টুকরো খবর
আইনভঙ্গ, বচসা
ট্রাফিক আইনভঙ্গকারী কয়েক জন মোটরসাইকেল আরোহীকে জরিমানা করার ঘটনাকে কেন্দ্র করে শনিবার বিকেলে উত্তপ্ত হয়ে উঠল হাওড়ার ফাঁসিতলা মোড়। পুলিশ সূত্রে খবর, হেলমেট না পরে একটি বাইকে তিন জন আরোহী ওই মোড় দিয়ে যাওয়ার সময়ে ট্রাফিক পুলিশ ও গ্রিন পুলিশের এক কর্মী তাঁদের আটক করেন। হেলমেট না পরার জন্য নির্দিষ্ট ধারায় জরিমানা আদায় করতে গেলে বাধা দেন ওই যুবকেরা। দু’পক্ষের মধ্যে বচসা বাধে। ওই যুবকেরা তখন ফোন করে নিজেদের এলাকা থেকে আরও লোকজন ডেকে আনেন।
অভিযোগ, সকলে মিলে ট্রাফিক-কর্মীদের উপরে চড়াও হয়ে মারধর শুরু করে। তাঁদের ধাক্কা মেরে ফেলে দেন। পুলিশের জামাও ছিঁড়ে দেন। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। যানজটও হয়ে যায় ওই মোড়ে। পদস্থ পুলিশ অফিসারেরা গিয়ে পরিস্থিতি সামাল দেন এবং তিন যুবককে আটক করে। সিটি পুলিশের এক কর্তা জানান, এ দিন সকাল থেকেই ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে সিটি পুলিশ বিশেষ অভিযান শুরু করে। তার মধ্যেই এই ঘটনা।

ডাকাতিতে এসে দুষ্কৃতীর মৃত্যু জয়পুরে
ডাকাতি করতে গিয়ে সঙ্গীর ভোজালির আঘাতে মৃত্যু হল অন্য এক দুষ্কৃতীর। শুক্রবার রাতে বাঁকুড়ায় জয়পুর থানার ডান্নে গ্রামের ঘটনা। মৃতের নাম নুর আলি মণ্ডল (৪৮)। জয়পুর থানার মুরুলিগঞ্জে শ্বশুরবাড়িতে সে থাকত। এসডিপিও (বিষ্ণুপুর) পরাগ ঘোষ বলেন, “সঙ্গীদের ভুল বোঝাবুঝিতে ভোজালির আঘাতে ওই দুষ্কৃতীর মৃত্যু হয়েছে। তার বিরুদ্ধে আগেও অনেক ডাকাতির অভিযোগ রয়েছে।” ডান্নে গ্রামের বিমল কর্মকারের বাড়িতে শুক্রবার রাত প্রায় ৩টে নাগাদ নুর আলি দুই সঙ্গীর সঙ্গে ডাকাতি করতে গিয়েছিল বলে অভিযোগ। সদর দরজা ভেঙে তারা বাড়ির ভিতরে ঢুকতেই বাধা দেন বিমলবাবুর ছেলে শুকদেব কর্মকার। বিমলবাবুর দাবি, “দুষ্কৃতীরা ছেলেকে মারধর করে মোবাইল ফোনটি কেড়ে নেয়। ছেলে ডাকাডাকি শুরু করতেই এক ডাকাত তার দিকে ভোজালি নিয়ে তেড়ে যায়। শুকদেব সরে যেতেই ভোজালির কোপ পড়ে নুর আলির বাম উরুতে।” তিনি জানান, নুরের শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ শুরু হতেই হকচকিয়ে গিয়ে তাকে ফেলে দুই দুষ্কৃতী চম্পট দেয়। পরে গ্রামবাসীরা নুরকে জয়পুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানান।

স্ত্রীকে খুনে গ্রেফতার
স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেফতার স্বামী। শুক্রবার রাতে গাইঘাটা থানার পাবনাপাড়া থেকে নিখিল সরকার নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ধৃতকে শনিবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ হয়েছে। রানাঘাটের নোকারি গ্রামের বাসিন্দা নিহত ঝর্না সরকার (৩৮) সঙ্গে ১৭ বছর আগে বিয়ে হয় নিখিলের। তাঁদের দুটি সন্তানও রয়েছে। সম্প্রতি নানা কারণে অশান্তি চলছিল তাঁদের মধ্যে। ঝর্নাদেবীর ভাই নিখিল-সহ শ্বশুরবাড়ির চার জনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন।

পতাকা নিয়ে সংঘর্ষ
পতাকা লাগানো নিয়ে বিজেপি-তৃণমূলের মধ্যে সংঘর্ষে সন্দেশখালির রাজবাড়ি এলাকায় বাসন্তী রোড অবরোধ করল জনতা। শনিবার সকালে নরেন্দ্র মোদীর জনসভার প্রচারের জন্য সরবেড়িয়া বাজারে পতাকা লাগাচ্ছিলেন কিছু বিজেপি কর্মী। তৃণমূল কর্মীরা তাঁদের মারধর করেন বলে অভিযোগ। তৃণমূলের দাবি, তাঁদের পতাকা ছিঁড়ছিল বিজেপি। আহত হয়েছেন দু’পক্ষের ৪ জন। একটি আগ্নেয়াস্ত্র-সহ তিন জনকে ধরেছে পুলিশ। আহতদের প্রথমে খুলনা হাসপাতাল, পরে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বাসে হেনস্থা
চলন্ত বাসে তরুণীর শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় পোস্তা এলাকার ঘটনা। ধৃতের নাম অশোককুমার কেজরিওয়াল। তরুণী পুলিশকে জানান, হাওড়া-তেঘরিয়া রুটের মিনিবাসে এক ব্যক্তি তাঁর সঙ্গে অভব্য আচরণ করছেন। পুলিশ গিয়ে বাসটি দাঁড় করায়। গ্রেফতার করা হয় অশোককে। তদন্তে পুলিশ জেনেছে, ওই তরুণী ও তাঁর সঙ্গী হাওড়ায় যাচ্ছিলেন। অশোক বাগুইআটি থেকে বাসে ওঠেন। অভিযোগ, বাসে উঠে তরুণীর পাশের আসনে বসেন অশোক। এর পর একাধিক বার ওই তরুণীর শরীরে হাত দেন।

তৃণমূল কর্মীর মৃত্যু
বাস দুর্ঘটনায় আহত হয়ে মৃত্যু হল এক মহিলা তৃণমূল কর্মীর। বৃহস্পতিবার ব্রিগেড সমাবেশ থেকে ফেরার পথে হুগলির হরিপালে বাস দুর্ঘটনায় আহত হয়েছিলেন ২৭ জন যাত্রী। তাঁদেরই মধ্যে একজন ছিলেন আরতি বিশ্বাস। গোঘাটের নলডুবি গ্রামের বাসিন্দা শনিবার রাতে পিজিতে মারা যান। মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েই তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা জানিয়েছেন। দেহটি ময়না তদন্তে পাঠানো হয়েছে।

বধূ ধর্ষণে ধৃত দুই
বধূকে ধর্ষণের অভিযোগে শুক্রবার রাতে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত শ্রীদাম মণ্ডল ও জনার্দন মণ্ডলের বাড়ি গোসাবার পাখিরালয় এলাকায়। গত বছর নভেম্বরে কালীপুজোর সময়ে বধূকে ওই দু’জন ধর্ষণ করেন বলে অভিযোগ। দু’দিন আগে বধূর স্বামী কর্মক্ষেত্র বেঙ্গালুরু থেকে ফিরে বিষয়টি জানতে পারেন। শুক্রবার বিকেলে থানায় লিখিত অভিযোগ জানান ওই দম্পতি।

রেল অবরোধ
সময়ে লেভেল ক্রসিংয়ের গেট বন্ধ করার দাবিতে শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত বসিরহাটের ঘোড়ারস স্টেশনে রেল অবরোধ করলেন নিত্যযাত্রীরা। তাঁদের অভিযোগ, শনিবার বিকেল ৫টা নাগাদ স্টেশনে ট্রেন ঢুকছে দেখেও লেভেল ক্রসিংয়ের গেট আটকানো হয়নি। পরে পুলিশের মধ্যস্থতায় অবরোধ উঠলে বারাসাত-হাসনাবাদ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

দুর্ঘটনায় মৃত্যু
ট্রেকারে চাপা পড়ে মৃত্যু হল মন্টু মণ্ডল (৫২) নামে এক সাইকেল আরোহীর। শনিবার রায়দিঘির মথুরাপুর-রায়দিঘি রোডে ২ নম্বর রশ্মি মোড়ের কাছে ঘটনাটি ঘটে। বাড়ি স্থানীয় কয়ালপাড়া গ্রামে।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.