সহপাঠীর টাকা চুরি যাওয়ায় তল্লাশি, অস্বাভাবিক মৃত্যু ছাত্রীর
স্কুলে এক সহপাঠীর টাকা চুরির ঘটনায় জড়িত সন্দেহে তল্লাশি করা হয়েছিল তার ব্যাগ। শনিবার বিষক্রিয়ায় মৃত্যুর পর সুমিতা সামন্ত (১৫) নামে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের ক্ষেত্রহাট হাইস্কুলের দশম শ্রেণির ওই ছাত্রীর পরিজনদের অভিযোগ, “মিথ্যা বদনামের বোঝা সইতে না পেরেই আত্মঘাতী হয়েছে সে।” তবে, থানায় কারও বিরুদ্ধে অভিযোগ জানায়নি মৃতার পরিবার।
কোলাঘাট থানার আমিরচক গ্রামের পেশায় শ্রমিক রবীন্দ্রনাথ সামন্তের মেয়ে সুমিতা স্থানীয় পুলশিটা গ্রাম পঞ্চায়েত এলাকার ক্ষেত্রহাট গ্রামে মামাবাড়িতে থাকত। শুক্রবার স্কুলে তার এক সহপাঠী স্কুলের বেতন ও সরস্বতী পূজার চাঁদা দেওয়ার জন্য ৬৩০ টাকা নিয়ে এসেছিল জ্যামিতি বাক্সে। ওই ছাত্রীর অনুপস্থিতির সুযোগে ক্লাসের মধ্যেই তা খোওয়া গেলে হইচই শুরু হয়। যার টাকা খোওয়া গিয়েছিল, সেই ছাত্রীর কথায়, “ক্লাসে এক বেঞ্চে আমার দু’জন পরে বসেছিল সুমিতা। টিফিনের সময় সুমিতাও আমাদের সঙ্গে বেরিয়ে গিয়েছিল। তবে, অন্য একজন ছাত্রী বসেছিল। পরে ফিরে এসে দেখি জ্যামিতি বাক্স নেই। আশপাশের ৯ সহপাঠীর ব্যাগ পরীক্ষার সময় সুমিতার কাছ থেকে জ্যামিতি বাক্স পাওয়া যায়। কিন্তু টাকা পাওয়া যায়নি।”
সুমিতা দাবি করে, অন্য কেউ ব্যাগে ওই জ্যামিতি বাক্স রেখে দিয়েছে। টাকা নেওয়ার কথা সে মানেনি। টাকা উদ্ধারও হয়নি। সুমিতার দিদিমা সন্ধ্যা মাইতি বলেন, “যার টাকা চুরি গিয়েছিল, তার বাড়ির লোকজন আমাদের বাড়িতে এসেছিল বিকেলে। সুমিতা তখনও ওদের বলেছিল টাকা নেয়নি। এরপর টিউশন যায়। শনিবার সকাল ৯টা নাগাদ ভেদবমি করতে দেখে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওকে। পরে তমলুক জেলা হাসপাতালে মারা যায়।” সুমিতার মা ফাল্গুনী সামন্তের অভিযোগ, “চুরির অভিযোগ ওঠায় সুমিতা মানসিক ভাবে ভেঙে পড়েছিল। তার জেরেই বিষ খেয়ে আত্মহত্যা করেছে সে।”
ক্ষেত্রহাট স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অজয় কুমার ঘোড়ই বলেন, “স্কুলে ওই ঘটনার পর আমরা ওদের অভিভাবকদের ডেকে ঘটনার কথা জানিয়েছিলাম। বাড়ির লোকজনও টাকা ফেরত দেওয়ার জন্য বোঝাচ্ছিল। কিন্তু সুমিতা টাকা নেওয়ার কথা অস্বীকার করে। তারপর সুমিতা সমস্ত ক্লাস করেছিল। মানসিক ভাবে যে এতটা ভেঙে পড়েছে ভাবতে পারিনি।”

বুদ্ধ মেদিনীপুরে
আগামী ৯ ফেব্রুয়ারি বামেদের ব্রিগেড সমাবেশ। তার আগে আজ, রবিবার মেদিনীপুর শহরে সমাবেশ করতে চলেছে বামফ্রন্ট। প্রধান বক্তা প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। শহরের কলেজ মাঠে সভার প্রস্তুতি ইতিমধ্যে সারা হয়েছে। ঠিক এক বছর পরে মেদিনীপুরে সভা করতে আসছেন বুদ্ধবাবু। গত এক বছরে জঙ্গলমহলের জেলা পশ্চিম মেদিনীপুরে বামেরা বড় কোনও সমাবেশ করেনি। পঞ্চায়েত এবং পুরভোটের আগেও বড় সভা হয়নি।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.