মুখ্যমন্ত্রীর নামে কটূক্তির প্রতিবাদ করায় দুই তৃণমূল কর্মীকে নিগ্রহের অভিযোগ উঠল ডিওয়াইএফের বিরুদ্ধে। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে জামুড়িয়ার চাঁদা মোড় এলাকায়। ডিওয়াইএফ নেতৃত্ব অবশ্য অভিযোগ উড়িয়ে দাবি করেন, তাঁদের পথসভায় হামলা চালিয়েছিল তৃণমূলই।
তৃণমূলের জামুড়িয়া ১ ব্লক সভাপতি পূর্ণশশী রায় অভিযোগ করেন, এ দিন সকালে চাঁদা মোড়ে আসন্ন ব্রিগেডে জনসভার প্রচারের জন্য ডিওয়াইএফ জামুড়িয়া চার নম্বর শাখা একটি পথসভার আয়োজন করেছিল। সেখানে এক বক্তা মুখ্যমন্ত্রীর নামে গালিগালাজ করছিলেন। দুই তৃণমূল কর্মী পথসভায় গিয়ে তার প্রতিবাদ জানান। তখনই সংগঠনের নেতা নোয়াম খানের নেতৃত্বে ডিওয়াইএফের লোকজন ওই দু’জনকে মারধর করে তাড়িয়ে দেয় বলে অভিযোগ পূর্ণশশীবাবুর। দুই তৃণমূল কর্মী জামুড়িয়ার শ্রীপুর ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন।
ডিওয়াইএফ নেতা নোয়াম খানের যদিও পাল্টা অভিযোগ করেন, তিনি বক্তব্য রাখার সময়ে হঠাত্ দুই তৃণমূল কর্মী এসে পথসভায় চড়াও হয়। তারা মাইক্রোফোনের তার খুলে দেয়। তাতে এলাকার কিছু লোকজন এগিয়ে এসে তৃণমূলকর্মীদের সেখান থেকে চলে যেতে বলেন। সামনে মোতায়েন পুলিশকর্মীরা গোলমাল বাড়তে দেননি, তাই তাঁরা এই ঘটনায় কোনও অভিযোগ দায়ের করেননি বলে দাবি ওই নেতার। পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। |