তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব
নিজস্ব সংবাদদাতা • খানাকুল |
তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যকে মারধরের অভিযোগ উঠল দলেরই একাংশের বিরুদ্ধে। অভিযোগ, সরকারি জায়গায় বেআইনি ভাবে নির্মাণের মদত দিচ্ছিলেন কৃষ্ণপদ ঘোষ নামে খানাকুল ২ ব্লকের নতিবপুর-১ পঞ্চায়েতের ওই সদস্য।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, শনিবার গণেশপুর গ্রামের রাস্তার ধারে একটি জায়গায় নির্মাণ চলছিল। অভিযোগ, কৃষ্ণপদবাবু দাঁড়িয়ে থেকে অবৈধ নির্মাণে মদত দিচ্ছিলেন। তারই প্রতিবাদে নির্মাণ কর্মীদের উপরে চড়াও হন কিছু গ্রামবাসী। অভিযোগ-পাল্টা অভিযোগ দায়ের হয় থানায়। রাতেই কৃষ্ণপদবাবুর বাড়িতে চড়াও হয়ে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। কৃষ্ণপদবাবুকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর দাবি, দলের নেতা তথা পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহরায়ের লোকজন এই ঘটনায় যুক্ত। কৃষ্ণপদবাবুকে মারধর করা করা হয়নি বলে গ্রামবাসীদের একাংশ দাবি করেছেন। অসিতবাবুর বক্তব্য, “এটি নেহাতই গ্রাম্যবিবাদ। ওই পঞ্চায়েত সদস্য দলকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন।” |
মৃতের পরিবারকে সাহায্য
নিজস্ব সংবাদদাতা • গোঘাট |
ব্রিগেড সমাবেশ থেকে ফেরার পথে হুগলির হরিপালে বাস দুর্ঘটনায় আহত হন গোঘাটের নলডুবির বাসিন্দা মহিলা তৃণমূল কর্মী আরতি বিশ্বাস। শনিবার সন্ধ্যায় এসএসকেএমে তিনি মারা যান। তাঁর পরিবারের পাশে দাঁড়ালেন তৃণমূল নেতৃত্ব। রবিবার বিকেলে হুগলি জেলা তৃণমূল সভাপতি তথা পরিষদীয় সদস্য তপন দাশগুপ্ত মৃতার স্বামী কৃষ্ণপদ বিশ্বাসের হাতে এককালীন ৫৫ হাজার টাকা তুলে দেন। তপনবাবু জানান, দিনমজুর পরিবারটির প্রতি মাসের যাবতীয় ভরনপোষণের দায়িত্ব নেবে দল। |
শতবর্ষপূর্তিতে তিন দিন ধরে উৎসব পালিত হল হাওড়ার আমতা আনুলিয়া বাণেশ্বরপুর রামচন্দ্রপুর হাইস্কুলে। অনুষ্ঠানের উদ্বোধন করেন ছড়াকার ভবানীপ্রসাদ মজুমদার। উপস্থিত ছিলেন বিশিষ্ট আবৃত্তিকার ব্রততী বন্দ্যোপাধ্যায়, প্রধানশিক্ষক অরূপকুমার নায়েক প্রমুখ। ছিল বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আসর। স্কুলে বর্তমান ও প্রাক্তনীদের সম্মেলনে প্রায় ১৩০০ জন ছাত্রছাত্রী যোগদান করে বলে স্কুল সূত্রের খবর। |
সম্প্রতি হাওড়া গ্রামীণ পুলিশের উদ্যোগে হয়ে গেল থ্যালাসেমিয়া সচেতনতা শিবির। উলুবেড়িয়ার রবীন্দ্রভবনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশ, সিভিক পুলিশ এবং ভিলেজ পুলিশ নিয়ে প্রায় ৬০০ জন। এসেছিলেন হাওড়া জেলা (গ্রামীণ) অতিরিক্ত পুলিশ সুপার সুখেন্দু হীরা, উলুবেড়িয়ার এসডিপিও শ্যামলকুমার সামন্ত প্রমুখ। চিকিৎসকেরা থ্যালাসেমিয়া নিয়ে আলোচনা করেন। |
অজ্ঞাতপরিচয় এক যুবতীর দেহ উদ্ধার করল পুলিশ। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে চুঁচুড়ার ধান্য গবেষণা কেন্দ্র চত্বরে। পুলিশ জানায়, গবেষণা কেন্দ্রের শেষ প্রান্তে পাঁচিলের পাশে পড়ে ছিল বছর তেইশের ওই যুবতীর দেহটি। |