টুকরো খবর |
ট্রেকার উল্টে মৃত্যু যুবকের
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হল এক কলেজ ছাত্রীর। মঙ্গলবার রাতে বেলদার খাকুড়দায় মৃতের নাম লিলিমা কর (২০)। বেলদা কলজের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন তিনি। লিলিমা বেশ কয়েক বছর ধরে অবসাদে ভুগছিলেন। তাঁর চিকিৎসা চলছিল বলেও পরিবার সূত্রে জানা গিয়েছে। মঙ্গলবার, সরস্বতী পুজোর দিন সকাল থেকে বাড়িতেই ছিলেন ওই তরুণী। দুপুরের পর থেকে নিজের ঘরে একা ছিলেন তিনি। সন্ধেয় মা ডাকতে গিয়ে দেখেন, ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। লিলিমার সাড়া নেই। দরজা ভেঙে দেখা যায়, সিলিং ফ্যানে ঝুলছে ওই ছাত্রীর দেহ। লিলিমা আগেও দু’বার আত্মহত্যার চেষ্টা করে বলে বেলদার পুলিশ জানিয়েছে।
|
ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হল এক কলেজ ছাত্রীর। মঙ্গলবার রাতে বেলদার খাকুড়দায় মৃতের নাম লিলিমা কর (২০)। বেলদা কলজের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন তিনি। লিলিমা বেশ কয়েক বছর ধরে অবসাদে ভুগছিলেন। তাঁর চিকিৎসা চলছিল বলেও পরিবার সূত্রে জানা গিয়েছে। মঙ্গলবার, সরস্বতী পুজোর দিন সকাল থেকে বাড়িতেই ছিলেন ওই তরুণী। দুপুরের পর থেকে নিজের ঘরে একা ছিলেন তিনি। সন্ধেয় মা ডাকতে গিয়ে দেখেন, ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। লিলিমার সাড়া নেই। দরজা ভেঙে দেখা যায়, সিলিং ফ্যানে ঝুলছে ওই ছাত্রীর দেহ। লিলিমা আগেও দু’বার আত্মহত্যার চেষ্টা করেছিল বলে বেলদা থানার পুলিশ জানিয়েছে।
|
দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
কাজ সেরে বাড়ি ফেরার পথে জাতীয় সড়ক পেরনোর সময় লরির ধাক্কায় মৃত্যু হল এক তরুণের। মঙ্গলবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুরের চৌরঙ্গী সংলগ্ন রূপনারায়ণপুরে। মৃত তরুণ অযোধ্যা যাদবের (২০) বাড়ি খড়্গপুরের সিএমই গেট এলাকায়।
|
কোথায় কী |
বৃহস্পতিবার
সেমিনার: থ্যালাসেমিয়া নিয়ে সেমিনার। আয়োজক থ্যালাসেমিয়া সোসাইটি অফ মেদিনীপুর
ডিস্ট্রিক্ট।
শহিদ প্রদ্যোৎ স্মৃতি সদনে, বৃহস্পতিবার সকাল ১১টায়। প্রধান বক্তা নীলরতন
সরকার
মেডিক্যাল
কলেজ ও
হাসপাতালের হেমাটোলজি বিভাগের চিকিৎসক
তুফানকান্তি দোলই ও থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের সুদীপা বসু।
ক্রিকেট: বেলদা ‘একতা ক্লাবে’র পরিচালনায় দিবারাত্রি ক্রিকেট টুর্নামেন্টে।
বেলদা গঙ্গাধর অ্যাকাডেমির ময়দানে ‘রঞ্জিত কর্মকার অ্যান্ড প্রফুল্ল দাস ফরএভার কাপ’
শুরু হবে সকাল ১০টায়। ১২টি দল প্রতিযোগিতায় যোগ দেবে।
শিবির: ‘ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস্ অথরিটি’ আয়োজিত
আইনি সচেতনতা শিবির। মাদপুর শহিদ মেলা চত্বরে।
সভা: সারা বাংলা সংখ্যালঘু কাউন্সিলের পশ্চিম মেদিনীপুর জেলা
কমিটির সভা। মেদিনীপুরের গাঁধী মূর্তির পাদদেশে। দুপুর ১২টায়। |
|