চালু মোবাইল রেডিও পরিষেবা
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়া এই তিন জেলার বাসিন্দাদের জন্য ‘প্রান্তকথা মোবাইল রেডিও’ পরিষেবা চালু করতে উদ্যোগী হয়েছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বুধবার দুপুরে ঝাড়গ্রামের ডিএম হলে ওই মোবাইল রেডিও পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা পরিষদের নারী ও শিশু কল্যাণ কর্মাধ্যক্ষ কাবেরী চট্টোপাধ্যায়। সংস্থার পক্ষ থেকে জানানো হয়, এই পরিষেবার মাধ্যমে একটি নির্দিষ্ট নম্বরে (০১১ ৬৬০৩০০০৩) মিসড কল করলে কুড়ি সেকেণ্ডের মধ্যে সংশ্লিষ্ট নম্বরে ফোন আসবে এবং যে কোনও ধরনের তথ্য জানানো হবে সাঁওতালি ও বাংলা ভাষায়।
|
সোমেন কি না, জানা যাবে ৯ই |
কলকাতা উত্তর আসনে কংগ্রেসের আর কোনও টিকিট প্রত্যাশী না থাকলে সোমেন মিত্রকেই ৯ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক ভাবে সেখানকার প্রার্থী ঘোষণা করা দেওয়া হবে বলে জানাল কংগ্রেস হাইকম্যান্ড। মার্কিন প্রাইমারির ধাঁচে লোকসভার যে ১৫ টি আসনে রাহুল গাঁধী এ বার প্রার্থী বাছাই করতে চাইছেন, তার মধ্যে কলকাতা উত্তর আসনটি অন্যতম। যেখানে স্থানীয় ব্লক, জেলাস্তরের কংগ্রেস কর্মীদের মত নিয়ে ভোটাভুটির মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। স্থির হয়েছে, প্রথমে কলকাতা উত্তর ও গুয়াহাটি আসনটির জন্য প্রার্থী বাছাই করতে ভোট হবে। এ ব্যাপারে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৯ ফেব্রুয়ারি। নির্বাচন হবে ১২ তারিখ। কিন্তু ৯ তারিখের মধ্যে কলকাতা উত্তর আসনের জন্য আর কোনও টিকিট প্রত্যাশীর নাম জমা না পড়লে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সোমেনবাবু জিতে যাবেন। এবং তাঁর নাম সে দিনই ওই কেন্দ্রের প্রার্থী হিসেবে ঘোষণা করবে হাইকম্যান্ড। |