কাল শুক্রবার থেকে ২৪তম প্যান এশিয়ান ট্র্যাডিশনাল গেমস নিয়ে আন্তর্জাতিক এক আলোচনা হতে চলেছে বিশ্বভারতীতে। তিন দিন ধরে চলা এই আলোচনায় ভারতের ১৫০ জন বিশেষজ্ঞ ছাড়াও এশিয়ার ১৭টি দেশের ৩৯ জন বিশেষজ্ঞ প্রতিনিধিত্ব করবেন। বুধবার সাংবাদিক বৈঠকে একথা জানান বিশ্বভারতীর মিডিয়া ইন্টেরফেস কমিটির চেয়ারপার্সন অধ্যাপিকা সবুজকলি সেন। তিন দিনের এই আন্তর্জাতিক আলোচনাসভার উদ্যোক্তা বিশ্বভারতীর স্পোর্টস বোর্ড, বিনয় ভবনের শারীর শিক্ষা বিভাগ এবং প্যান এশিয়ান সোসাইটি অফ স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন। খো-খো, কাবাড়ি ছাড়াও আদিবাসীদের পারম্পরিক খেলাধুলো-সহ বিভিন্ন দেশের চিরাচরিত খেলাধুলো নিয়েও আলোচনা হবে।
|
পুজো, পাঠ, গীতগোবিন্দ থেকে গান ও অলোচনার মাধ্যমে কবি জয়দেবের জন্মজয়ন্তী পালিত হল জয়দেবের রাধাবিনোদ মন্দির চত্বরে। আয়োজনে জয়দেব আশ্রম কমিটি। বসন্ত পঞ্চমীতে কবির জন্ম এই বিশ্বাস থেকে মঙ্গলবার পুজো-পাঠ হয়। বুধবার হল কবি জয়দেবের রচিত গীতগোবিন্দ থেকে গান, কবি বিষয়ক চর্চা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়দেব সংস্কৃতি পরিষদের সদস্যরা এবং বিশিষ্ট শিক্ষাবিদেরা। গত ১৮ বছর ধরে কবি জয়দেবের জন্মজয়ন্তী পালন করে আসছেন বলে জানিয়েছেন আয়োজক আশ্রম কমিটির সম্পাদক সুভাষ কবিরাজ। |