সেলফিশফিশ
বিবার দিন দুপুরবেলা দিদি ছবি আঁকছে দেখে সিজারের শখ হল সেও ছবি আঁকবে। সে দিদির কাছে গিয়ে বলল, ‘দিদি আমিও ছবি আঁকব!’
দিদি মুখ না তুলেই বলল, ‘তা আঁক না বাপু, কে বারণ করেছে!’
সিজার তাও চুপ করে দাঁড়িয়ে রইল।
‘আবার কী হল? ছবি আঁকবি তো আঁক, এখানে হাঁ করে দাঁড়িয়ে রইলি কেন বাবা?’
‘রং-তুলি চাই যে!’
‘তুই ঠিক মতন পেনসিলই ধরতে পারিস না আবার রং-তুলি দিয়ে আঁকতে চাস! বলব মাকে?’
‘মা বলেছে নালিশ করতে নেই। নালিশ করা খুব খারাপ জিনিস!’
দিদি চোখ উলটাল, ‘ঠিক আছে নীতিবাগীশবাবু!’
‘নীতিবাগীশ আবার কী?’
‘উফ্ফ! নীতিবাগীশ হল যে, সব সময় কোনটা ঠিক কোনটা ভুল, এই সব ধরে বেড়ায়! ঠিক তোর মতন। কিন্তু তোর তো জল-রং দিয়ে ছবি আঁকার কথা নয়, সেটা তো তুই ভালই জানিস। এটা তো আমার।’
সত্যি সিজার ভালই জানে যে তার জল-রং দিয়ে আঁকার কথা নয়। ওটা দিদির, দিদি ওর চেয়ে অনেকটাই বড় তাই। সিজারের জন্যে রয়েছে রং-পেনসিল আর মোম রং, যেগুলো ওর মোটেই পছন্দ নয়! জল রঙের রংগুলো কী সুন্দর! তুলির এক টানেই পাতার কতটা অংশে রং ভরে যায়। এ দিকে মোম রং আর রং পেনসিল শুধু ঘষো, তাও অত সুন্দর হয় না। যবে থেকে দিদিকে নতুন রং আর তুলি কিনে দিয়েছেন বাবা, তবে থেকে সিজার অপেক্ষায় রয়েছে কবে সে ওগুলোকে হাতে পাবে। কিন্তু দিদি তার সব জিনিস খুব সামলে-সুমলে রাখে, হয়তো সিজারের জন্যেই। সিজার যখন ছোট ছিল তখন দিদির বইপত্রে বা ঘরের দেওয়ালে আঁকিবুকি করত বটে, কিন্তু এখন বড় হয়ে তো সে ভাল ছেলে হয়ে গিয়েছে, তাই এখন সব কিছু অত লুকিয়ে রাখার কী আছে?
ছবি: সুমন চৌধুরী।
কাঁচুমাচু মুখ করে সিজার আবার চেষ্টা করল, ‘জানিস দিদি আমার খুব ইচ্ছে করছে ওই জল রং দিয়ে ছবি আঁকতে!’
‘হ্যাঁ, তা তো করবেই! আমি যা কিছু করব তোর তো তাই করতে ইচ্ছে করবে! কোন দিন আমার ক্লাসে এসে বসে থাকবি, বলবি তোর ক্লাসে পড়তে ইচ্ছে করছে!’
দিদির কথা শুনে ফিক করে হেসে ফেলল সিজার, ‘না, সেটা করব না! তোদের মিস খুব কড়া! আমাকে বকবে।’
‘যাক বাবা, একটা কাউকে যে ভয় পেয়েছিস, সেটাও ভাল!’
সিজার আবার মিনমিন করে বলল, ‘দিবি রে দিদি, তোর জল রং দিয়ে আমাকে আঁকতে?’
‘না, একেবারেই না। তুই আঁকতে তো পারবিই না উল্টে গায়ে মুখে রং মেখে বসে থাকবি।’
‘না, না, আমি খুব সাবধানে ব্যবহার করব, গায়ে মুখে মোটেই রং মাখাব না!’
‘এক বার বলেছি দেব না তো দেব না, ব্যস!’
‘মিস বলেছেন সব কিছু সবার সঙ্গে ভাগ করে নিতে হয়। সেলফিশ হতে নেই।’
দিদি মুখ ভ্যাংচাল, ‘সেলফিশ হতে নেই।
তুই সেলফিশ মানে বুঝিস? হয়তো ভাবিস গেঁড়ি, গুগলি, শামুক!’
সিজার গম্ভীর মুখে বলল, ‘না, সেলফিশ মানে মিস বলেছেন, সেলফিশ মানে স্বার্থপর।’
‘হুঁ, সে তোর মিস যা-ই বলুক, রং তুলি আমি তোকে দিচ্ছি না বাপু।’
সিজার দেখল সোজা আঙুলে ঘি বেরচ্ছে না তাই আঙুল বাঁকাতে শুরু করল, ‘কাল বিকেলে আমি কোথায় ছিলাম?’
দিদি বিরক্ত হয়ে বলল, ‘কোথায় আবার ছিলি, আমার চার পাশে ঘুরঘুর করছিলি!’
‘হুঁ, সেই জন্যেই তো দেখতে পেয়ে গিয়েছিলাম।’
‘কী দেখতে পেয়েছিলি?’
‘তুই পড়ার বইয়ের তলায় গল্পের বইটা লুকিয়ে রেখে পড়ছিলি।’
‘তবে রে। তোর পেটে পেটে এত বুদ্ধি। একটু আগেই কেমন ভাজা মাছটি উল্টে খেতে জানিস না এমন ভাণ করছিলি। ‘নালিশ করা খুব খারাপ কাজ’ আর এখন? এখন আমাকে নালিশের ভয় দেখাতে এসেছিস?’
‘না, না, আমি মাকে বলব না, আমি শুধু তোকে বলছিলাম।’
‘থাক আর সাধু সাজতে হবে না! আর মাকে বললে আমার কাঁচকলা হবে। আমার হোমওয়ার্ক হয়ে গিয়েছিল তাই আমি গল্পের বই পড়ছিলাম, তাতে কী?’
সিজার দেখল ওর অভিনব ফন্দিটা মাঠে মারা গেল তাই সে অন্য উপায় ধরল।
‘কালকে অরুণাভর জন্মদিন।’
‘তাতে আমার কী?’
‘ও আমাকে দুটো চকোলেট দেবে বলেছে।’
‘তাতেই বা আমার কী?’
‘বারে, তুই যদি আমাকে জল রং দিয়ে আঁকতে দিস, তা হলে আমি তোকে একটা চকোলেট দেব।’
‘আমার বয়েই গিয়েছে তোর চকোলেট খেতে। আমি কি চকোলেট খাওয়ার জন্যে মরছি নাকি যে আমাকে লোভ দেখাচ্ছিস? আমাকে আর একদম বিরক্ত করবি না বলে দিচ্ছি। যা অন্য ঘরে যা!’
নাহ্ দিদির বড় শক্ত মন, কিছুতেই গলছে না!
কী আর করবে সিজার দিদির ঘর থেকে বেরিয়ে এ ঘর ও ঘর করে বেড়াতে লাগল।
ঠাকুমার ঘরে গিয়ে দেখল ঠাকুমা বিছানায় শুয়ে রয়েছেন।
‘কী হয়েছে ঠাম্মা?’
‘মাথায় বড্ড যন্ত্রণা হচ্ছে, দাদু।’
‘ও তাই, দাঁড়াও আমি টিপে দিচ্ছি!’ বলে সিজার খাটে উঠে ওষুধ লাগিয়ে ঠাকুমার মাথা টিপে দিল।
‘বেঁচে থাকো দাদু!’ বলে আশীর্বাদ করলে ঠাকুমা।
দাদুর কলমের ঢাকাটা গড়িয়ে খাটের তলায় চলে গিয়েছিল, সেটা খুঁজে বার করে দিল সিজার, চশমাটাও দাদু বাথরুমে ভুলে এসেছিলেন সেটাও এনে দিল।
শেষে বিকেলে কাজের লোক কমলামাসির ছেলে অজয় ছেঁড়া জামা পরে এসেছে দেখে নিজের পুজোর জামার মধ্যে থেকে দুটো বার করে এনে ওকে দিয়ে দিল।
কমলামাসি তো হাঁ হাঁ করে উঠল।
কিন্তু সিজারের ভ্রুক্ষেপ নেই, সে বলল, ‘দুর আমার তো গাদা গাদা জামা হয়েছে পুজোতে, এগুলো ওই নিক। মিস বলেছেন সেলফিশ হতে নেই, সেটা জানো না?’
কমলামাসি শুনে বলল, ‘সেলফিশফিশ আবার কী গো?’
‘সেলফিশফিশ নয় সেলফিশ! সেলফিশ মানে স্বার্থপর!’
ওর কথা শুনে মা মুচকি মুচকি হাসছিলেন।
সিজার এ বার কী করবে ভাবছে এমন সময় দিদি ওকে ডাকল, ‘এই সিজার শোন।’
সিজার মনে মনে ভাবল, ‘এই খেয়েছে, আবার কী গণ্ডগোল হল রে বাবা?’
‘এই নে!’
এ কী, এ যে মেঘ না চাইতেই জল। দিদি তার সাধের জল রং আর তুলিটা বাড়িয়ে ধরেছে ওর দিকে।
‘ওই টেবিলে খবরের কাগজ পেতে দিয়েছি, ওখানে বসে আঁকিস না হলে সারা টেবিলময় রং মাখামাখি হবে আর মার কাছে বকুনি খাবি!’
দিদির এই হঠাত্‌ মন পরিবর্তনের কারণ বুঝে উঠতে পারল না সিজার।
দিদি অবশ্য নিজেই বলল, ‘সারা দুপুর তুই স্বার্থপর হোসনি বলে এটা তোর পুরস্কার!’
হাসি মুখে জল রং নিয়ে ছবি আঁকতে বসল সিজার। ওর ভেবে ভেবে বার করা পেঁচালো ফন্দিগুলোতে যে কাজ হল না সেই কাজ এত সহজে হয়ে যাওয়ার আনন্দ তখন ওর সারা মুখে ঝলমল করছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.