টুকরো খবর
ঝড় ও বৃষ্টিতে বিপর্যস্ত ইতালি

২ ফেব্রুয়ারি
ব্রিটেনের পরে ইতালি। প্রকৃতির তাণ্ডব অব্যাহত ইউরোপে। ঝড়-বৃষ্টি-বন্যা-তুষারপাতে এ বার বিধ্বস্ত ইতালির বিস্তীর্ণ অঞ্চল। বেশির ভাগ নদীই বিপদসীমার উপর দিয়ে বইছে। পার্বত্য উপত্যকায় ভারী তুষারপাতের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দফতর। আবহবিদরা জানান, আগামী দু’দিন আবহাওয়া এই রকমই প্রতিকূল থাকবে। গত কয়েক দিন ধরেই প্রবল বৃষ্টি হচ্ছিল ইতালির একটা বড় অংশে। ফলে প্রাইমা পোর্তা, পনসাক্কো, সান মিনিয়াতো, ভেনিসের মতো এলাকা জলমগ্ন। রাস্তা, খেলার মাঠ, গ্যারাজ, বাড়ির বেসমেন্ট জলের তলায়। সেন্ট মার্কস স্কোয়ার-সহ ভেনিসের জনপ্রিয় পর্যটনস্থল এখন জলমগ্ন। বন্যার প্রকোপে পনসাক্কোয় প্রায় দেড় হাজার মানুষ ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। পার্বত্য এলাকায় তুষার ধসের আশঙ্কা। তুষারপাতের ফলে বহু বাড়ি বিদ্যুৎহীন। এর মধ্যে আসছে প্রাণহানির খবরও। সিসিলিতে চোখের সামনে নিজের সাত বছরের মেয়েকে জলের তোড়ে ভেসে যেতে দেখেছেন এক মহিলা।

নিখোঁজ ১২ ভারতীয় নাবিক

২ ফেব্রুয়ারি
ইয়েমেনে একটি মালবাহী জাহাজ ডুবে যাওয়ার পর থেকে খোঁজ মিলছে না ১২ জন ভারতীয় নাবিকের। ইয়েমেনের স্থানীয় প্রশাসন সূত্রে খবর, হাডরামাউট প্রদেশের শেহর শহরের উপকূলে শনিবার ঘটনাটি ঘটেছে। জাহাজটির মালিক এক স্থানীয় শিল্পপতি। জাহাজটি ডুবতে শুরু হওয়ার পর পরই নাবিকদের উদ্ধারের জন্য নৌকা পাঠানো হয়েছে। খোঁজ চালাচ্ছে উপকূলরক্ষী বাহিনীও। কিন্তু ওই ১২ জন ভারতীয় নাবিকের এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি। জাহাজটিতে অন্য কোনও দেশের নাবিক ছিলেন কি না, খবর মেলেনি তারও।

আসাদ বাহিনীর ফের হানা, সিরিয়ায় হত ৮৫
বিদ্রোহীদের শাস্তি দিতে এ বার আকাশ পথে আক্রমণ হানল সিরিয়ার বাশার-আল-আসাদ সরকার। আলেপ্পোর বিরোধী ঘাঁটিতে শিলাবৃষ্টির মতো নেমে এল বিস্ফোরক, কাচের গুঁড়ো আর পেরেক ঠাসা ব্যারেল। নিহত অন্তত ৮৫ জন। ব্রিটেনের একটি মানবাধিকার সংগঠন সিরিয়ায় থেকে কাজ করছে। “অন্তত ৮৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৬৫ জনই সাধারণ মানুষ। ১০টি শিশু,” বলল তারাই। গত শুক্রবারই জেনিভায় সিরিয়া সংক্রান্ত শান্তি বৈঠক শেষ হয়েছে। কোনও সমাধানসূত্র অবশ্য মেলেনি। টানা চার ঘণ্টা ধরে চলে বিমান হানা। শহরের নানা প্রান্তে দফায় দফায় আক্রমণ করে আসাদ-বাহিনী। শুধু তারেক আল-বাব এলাকাতেই নিহত হয়েছেন ৩৪ জন। আনসারিতে চার ঘণ্টায় ১৭ বার আক্রমণ করে বাহিনী।

পাকিস্তানের দাবি
মহেঞ্জোদড়ো আমলের এক মূর্তি ভারত সরকারের কাছ থেকে ফেরত চায় পাকিস্তান। সম্প্রতি মহেঞ্জোদড়ো উপত্যকায় সিন্ধু উৎসবের সূচনা করেছেন প্রয়াত পাক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে বিলাবল ভুট্টো জারদারি। উৎসবটিকে ঘিরে বিতর্ক শুরু হয়েছে। তারই মধ্যে সিন্ধু প্রদেশের মন্ত্রিসভার এক সদস্য পাক সংবাদ সংস্থাকে জানান, ভারতের কাছ থেকে নৃত্যরত মেয়ের একটি মূর্তি ফেরত চায় পাকিস্তান। বিষয়টি নিয়ে তাঁরা নয়াদিল্লিকে চিঠিও লিখতে চলেছেন। মহেঞ্জোদড়ো আমলের ওই মূর্তিটি এখন দিল্লির জাদুঘরে রয়েছে।

জলে বিয়ে
১৩০ মিটার গভীর জলে চার হাত এক হল দু’জনের। সেই সঙ্গে এই অভিনব বিয়ে স্থান পেল ‘গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস’-এও। পাত্র জাপানের হিরোইউকি ইয়োশিদা আর পাত্রী আমেরিকার সান্ড্রা স্মিথ। দু’জনেই ডাইভিং ইন্সট্রাকটর। তাইল্যান্ডের সং হং লেকের তলায় গুহায় বিয়ে সারলেন। এর আগে এত গভীর জলে কেউ বিয়ে করেননি। তাই একটি রেকর্ডও গড়েছেন তাঁরা। আর এর জন্য ছ’মাস ধরে কঠোর প্রশিক্ষণও নিয়েছেন দু’জনে।

মৃত অস্কারজয়ী
অস্বাভাবিক মৃত্যু হল অস্কারজয়ী অভিনেতা ফিলিপ সেমোর হফম্যানের। পুলিশের সন্দেহ, অতিরিক্ত মাদকসেবনের ফলেই তাঁর মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে খবর, রবিবার ফিলিপের ম্যানহাটানের আবাসনের পাঁচ তলায় ফ্ল্যাটের বাথরুম থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়েছে। দেখা গিয়েছে, তাঁর হাতে একটি ইঞ্জেকশনের সুচ ফোটানো ছিল।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.