বাড়িতে মহিলা খুন নিমতায়
নিজস্ব সংবাদদাতা |
নিমতা সত্যেনপল্লির একটি বাড়িতে কর্ত্রীর মৃতদেহ পাওয়া গিয়েছে। পুলিশ জানায়, কান্তা চক্রবর্তী (৫০) নামে ওই মহিলার গলায় ধারালো অস্ত্রের আঘাত এবং মাফলারের ফাঁসের দাগ ছিল। মঙ্গলবার সন্ধ্যায় দেহ উদ্ধার হলেও পুলিশের অনুমান, সোমবার রাতেই মহিলাকে হত্যা করা হয়েছে। পুলিশি সূত্রের খবর, মঙ্গলবার দিনভর ওই বাড়ির দরজা বন্ধ দেখে পড়শিদের সন্দেহ হয়। বিকেলে এক ব্যক্তি এসে ওই মহিলাকে ডাকাডাকি করেও সাড়া পাননি। ধাক্কা দিয়ে দরজা খুলে তিনি দেখেন, ঘরে মহিলার দেহ পড়ে রয়েছে। ওই মহিলা বিবাহ-বিচ্ছিন্না। পুলিশ জানায়, তিনি মদ ও গাঁজার ব্যবসা করতেন। ইদানীং এক যুবক তাঁর সঙ্গে থাকত। ঘটনার পর থেকে সে পলাতক। মাস ছয়েক আগে গাঁজা পাচারের অভিযোগে মহিলার এক ছেলে ও মেয়েকে গ্রেফতার করে কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রণ দফতর। পুলিশের সন্দেহ, কোনও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার পরে মৃত্যু নিশ্চিত করতে মহিলার গলায় মাফলারের ফাঁস দেওয়া হয়। গয়না ও টাকা হাতাতেই এই খুন।
|
চোলাই মদ-সহ একটি ট্যাক্সিকে আটক করল পুলিশ। সোমবার, প্রগতি ময়দান থানা এলাকা থেকে। ধৃত চালক সহদেব যাদব এন্টালি থানা এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, হাওড়া স্টেশন থেকে চোলাই নিয়ে আসছিল ট্যাক্সিটি। ট্যাক্সিটিকে আটক করে পুলিশ। চালকের বিরুদ্ধে রাজ্য আবগারি আইনে মামলা রুজু করেছে পুলিশ। ১৯টি বস্তা থেকে মিলেছে প্রায় ৮০০ লিটার চোলাই। অভিযুক্তকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
|
বিমা সংস্থার এক এজেন্টকে ডেকে নিয়ে গিয়ে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে কিছু যুবকের বিরুদ্ধে। সিঁথি থানায় অভিযোগ দায়ের করেছেন ওই এজেন্ট। পুলিশ জানিয়েছে, অভিযোগকারীর নাম আনন্দ রায়। তিনি খড়দহের বাসিন্দা। |