|
|
|
|
টুজি নিয়ে সরব আপ |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি
৪ ফেব্রুয়ারি
|
দুর্নীতি প্রশ্নে আজ ফের সরব হল আম আদমি পার্টি।
গত কাল বিজেপির শীর্ষ নেতা অরুণ জেটলি, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আপ বিধায়কদের ঘুষ দিয়ে দিল্লির সরকার ফেলার অভিযোগ এনেছিল আপ নেতৃত্ব। আজ সেই ঘুষ প্রশ্নে আপের নিশানা হলেন ডিএমকে শীর্ষ নেতা করুণানিধি ও তাঁর কন্যা কানিমোঝি। যা দেখে অনেকে মনে করছেন, প্রতিদিন এ ভাবে বিতর্ক সৃষ্টি করে খবরের শিরনামে থাকাটাই কৌশল আপ শিবিরের।
টু’জি কাণ্ডে ইতিমধ্যেই দুর্নীতির অভিযোগ উঠেছে প্রাক্তন টেলিকম মন্ত্রী তথা ডিএমকে এ রাজার বিরুদ্ধে। তাতে নাম জড়িয়েছে রাজা ঘনিষ্ঠ ডিএমকে শীর্ষ নেতা করুণানিধির কন্যা কানিমোঝির। দুই সাংসদই বর্তমানে ওই মামলায় জামিনে মুক্ত। এই পরিস্থিতিতে আজ আপ নেতা প্রশান্ত ভূষণ অভিযোগ করেন, ডিএমকে সাংসদ কানিমোঝি দু’শো কোটি টাকা ঘুষের বিনিময়ে একটি বেসরকারি মোবাইল সংস্থাকে লাইসেন্স পাইয়ে দেন। এ বিষয়ে দলের শীর্ষ নেতা করুণানিধি সম্পূর্ণ অবহিত ছিলেন।
প্রশান্ত ভূষণের দাবি, সেই লাইসেন্স পাইয়ে দেওয়া সংক্রান্ত একটি কথোপকথন টেপে রেকর্ড রয়েছে, যা তাঁর হেফাজতে রয়েছে। আপের ওই প্রতিষ্ঠাতা সদস্যের মতে, টু’জি-র মতো বড় মাপের কেলেঙ্কারি করা সত্ত্বেও সরকারের একটি অংশ করুণানিধি ও তাঁর পরিবারের সদস্যদের বাঁচাতে তৎপর রয়েছে। সরাসরি না বললেও আজ পরোক্ষ ভাবে ওই দুর্নীতি চাপা দেওয়ার পিছনে কংগ্রেসেরও হাত রয়েছে। করুণানিধি সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন।
এক দিকে শীর্ষ আপ নেতৃত্ব যখন টুজি কেলেঙ্কারি নিয়ে সরব হয়েছেন, তখন আজ বিজেপির রাজ্যসভার সাংসদ অরুণ জেটলির বাড়ির সামনে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন বিজেপি ও আপ সমর্থকেরা। |
|
|
|
|
|