টুকরো খবর
লোকসভা ভোটে জয়ার সঙ্গী বাম
বামেদের সঙ্গে সমঝোতার রাস্তাই বহাল রাখলেন এডিএমকে নেত্রী জয়ললিতা। চেন্নাইয়ে রবিবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার সঙ্গে বৈঠক করে সিপিআইয়ের প্রবীণ নেতা এ বি বর্ধন ‘ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক বিকল্পে’র কথা বলেছেন। জয়া জানিয়েছেন, কাল তাঁর সঙ্গে বৈঠক সিপিএম সাধারণ সম্পাদক প্রকাশ কারাটের। জয়ললিতার সমর্থনেই গত বছর রাজ্যসভায় ফের নির্বাচিত হয়েছেন সিপিআই নেতা ডি রাজা। ক’দিন পরে এ বারের রাজ্যসভা ভোটে এডিএমকে-র উদ্বৃত্ত ভোটের সমর্থনেই পুনর্নির্বাচিত হতে চলেছেন সিপিএমের টি কে রঙ্গরাজন। সেই ধারা বজায় রেখেই লোকসভা ভোটের আগে বামেদের সঙ্গে সখ্য বাড়ালেন আম্মা। জয়া বামেদের সঙ্গে জোট গড়ার কথা বলায় তাঁর দরজা আপাতত কংগ্রেসের জন্য বন্ধ হয়ে গেল। জয়া জানিয়েছেন, তাঁদের বিকল্প জোট কংগ্রেস এবং বিজেপি-র থেকে সমদূরত্ব বজায় রেখে চলবে। পাশাপাশি বর্ধনের মন্তব্য, এই জোট কেন্দ্রে সংখ্যাগরিষ্ঠতা পেলে জয়া প্রধানমন্ত্রী হতে পারেন। তবে এখনই প্রধানমন্ত্রীর বিষয়টি নিয়ে ভাবতে রাজি নন জয়ললিতা। তিনি বলেন, “এখন আমাদের লক্ষ হচ্ছে লোকসভা ভোটে ৪০টি আসন (তামিলনাড়ুতে ৩৯টি এবং পুদুচেরিতে একটি আসন) দখল করা।” এডিএমকে-র সঙ্গে বোঝাপড়ার ভিত্তিতেই তামিলনাড়ুতে একটি করে লোকসভা আসন রয়েছে সিপিএম এবং সিপিআইয়ের। এ বারের জন্যও আসন সমঝোতার আলোচনা শুরু করবেন সিপিআই রাজ্য সম্পাদক ডি পান্ডিয়ানের নেতৃত্বে দলের রাজ্য নেতৃত্ব।

লালুকে রাহুলের সতর্কবার্তা
কংগ্রেসের যে সব নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বা ফৌজদারি মামলা রয়েছে, লোকসভা ভোটে তাঁদের যথাসম্ভব প্রার্থী না করার সিদ্ধান্ত ইতিমধ্যেই নিয়েছেন রাহুল গাঁধী। এ বার তিনি লালু প্রসাদকে অনুরোধ করলেন, লোকসভা ভোটে তিনি যেন কোনও দাগি নেতাকে প্রার্থী না করেন। ক’দিন আগে দিল্লিতে লালুর সঙ্গে বৈঠকে রাহুল জানিয়েছেন, কোনও দাগি বা দুর্নীতিপরায়ণ আরজেডি নেতাকে লোকসভা ভোটে প্রার্থী করা হলে জোট সম্ভব নয়। দাগি সাংসদ বাঁচাতে সরকারের আনা অর্ডিন্যান্স ছিঁড়ে ফেলার কথা বলে আপাতত লালুর ভোটে দাঁড়ানোর পথে কাঁটা বিছিয়ে দিয়েছেন রাহুল। এর পরেও অস্তিত্ব রক্ষার স্বার্থে কংগ্রেসের সঙ্গেই জোট গড়তে লালু এখন মরিয়া। লালুকে নিয়ে রাহুলও সমস্যায়। পশুখাদ্য মামলায় অভিযুক্ত যাদব নেতার সঙ্গে জোট ছাড়া উপায় নেই তাঁর। এই অবস্থায় রাহুল যুক্তি দিচ্ছেন, জোট ব্যক্তির সঙ্গে নয়, দলের সঙ্গে হচ্ছে। কোনও দলের এক জন অভিযুক্ত হওয়া মানে সকলেই অভিযুক্ত নন।

স্থানীয়দের হাতে প্রহৃত শিক্ষক
ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে শিক্ষককে বেধড়ক পেটাল স্থানীয় বাসিন্দারা। পুলিশ জানিয়েছে, বিশাখাপত্তনমের কাঞ্চারাপালেম এলাকার এক বেসরকারি স্কুলের শিক্ষক ভাস্কর রাওয়ের বিরুদ্ধে অভিযোগ, তিনি কয়েক সপ্তাহ ধরেই নবম শ্রেণির এক ছাত্রীকে উত্যক্ত করছিলেন। মেয়েটি স্কুল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানালেও ফল হয়নি। পরে সে বাড়ির লোক জনকে সব বলার পর বিষয়টি জানাজানি হয়। তখন স্থানীয় লোক জন ওই শিক্ষকের উপর চড়াও হয় এবং তাকে পুলিশের হাতে তুলে দেয়। হাসপাতালে ভর্তি করা হয় অভিযুক্তকে।

গণধর্ষণের অভিযোগে ধৃত ৫
মানসিক ভারসাম্যহীন এক তরুণীকে গণধর্ষণের অভিযোগে পাঁচ যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ৩০ জানুয়ারি নগাঁও নারী আবাস থেকে ২৪ বছর বয়সী ওই আবাসিক নিখোঁজ হয়ে যান। গতকাল সকালে নগাঁও শহরের জেল রোডে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তদন্তকারীদের তিনি জানান, স্থানীয় কয়েকজন যুবক তাঁকে অপহরণ করে ধর্ষণ করে।

ক্লোরিনে অসুস্থ ৫০
ট্যাঙ্কার থেকে ক্লোরিন গ্যাস ছড়ানোয় অসুস্থ হলেন জনাপঞ্চাশেক গ্রামবাসী। গত রাতে উত্তর প্রদেশ ও ঝাড়খণ্ডের সীমানায় গড়বা জেলার বিলাসপুর গ্রামে ঘটনাটি ঘটে। অসুস্থদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ক্ষতিপূরণের দাবিতে আজ প্রায় ৬ ঘণ্টা জাতীয় সড়ক অবরোধ করেন গ্রামবাসীরা।

অবসাদে আত্মঘাতী বাঙালি
দেখতে সুন্দর নন, সেই অবসাদে আত্মহত্যা করলেন এক বাঙালি কলসেন্টার কর্মী। জীবন সরকার নামে ২৫ বছর বয়সি ওই ব্যক্তির ঝুলন্ত দেহ গাজিয়াবাদের ভাড়া বাড়ি থেকে রবিবার উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, তাঁর ঘর থেকে বাংলা ও ইংরেজিতে লেখা দু’টো সুইসাইড নোট উদ্ধার হয়েছে। বাংলায় লেখা সুইসাইড নোটটিতে তিনি লিখেছেন, ২ ফেব্রুয়ারি আত্মহত্যা করবেন সেটা ছ’মাস আগেই ঠিক করে ফেলেছিলেন। মাথায় টাক, লম্বাও নন, তার উপর মুখটাও সুন্দর নয় এ সব নিয়ে সব সময়ই অস্বস্তিতে থাকতেন জীবন সরকার। তিনি আদতে শিলিগুড়ির বাসিন্দা। রবিবার ভোরবেলা বাড়িতে ফোন করেছিলেন জীবনবাবু। দাদাকে জানান, তিনি আত্মহত্যা করতে চলেছেন। জীবন সরকারের সঙ্গে আগে এক ঘরে থাকতেন তাঁদেরই পরিচিত এক জন। দাদা ফোন করে তাঁকে তাড়াতাড়ি যেতে বলেন জীবনের ঘরে। কিন্তু তত ক্ষণে সব শেষ হয়ে গিয়েছে।

হুমকি-দলত্যাগ-চড়, আপ তবু আপন পথে
আপ-কে ঘিরে বিদ্রোহের আঁচ বাড়ছে ক্রমেই। দল থেকে বরখাস্ত বিদ্রোহী বিধায়ক বিনোদকুমার বিন্নি রবিবার হুমকি দিয়েছেন, ৪৮ ঘণ্টার মধ্যে তাঁর দাবিগুলি না মানলে তিনি অরবিন্দ কেজরিওয়ালের সরকার ফেলে দেবেন। বিন্নির দাবি, আপ-এর দু’জন-সহ পাঁচ বিধায়কের সমর্থন রয়েছে তাঁর দিকে। এ দিনই মধু ভাদুড়ি নামে আপ-এর এক প্রতিষ্ঠাতা সদস্য দল ছেড়েছেন। তাঁর অভিযোগ, দলে মেয়েদের মানুষ বলেই মনে করা হচ্ছে না। মধুর কথায়, “আমি আর পার্টির সঙ্গে নেই। পদত্যাগ করার প্রশ্ন নেই, কারণ আমি পার্টির কোনও পদেই ছিলাম না।” প্রতিশ্রুতি পূরণের প্রশ্নেও চাপ বাড়ছে আপ-এর উপরে। এলাকায় জলের অভাব নিয়ে বিক্ষোভ জানানোর সময় এক মহিলা এ দিন সঙ্গম বিহার কেন্দ্রের আপ বিধায়ক দীনেশ মোহনিয়াকে প্রকাশ্যে চড় মারেন। মোহনিয়া অবশ্য দুষছেন, জল মাফিয়াদের। আপ শীর্ষ নেতৃত্ব কিন্তু এ সবে বিচলিত নন। জাতীয় স্তরে দুর্নীতিগ্রস্ত নেতাদের নামের তালিকা প্রকাশ করে ইতিমধ্যেই জোর বিতর্ক বাধিয়েছেন তাঁরা। এ বার রাজ্য স্তরে দুর্নীতিগ্রস্ত নেতা-মন্ত্রীদের নামের তালিকা প্রকাশ করবে আপ।

সবুজ সঙ্কেত
স্পেকট্রাম নিলামের প্রক্রিয়াকে সবুজ সঙ্কেত দিল সুপ্রিম কোর্ট। আজ, সোমবার থেকে শুরু হচ্ছে স্পেকট্রাম নিলামের প্রক্রিয়া। নিলাম স্থগিত করার জন্য ভারতী এয়ারটেল, ভোডাফোন, লুপ এবং আইডিয়া টেলিকম ট্রাইব্যুনালকে আবেদন জানিয়েছিল। কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় ট্রাইব্যুনাল। এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল এয়ারটেল এবং ভোডাফোন। রবিবার বিচারপতি এ আর দাভে এবং এস এ বোবদের ডিভিশন বেঞ্চ ট্রাইব্যুনালের সিদ্ধান্তই বহাল রেখেছে।

মন্ত্রীর মোষ চুরি
মোষ গিয়েছে চুরি! তা-ও আবার যার তার মোষ নয়, উত্তরপ্রদেশের সংখ্যালঘু ও নগরোন্নয়ন মন্ত্রী আজম খানের সাত সাতটি মোষ। পুলিশ জানিয়েছে, শনিবার রাতে আজম খানের গোয়াল থেকে সাতটি মোষ উধাও হওয়ার খবর পেয়েই কুকুরবাহিনী নিয়ে তল্লাশিতে নামে উত্তরপ্রদেশ পুলিশ। রাতভর সন্ধান চালিয়ে গাঞ্জ এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার হয় কয়েক লক্ষ টাকা দামের ওই মোষগুলি।

হুডাকে চড়
হরিয়ানার মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিংহ হুডাকে চড় মারার অভিযোগ উঠল এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে। রবিবার পানীপতের ঘটনা। কংগ্রেসের ‘রোড শো’-এর পরে একটি গাড়ির সামনে দাঁড়িয়েছিলেন হুডা। তখনই তাঁকে চড় মারেন সেই ব্যক্তি। অভিযুক্তকে হেফাজতে নিয়েছে পুলিশ। ঘটনার পরে চটে যান হুডা।

বন্দুক দেখিয়ে
বন্দুক দেখিয়ে দাদার সামনেই বোনকে গণধর্ষণ করার অভিযোগ উঠল চার যুবকের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, উত্তরপ্রদেশের সাহারানপুর জেলায় শনিবার রাতে ঘটনাটি ঘটেছে। অভিযুক্তরা পলাতক।

গণপিটুনিতে হত জঙ্গি
মেঘালয়ের তুরা শহরের কাছে দারেংগ্রে গ্রামে তোলা আদায় করতে গিয়েছিল দুই জঙ্গি। ওই দু’জনকে বেধড়ক মারধর করে গ্রামবাসীরা। ঘটনাস্থলেই এক জঙ্গির মৃত্যু হয়।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.