গড় দামে আইওসি শেয়ার কিনতে চায় ও এন জি সি
সংবাদ সংস্থা • নয়াদিল্লি
৪ ফেব্রুয়ারি |
রাষ্ট্রায়ত্ত ইন্ডিয়ান অয়েলের ১০% শেয়ার বিলগ্নিকরণের ক্ষেত্রে ওএনজিসি ৫% শেয়ার কিনতে চায় ছ’মাসের গড় দামে, চলতি বাজার দরে নয়। কেন্দ্রীয় সরকারকে ওএনজিসি সে কথা জানিয়েছে। প্রসঙ্গত, কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছে, দুই রাষ্ট্রায়ত্ত সংস্থা ওএনজিসি এবং অয়েল ইন্ডিয়াকেই থোক হিসেবে বিক্রি করবে আইওসি শেয়ার। ওএনজিসি জানিয়েছে, বিলগ্নিকরণ সংক্রান্ত ঘোষণা করার পর থেকে (আইওসি শেয়ারের দর বেড়েছে প্রায় ১৪%। সে কারণেই গড় দামে শেয়ার কিনতে চায় ওএনজিসি। এ দিকে, এঞ্জিনিয়ার্স ইন্ডিয়া-র ১০% শেয়ারের প্রতিটি ১৪৫-১৫০ টাকায় ৬ ফেব্রুয়ারি থেকে বিক্রির কথা জানিয়েছে কেন্দ্র।
|
পশ্চিমবঙ্গে রিটেলের ক্ষেত্রে চলমান বিপণি ‘কোয়ালিটি মোবাইল শপ’ চালু করল সহারা ইন্ডিয়ার ভোগ্যপণ্য ও খুচরো বিপণন ব্যবসা সংক্রান্ত শাখা সহারা কিউ। প্রথম পর্বে ১০টি ভ্যানে এ ধরনের বিপণি চালু হয়েছে। সংস্থার দাবি, এর মাধ্যমে ক্রেতারা উচ্চমানের পণ্য কেনার সুযোগ পাবেন। |