বন্দি। বুধবার জঙ্গিপুর আদালতের ঘটনা। পুলিশ জানিয়েছে, সামশেরগঞ্জ এলাকার বাসিন্দা ওই বিচারাধীন বন্দিদের এ দিন জঙ্গিপুর আদালতে আনা হলে তাঁরা গাড়ি থেকে নামতে অস্বীকার করেন ও পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ওই বন্দিদের অভিযোগ, সামশেরগঞ্জে মদ বিরোধী আন্দোলনে জড়িত এক নেতার মৃত্যুকে কেন্দ্র করে গড়ে ওঠা বিক্ষোভে যোগ দেওয়ায় এলাকার ৪৪ জন বাসিন্দাকে পুলিশ মিথ্যে মামলায় জড়িয়ে দিয়েছে। গ্রেফতারের ৮৬ দিন পরেও পুলিশ চার্জশিট জমা দেয়নি। বন্দিদের মধ্যে আব্দুর রাকিব বেসরকারি এক শিক্ষা প্রতিষ্ঠানের হোস্টেল সুপার। তিনি বলেন, “বহু নিরপরাধ মানুষকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ চার্জশিট না দেওয়ায় দীর্ঘদিন ধরে জেলে থাকতে হচ্ছে। তার মধ্যে শনিবার আমাদের ৫ জনকে পুলিশ হেফাজতে নিয়ে ফের সুতি থানার একটি পুরনো মামলায় মিথ্যে ভাবে জড়িয়ে দেওয়া হয়েছে।” প্রায় আধ ঘন্টা ধরে চলা ওই বিক্ষোভে রীতিমত অস্বস্তিতে পড়ে যান আদালতে উপস্থিত পুলিশকর্মীরা। পরে অবশ্য ওই বিচারাধীন বন্দিদের বুঝিয়ে আদালতের লক আপে নিয়ে যাওয়া হয়। জেলার পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “বিচারাধীন ওই বন্দিরা স্রেফ নাটক করছেন। ওঁদের কাউকেই বিনা দোষে ধরা হয়নি। ওই ঘটনায় জড়িত এক শিক্ষক সহ বেশ কয়েকজন এখনও ঝাড়খন্ডে পালিয়ে রয়েছেন। পুলিশ ঠিক সময়েই চার্জশিট আদালতে জমা দেবে। যাঁদের বিরুদ্ধে পুরোনো মামলা রয়েছে কেবল তাদেরই পুলিশ হেফাজতে নিয়ে তদন্ত করছে পুলিশ।”
|
দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণ করে লুকিয়ে রাখার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃত পায়েল শেখ নামে ওই যুবক মুর্শিদাবাদের লালবাগের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, বেলডাঙা এলাকার ওই ছাত্রী গত তিন দিন থেকে নিখোঁজ ছিল। পরিবারের লোকজন থানায় অপহরণের অভিযোগ করেন। পুলিশ তদন্তে নেমে মঙ্গলবার রাতে লালবাগ থেকে ওই ছাত্রীকে উদ্ধারের পাশাপাশি পায়েল শেখকেও গ্রেফতার করে। এই ঘটনায় যুক্ত আরও কয়েক জনের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে।
|
কুপার্স ক্যাম্প হল্টে সমস্ত ট্রেনকে দাঁড়াতে হবে। এমনই দাবিতে বুধবার ওই হল্টে প্রায় আধ ঘণ্টা রেল অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। ফলে এ দিন সকাল থেকেই রানাঘাট-বনগাঁ শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। অবরোধকারীদের অভিযোগ, এই শাখায় সারা দিনে ত্রিশটি ট্রেন চলাচল করে। তার মধ্যে মাত্র দশটি ট্রেন এই হল্টে থামে। যাত্রীদের সমস্যায় পড়তে হয়। তাঁদের দাবি, অবিলম্বে সব ট্রেনকে এখানে দাঁড়াতে হবে। পুলিশের হস্তক্ষেপে পরে অবরোধ উঠে যায়।
|
জন্মের শংসাপত্র জাল করার অভিযোগে এক বিমাকর্মীকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম হিসাব আলি শেখ। বাড়ি তেহট্টের জিৎপুর গ্রামে। তেহট্টের এসডিপিও সুনীল সিকদার বলেন, “মহকুমাশাসকের অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।” বছর খানেক আগে হিসাব শ্যামসাহেব কুণ্ডু নামে এক ব্যক্তির জন্ম শংসাপত্র জাল করে বলে নালিশ।
|
বাড়ির পাশে পুকুরে ডুবে মৃত্যু হল দু’বছরের এক শিশুর। নাম সোনিয়া খাতুন। বুধবার ধুবুলিয়ার সিংহাটীর ঘটনা। |