লগ্নি সচেতনতা বাড়াতে প্রয়াস মিউচুয়াল ফান্ডের
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ভারতে সাধারণ মানুষের সঞ্চয় পরিকল্পনায় এখনও তেমন পোক্ত নয় মিউচুয়াল ফান্ডের জমি। তার উপর মন্দার পর থেকে শেয়ার বাজার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন অনেকে। এই ছবি বদলাতে এ বার কোমর বাঁধছে মিউচুয়াল ফান্ড সংস্থাগুলি। গ্রাহক পেতে শুধু শহরের ভরসায় না-থেকে গ্রামগঞ্জেও ব্যবসা ছড়িয়ে দিতে চাইছে তারা। এ জন্য রাজ্যে রাজ্যে এক বা একাধিক জেলার দায়িত্ব নিচ্ছে এক-একটি মিউচুয়াল ফান্ড সংস্থা। শনিবার ইন্ডিয়ান চেম্বারের সভায় মিউচুয়াল ফান্ড সংস্থাগুলির সংগঠন অ্যামফি-র ডেপুটি চিফ এগ্জিকিউটিভ ভি রমেশ এ কথা জানিয়ে বলেন, “এখন পর্যন্ত সচেতনতা তৈরি করতে ৩২টি ফান্ড সংস্থা ১৭৮টি জেলার দায়িত্ব নিয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গের ১৪টি।” ক্ষুদ্র লগ্নিকারীদের মধ্যে ফান্ডে টাকা ঢালা এখনও জনপ্রিয় নয় বলে মানছেন রমেশ। বিশেষত শেয়ার ভিত্তিক ফান্ড থেকে মুখ ফিরিয়ে রয়েছেন তাঁরা। তিনি জানান, গত দু’মাসে শেয়ার ভিত্তিক ফান্ডে ৬,০০০ কোটি টাকা লগ্নি হয়েছে। তার মধ্যে ক্ষুদ্র লগ্নিকারীরা ঢেলেছেন ৪০০ কোটির মতো। এনএসডিএলের এমডি-সিইও জি ভি নাগেশ্বর রাও বলেন, “ব্যাঙ্কের স্থায়ী আমানতের ধাঁচে ফান্ডেও প্রকল্প আছে। কিন্তু তার নিয়মকানুন সাধারণ লগ্নিকারীরা বুঝতে পারেন না।” তবে চলতি অর্থবর্ষে হাল কিছুটা ফিরেছে বলে রমেশের দাবি। পরিস্থিতি বদলাতে কী করণীয়, তা নিয়ে এ দিন যৌথ উদ্যোগে সমীক্ষাও প্রকাশ করেছে কেপিএমজি এবং আইসিসি।
|
মার্কিন প্রতিনিধিদল
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
দু’মাসের মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংক্রান্ত দফতর (ইউএসএআইডি)-এর প্রতিনিধিরা শহরে আসতে পারেন বলে শনিবার ইঙ্গিত দেন কলকাতায় মার্কিন কনসাল জেনারেল হেলেন লাফাভ। তিনি বলেন, সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করতে রাজ্যের শিল্পমহলের সঙ্গে কথা বলবেন প্রতিনিধিরা। উল্লেখ্য, বিশ্ব জুড়ে পরিবেশ বান্ধব বিদ্যুৎ, বিশুদ্ধ পানীয় জল, শিক্ষা, স্বাস্থ্য-সহ সমাজকল্যাণ ক্ষেত্রে সংস্থা ও সরকারের সঙ্গে হাত মিলিয়ে কাজ করে ইউএসএআইডি।
|
ব্রিটিশ টেলিকম
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
মাইক্রোসেক আইটি টাওয়ারের উদ্বোধনে
পার্থ চট্টোপাধ্যায়। শনিবার রাজারহাটে।—নিজস্ব চিত্র। |
রাজ্যে পা রাখছে ব্রিটিশ টেলিকম। শনিবার রাজারহাটে তথ্যপ্রযুক্তি সংস্থা মাইক্রোসেক-এর নতুন ভবন উদ্বোধন করে তথ্যপ্রযুক্তি মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এ কথা জানান। রাজারহাটে ডি এল এফ বিশেষ আর্থিক অঞ্চলে ৫০ হাজার বর্গ ফুট জায়গা নিয়ে অফিস খুলছে ব্রিটিশ টেলিকম। সেখানে প্রায় ১০০০ কর্মসংস্থান হবে বলে জানান তিনি। |