টুকরো খবর |
বাসে আগুন
নিজস্ব সংবাদদাতা |
সরকারি বাসে আগুন লেগে আতঙ্ক ছড়াল বেহালায়। রবিবার দুপুরে, বেহালার ম্যান্টনে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যাত্রী নিয়ে সিএসটিসি-র ওই বাসটি বেহালা থেকে নবান্নের দিকে যাচ্ছিল। বাসটির পিছন থেকে ধোঁয়া দেখে চালক বাস থামিয়ে যাত্রীদের নামিয়ে দেন। দমকলের দু’টি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকলের অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লাগে। তবে হতাহতের কোনও খবর নেই। |
|
জ্বলছে সেই বাস। রবিবার, বেহালায়। ছবি: শুভজিৎ লস্কর। |
অন্য দিকে, এ দিনই দুপুরে ব্যারাকপুরের নীলগঞ্জে সিএসটিসি-র ডিপো সংলগ্ন আগাছার জঙ্গলে আগুন লেগে আতঙ্ক ছড়ায় বাস কর্মীদের মধ্যে। দমকলের দু’টি ইঞ্জিন গিয়ে আগুন নেভায়। দমকল জানিয়েছে, জঙ্গলটির কাছেই ডিজেলের রিজার্ভার। ফলে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। বাস ডিপোর কর্মীদের একাংশের অভিযোগ, দিনেদুপুরে ওই জঙ্গলে গাঁজার ঠেক বসে। দমকলের অনুমান, আগাছার জঙ্গলে সিগারেট থেকে আগুন লেগেছে। তবে ইচ্ছাকৃত ভাবে কেউ আগুন লাগিয়েছে কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ।
|
ঝিল বাঁচাতে |
|
ছবি: শশাঙ্ক মণ্ডল। |
গড়িয়া-দমদম মেট্রোর সম্প্রসারণের কাজের জন্য ই এম বাইপাসে গাছ কেটে ফেলার অভিযোগ আগেই উঠেছে। এ বার স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পাটুলি উপনগরীর একাধিক ঝিলের ক্ষতি করে চলছে মেট্রোর কাজ। অভিযোগকারীরা পরিবেশ রক্ষার স্বার্থে পরিবেশ দফতরের কাছে আবেদন ও কলকাতা হাইকোর্টে দরবার করেছেন। তাঁরা চেয়েছিলেন এই মেট্রো-পথের জন্য পরিবেশ বাঁচিয়ে বিকল্প জায়গা বেছে নেওয়া হোক। কিন্তু বিষয়টি বিচারাধীন থাকা সত্ত্বেও মেট্রোর কাজ থেমে নেই। প্রতিবাদে গত কয়েক দিন ধরে মঞ্চ বেঁধে ধর্নায় বসেছেন তাঁরা। মঞ্চে যোগ দিয়েছেন পরিচিত পরিবেশবিদরাও।
|
বাসের মধ্যেই ‘শ্লীলতাহানি’, ধৃত |
বাসের মধ্যে এক মহিলার শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার হল। রবিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ, ওয়েলিংটনে। ধৃতের নাম রতন প্রামাণিক। তিনি শ্যামপুকুরের গোঁসাইপাড়া লেনের বাসিন্দা। ওই মহিলার অভিযোগ, ৩-ডি রুটের ওই বাসটিতে ভিড় ছিল। অভিযুক্ত ব্যক্তি অনেকক্ষণ ধরেই তাঁর সঙ্গে অশালীন আচরণ করছিলেন। বাসটি ওয়েলিংটনের কাছাকাছি এলে ওই ব্যক্তির সঙ্গে মহিলার কথা কাটাকাটি হয়। তার পরেই যাত্রীরা বাসটিকে দাঁড় করিয়ে অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেন। অন্য দিকে, এক তরুণীকে কটূক্তি ও তাঁর মারধরের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে বালিগঞ্জ থানার পুলিশ। রবিবার ভোরে, বালিগঞ্জ সার্কুলার রোড থেকে। পুলিশ জানায়, ওই এলাকার একটি ধাবায় বন্ধুদের সঙ্গে খেতে গিয়েছিলেন তরুণী। সেখানেই অভিযুক্ত তিন যুবক তাঁকে কটূক্তি করে। প্রতিবাদ করায় তাঁকে মারধর করে বলেও অভিযোগ। পরে অভিযুক্তেরা জামিনে ছাড়া পান।
|
রক্তচন্দন কাঠ আটক, গ্রেফতার |
তিন বিমানযাত্রীর কাছ থেকে রক্তচন্দন কাঠ বাজেয়াপ্ত করল শুল্ক দফতর। দফতর সূত্রে খবর, শনিবার গভীর রাতে মহম্মদ কালামুদ্দিন নামে এক ব্যক্তি কলকাতা থেকে হংকং যাচ্ছিলেন। বাকি দুই যাত্রী আফতাব হুসেন এবং মহম্মদ শাজাহানের ব্যাঙ্কক থেকে কাঠ নিয়ে হংকং যাওয়ার কথা ছিল। বড় বড় ব্যাগে রক্তচন্দন কাঠ ভরে তাঁরা কলকাতা বিমানবন্দরে ঢোকার পরে তাঁদের আটক করেন শুল্ক দফতরের অফিসারেরা। আইন লঙ্ঘন করে সঠিক নথি ছাড়া এই রক্তচন্দন বিদেশে পাচার করার অভিযোগে ওই তিন জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁরা কলকাতারই বাসিন্দা। শুল্ক দফতর সূত্রে খবর, বাজেয়াপ্ত করা প্রায় ২২০ কিলোগ্রাম রক্তচন্দনের বাজারদর প্রায় সওয়া দু’লক্ষ টাকা।
|
বৃদ্ধার পাশে পুলিশ |
মহানগরীর ব্যস্ত এলাকার ফুটপাতে বসে থরথরিয়ে কাঁপছিলেন অশীতিপর বৃদ্ধা। তাঁর দিকে তাকানোর সময় পাননি শহরবাসী। রবিবার সকালে টহলদারির সময় তাঁকে দেখতে পেয়ে তৎপর হল পুলিশ। প্রচণ্ড জ্বরে কাবু অসহায় ওই বৃদ্ধাকে এখন ভর্তি এক সরকারি হাসপাতালে। ঘটনাটি ঘটেছে আলিপুর থানার লালবাতি এলাকায়। পুলিশ জানায়, চৈতনী মাহতো (৭৫) নামে ওই বৃদ্ধার বাড়ি হাওড়ার রাধামোহনপুরে। শনিবার রাতে ঠাণ্ডায় ফুটপাথে কাটানোয় তাঁর অসুখ আরও বেড়ে গিয়েছিল। ভালো ভাবে কথা বলতে পারছিলেন না। কী ভাবে তিনি কলকাতায় পৌঁছলেন তার উত্তর মেলেনি।
|
অস্ত্র-সহ গ্রেফতার |
বেআইনি অস্ত্র-সহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে তপসিয়া থানা এলাকা থেকে। ধৃতের নাম শেখ আলাউদ্দিন। পুলিশ জানিয়েছে, তার কাছ থেকে একটি দেশি এক নলা বন্দুক ও কার্তুজ উদ্ধার করা হয়েছে। অন্য দিকে, শনিবার রাতে ব্যারাকপুরের নোয়াপাড়া থেকে অস্ত্র-সহ গ্রেফতার হয়েছে দুই দুষ্কৃতী। ধৃতদের নাম উমেশ রায় ওরফে চোর ভোলা এবং দিবাকর সিংহ ওরফে দেওয়ান। ডিসি (ট্রাফিক) দেবাশিস বেজ বলেন, “ধৃতদের থেকে গুলি ভর্তি আগ্নেয়াস্ত্র মিলেছে। রবিবার আদালত ধৃতদের দশ দিনের পুলিশি হেফাজত দিয়েছে।
|
গর্তের জলে মৃত্যু |
ইএম বাইপাস সংলগ্ন কালিকাপুরে জলে ডুবে মৃত্যু হল এক বালকের। পুলিশ জানায়, মৃতের নাম প্রভাতকুমার দুবে (১২)। পুলিশি সূত্রের খবর, ওখানে পরিবহণ দফতরের বাস র্যাপিড ট্রান্সপোর্ট সিস্টেম (বিআরটিএস)-এর কাজ চলছে। সেখানে বড় গর্তে জল জমে ছিল। খেলতে খেলতে প্রভাত তাতে পড়ে যায়। বাসিন্দারা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। |
|