নরেন্দ্র মোদীর সমাবেশের জন্য তিনটি মঞ্চ হচ্ছে ব্রিগেডে। একটিতে মোদী, দলের সর্বভারতীয় সভাপতি রাজনাথ সিংহ-সহ কেন্দ্রীয় নেতৃত্ব, দলের রাজ্য সভাপতি রাহুল সিংহ এবং শীর্ষ নেতৃত্ব থাকবেন। অন্য দু’টি মঞ্চে ভাগ হয়ে বসবেন রাজ্যের অন্যান্য নেতা এবং বিভিন্ন সেল ও মোর্চার নেতৃত্ব। তিনটি মঞ্চ মিলিয়ে প্রায় ১৪০ জনের বসার ব্যবস্থা থাকছে। শ্রোতাদের বসার জন্য আপাতত ২০ হাজার চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। ৫ ফেব্রুয়ারির ব্রিগেডের প্রস্তুতি দেখতে রবিবার ময়দানে গিয়েছিলেন রাহুলবাবু। গুজরাত সরকারের কয়েক জন প্রতিনিধি কলকাতায় এসে গিয়েছেন। মোদীর সমাবেশের প্রচারে এ দিন দক্ষিণ ২৪ পরগনার আমতলাতেও গিয়েছিলেন রাহুলবাবু। পরে তিনি বলেন, “আমতলা-সহ যেখানেই গিয়েছি, সেখানেই মানুষের মধ্যে মোদী ভাবাবেগ দেখেছি।” |
মারা গেলেন আরএসপি নেত্রী গীতা সেনগুপ্ত। শনিবার গভীর রাতে নিজের বাড়িতেই মৃত্যু হয় ৮২ বছরের গীতদেবীর। বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। বয়সজনিত কারণে কয়েক বছর আগেই আরএসপি-র কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্বের সব পদ থেকে অব্যাহতি নিয়েছিলেন গীতাদেবী। |