মরণের পরেও
৯৬৭ -র হার্লে-ডেভিডসন বাইকটা বড়ই পছন্দ ছিল তাঁর। মৃত্যুর পরেও সেটা কাছছাড়া করতে চাননি ওহায়োর বাসিন্দা বিল স্ট্যান্ডলি। ছেলেরা তাই একটা বড় কাচের বাক্স বানিয়ে দিয়েছিলেন।
বিল নিজেই বলেছিলেন, মৃত্যুর পরে যেন ওই বাক্সে করেই সাধের মোটরবাইকের সঙ্গে তাঁকে কবর দেওয়া হয়। কেউ বাড়িতে এলেই গ্যারাজে নিয়ে গিয়ে দেখাতেন সেটা।
ছবি: এপি।
গত রবিবার ৮২ বছর বয়সে মারা যান বিল। ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন তিনি। শুক্রবার ওই কাচের বাক্সে প্রিয় হার্লে-ডেভিডসনে বসিয়ে কবর দেওয়া হল বিলকে।
চোখে সানগ্লাস, পরনে চামড়ার জ্যাকেট। বসে আছেন হার্লে-ডেভিডসনে। আসন থেকে যাতে পড়ে না যান, তার জন্য লোহার বেল্ট দিয়ে শরীরটাকে বিশেষ ভাবে বেঁধে দেওয়া হয়েছে মোটরবাইকের সঙ্গে। এমন অভিনব শেষকৃত্য অবাক হয়ে দেখল সবাই। ক্যামেরাবন্দি করলেন ছবি-শিকারিরা। ঠিক যেমনটা বিল সবাইকে বলতেন “ওই বাইকে চেপেই আমি স্বর্গে পাড়ি দেব। আর গোটা দুনিয়া অবাক হয়ে দেখবে।”

ইমরানকে চাই
পাক তালিবানের সঙ্গে আলোচনার জন্য কমিটি গড়েছে নওয়াজ শরিফ সরকার। সেই কমিটিতে ইমরান খানকে চাইল জঙ্গিরা। পাক-আফগান সীমান্তবর্তী এলাকায় মার্কিন ড্রোন হামলার প্রবল বিরোধিতা করেছিলেন তেহরিক-ই-ইনসাফ প্রধান ইমরান। বিভিন্ন কারণে ইমরানের রাজনীতিকে তালিবান গ্রহণযোগ্য মনে করছে বলে মত অনেকের। ভোটের আগে কার্যত শরিফ ও ইমরানের দলকেই প্রচারের ছাড়পত্র দিয়েছিল জঙ্গিরা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.