আন্তর্জাতিক কেরিয়ার শেষ হয়ে গেল কেভিন পিটারসেনের। ইংল্যান্ডের তারকা ক্রিকেটারকে ছেঁটে ফেলা হল টি-টোয়েন্টি বিশ্বকাপ আর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন সিরিজ থেকে। ইংল্যান্ড বোর্ডের ইঙ্গিত কেপি-কে আর ভবিষ্যতে ইংল্যান্ডের জার্সিতে মাঠে নামতে আর দেখা যাবে না।
ইংল্যান্ডের ম্যানেজিং ডিরেক্টর পল ডাউনটাউন বিবৃতিতে জানিয়েছেন, “কেভিন দুর্দান্ত প্লেয়ার। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান শিকারিদের অন্যতম। তাই নিঃসন্দেহে এই সিদ্ধান্তটা নেওয়া কঠিন ছিল। ইংল্যান্ড ক্রিকেট কেভিনের কাছে ঋনি। ও যে দেশের প্রতিনিধিত্ব করা অন্যতম সেরা প্রতিভা তাতে কোনও সন্দেহ নেই। আন্তর্জাতিক ক্রিকেটে ওর ১৩৭৯৭ রানই তার প্রমাণ। ইংল্যান্ডের ভবিষ্যতের টিম কেমন হতে যাচ্ছে এই সিদ্ধান্তে সেটা পরিষ্কার হবে। কেভিনের বাকি কেরিয়ারের জন্য অনেক শুভেচ্ছা রইল।” |
টেস্ট ও ওয়ান ডে ক্যাপ্টেন অ্যালিস্টার কুক, ওয়ান ডে কোচ অ্যাশলে জাইলস আর জাতীয় নির্বাচক জেমস হোয়াইটেকারের সঙ্গে পিটারসেনের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় বসেছিলেন। পিটারসেনের সঙ্গেও তিনি কথা বলেন। অ্যাসেজে ০-৫ হারের পর কেপি টুইট করেছিলেন, “২০১৫ ইংল্যান্ডকে অ্যাসেজ জিততে সাহায্য করতে চাই।” কিন্তু ইসিবি-র সিদ্ধান্তে তিনি যে বেশ হতাশ সেটা ইসিবির বিবৃতিতে পিটারসেনের কথাতেই স্পষ্ট, “প্রচণ্ড দুঃখ পেয়েছি আমার অসাধারণ একটা সফর শেষ হয়ে যাওয়ায়। গত ন’বছরে টিম হিসেবে যা অর্জন করেছি তাতে গর্বিতও। দেশের জার্সি গায়ে মাঠে নামাটা বিরাট সম্মানের। এই অনুভূতিটা কখনও ভোলার নয়। বিশ্বাস করি এখনও আমার ক্রিকেটার হিসেবে অনেককিছু দেওয়ার বাকি রয়েছে। ক্রিকেট চালিয়ে যাব তবে প্রচণ্ড আক্ষেপ রয়েছে ইংল্যান্ডের হয়ে আর ক্রিকেট খেলতে পারব না বলে।” |