চিকিৎসকের গাফিলতিতে শিশুমৃত্যু হয়েছে এই অভিযোগে মঙ্গলবার সকালে উত্তেজনা ছড়ায় কাটোয়া মহকুমা হাসপাতালে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ দিন দুপুরে মৃত সদ্যজাতের বাবা বাদশা শাহাজান মির্জা হাসপাতালের সুপারের কাছে এই বিষয়ে লিখিত অভিযোগ করেছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হবে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেলে কাটোয়া খাজুরদিহি গ্রামের বধূ সাবিনুর বিবি প্রসব যন্ত্রণা নিয়ে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সাবিনুর বিবির বাবা সারাফত শেখের অভিযোগ, মহকুমা হাসপাতালের প্রসূতি চিকিৎসক রবীন্দ্রনাথ মণ্ডল সোমবার রাত ৯টা নাগাদ তাঁর মেয়েকে পরীক্ষা করে জানান, এখন প্রসব হবে না। তাঁদের বাড়ি চলে যেতে পরামর্শ দেওয়া হয় বলেও জানিয়েছেন সারাফত শেখ। তিনি বলেন, “আমাদের সন্দেহ হওয়ায় আমরা মেয়েকে হাসপাতালে রেখে দিই। রাত ৩টে নাগাদ মেয়ে যন্ত্রণায় চিৎকার শুরু করে। নার্সেরা চিকিৎসককে ‘কল বুক’ করলেও তিনি আসেননি। মেয়ের পেটের ভিতরেই সদ্যজাতের মৃত্যু হয়।” তাঁর আরও অভিযোগ, মঙ্গলবার সকাল ৭টা নাগাদ চিকিৎসক আসেন পুলিশকে সঙ্গে নিয়ে।
যদিও গাফিলতির অভিযোগ অস্বীকার করে প্রসূতি চিকিৎসক রবীন্দ্রনাথ মণ্ডল বলেন, “শিশুমৃত্যু খুবই দুভার্গ্যজনক। কিন্তু চিকিৎসায় গাফিলতির কোনও ব্যাপার নেই।”
|
ক্যান্সার রুখতে সচেতনতা শিবির
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
বিশ্ব ক্যান্সার প্রতিরোধ দিবস উপলক্ষ্যে সচেতনতা শিবির করল বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। মঙ্গলবার শিলিগুড়ির কাওয়াখালিতে সিআরপিএফ ছাইনিতে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যৌথ উদ্যোগে ওই শিবির হয়। সংগঠনের সদস্য লিপি ঘোষ রায় জানান, চিকিৎসক এবং সংগঠনের সদস্যরা ক্যান্সার এবং তার প্রতিরোধের বিভিন্ন দিক নিয়ে এ দিন আলোচনা করেন। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ লাগোয়া এলাকার একটি সংগঠনের তরফেও তাদের কার্যালয়ে ক্যান্সার নিয়ে সচেতনতা প্রচার অনুষ্ঠান হয়। সংগঠনের অন্যতম সঙ্গীতা শেরপা জানান, ক্যান্সার রোগী এবং বাসিন্দাদের মধ্যে এ দিন সচেতনতা প্রচার করা হয়েছে। |