টুকরো খবর
ফের দল বদল নলহাটিতে
নলহাটি ১ ব্লকের কুরুমগ্রাম, বড়লা, কলিঠা পঞ্চায়েত এলাকা থেকে কংগ্রেসের কয়েকজন পঞ্চায়েত সদস্য-সহ পঞ্চায়েত সমিতির কংগ্রেস সমর্থিত একজন নির্দল সদস্য রবিবার তৃণমূলে যোগ দেন। পুরসভার সাহেববাগান মাঠে তৃণমূলের ওই জনসভায় কংগ্রেস ছাড়াও এআইডিইউএফ এবং ফরওয়ার্ড ব্লকের বেশ কিছু কর্মী সমর্থক তৃণমূলে যোগ দেন। দিন কয়েক আগে নলহাটি ২ ব্লকের শীতলগ্রাম পঞ্চায়েতের ৪ জন কংগ্রেস সদস্য, জেলা পরিষদের প্রাক্ত অধ্যক্ষ কংগ্রেসের অতুল দাস, ভদ্রপুর ২ পঞ্চায়েতের প্রাক্তন কংগ্রেস প্রধান মহম্মদ আমানুল্লা, বারা ২ পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির নির্বাচিত একজন করে ফব সদস্য তৃণমূলে যোগ দেন। এ ছাড়াও, ফব ও সমাজবাদী পার্টির বহু কর্মী সমর্থক তৃণমূলে যোগ দেন।

বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু
ঘটনার ১৪ দিন পরে মৃত্যু হল বিদ্যুৎপৃষ্ট এক যুবকের। মৃতের নাম বিশ্বজিৎ দাস (২১)। বাড়ি সাঁইথিয়া থানার পরিহারপুর গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ১৯ জানুয়ারি মদনপুরে বিদ্যুৎস্পৃষ্ট হন ওই যুবক। গুরুতর জখম অবস্থায় তাঁকে প্রথমে সাঁইথিয়া গ্রামীণ হাসপাতাল ভর্তি করানো হয়েছিল। পরে সিউড়ি থেকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। শুক্রবার তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। রবিবার অবস্থার অবনতি হওয়ায় সাঁইথিয়ার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয়েছিল। দুপুরে তিনি মারা যান। আজ সোমবার ময়না-তদন্তের পর দেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।

দুর্ঘটনায় মৃত্যু
দশ চাকা লরির ধাক্কায় মৃত্যু হল এক কিশোরের। মৃতের নাম আলামিন শেখ (১২)। বাড়ি মুর্শিদাবাদের খড়গ্রাম থানার শনিগ্রামে। রবিবার সকালে দুর্ঘটনাটি ঘটে রানিগঞ্জ-মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কে, নলহাটি থানার ভেলিয়ান মোড়ের কাছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভেলিয়ান গ্রামে আত্মীয়ের বাড়িতে ওই কিশোর এসেছিল। জাতীয় সড়ক ধরে আলামিন হাঁটছিল। সেই সময় লরির ধাক্কায় তার মৃত্যু হয়।

কৃষি মেলা
সাঁইথিয়া পঞ্চায়েত সমিতির উদ্যোগে আমোদপুরে সংশ্লিষ্ট ব্লক ময়দানে হয়ে গেল দশ দিনের নেতাজি সুভাষ কৃষি মেলা। ২৩ জানুয়ারি ওই মেলার উদ্বোধন করেছিলেন জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী। বিডিও জাহিদ সাহুদ জানান, কৃষি সামগ্রীর প্রদর্শনীর পাশাপাশি অনুষ্ঠান হয়েছে। চাষিদের পুরস্কারের ব্যবস্থাও ছিল।

কোথায় কী

নলহাটি হরিপ্রসাদ হাই স্কুল

৯৮তম প্রতিষ্ঠা দিবস। আজ, সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত স্কুল প্রাঙ্গণে চলবে ছাত্র
এবং শিক্ষকদের নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। রয়েছে ছবি ও বিজ্ঞান প্রদর্শনী।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.