টু-জি স্পেকট্রাম নিলামের তৃতীয় দিনের শেষে ৫০ হাজার কোটি টাকার দরপত্র জমা পড়ল সরকারের ঘরে। কলকাতা, দিল্লি ও মুম্বইয়ে ৯০০ মেগাহার্ৎজের স্পেকট্রাম কিনতে ভোডাফোন, এয়ারটেল, রিলায়্যান্স জিও ইনফোকমের আগ্রাসী দর হাঁকার জেরেই এত বেশি টাকার দরপত্র জমা পড়েছে বলে খবর। ৫০ হাজার কোটির মধ্যে ২০ হাজার কোটিরই দরপত্র এসেছে ওই তিন সার্কেলে ৯০০ মেগাহার্ৎজের জন্য। বাকি ৩০ হাজার কোটি টাকার দরপত্র পড়েছে মোট ২২টি সার্কেলে ১,৮০০ মেগাহার্ৎজ স্পেকট্রামের ক্ষেত্রে। নিলামের প্রথম তিন দিন মিলিয়ে মোট ২১ রাউন্ড শেষ হয়েছে। বৃহস্পতিবারও নিলাম চলবে।
|
ভারতে বিমান জ্বালানি (এটিএফ) বিক্রির ছাড়পত্র পেতে আবেদন করল ব্রিটিশ তেল সংস্থা বিপি। তেল সচিব বিবেক রাই জানান, এ দেশে কোনও বিদেশি সংস্থা তেল ও গ্যাস ক্ষেত্রে ২,০০০ কোটি টাকা লগ্নি করলেই ওই ছাড়পত্র পাওয়ার যোগ্য। ইতিমধ্যেই বিপি তা করেছে।
|
২০১১-’১২ অর্থবর্ষে দেশে দরিদ্রের সংখ্যা কমে ২৭ কোটি হয়েছে বলে দাবি পরিকল্পনা ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী রাজীব শুক্লর। ২০০৪-’০৫-এ তা ছিল ৪০.৭৪ কোটি।
|
বিমায় ব্রোকিং, টিপিএ ইত্যাদি ক্ষেত্রেও ২৬% পর্যন্ত বিদেশি লগ্নির দরজা খুলল কেন্দ্র। সায় দিল সেখানে বিদেশি আর্থিক সংস্থা ও অনাবাসীদের টাকা ঢালাতেও।
|
র্যানব্যাক্সি— চতুর্থ (অক্টোবর-ডিসেম্বর) ত্রৈমাসিকে ওষুধ প্রস্তুতকারক সংস্থা র্যানব্যাক্সির নিট ক্ষতি কমে দাঁড়াল ১৫৮.৯৪ কোটি টাকায়। ২০১২-র ওই সময়ে সংস্থার নিট লোকসান হয়েছিল ৪৯২.৪৪ কোটি। তবে সংস্থার মোট আয় ৬.৭% বেড়ে হয়েছে ২,৮৯৪ কোটি টাকা। |