টুকরো খবর |
রাস্তা সংস্কারের দাবি, বাস ধর্মঘট সবংয়ে
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
রাস্তা সংস্কারের দাবিতে সবংয়ের বড়চাহারা-খড়িকা রুটে দু’দিনের বাস ও ট্রেকার ধর্মঘট শুরু করল বাস-ট্রেকার ব্যবসায়ী উন্নয়ন সমিতি। ধর্মঘটের দরুণ বুধবার ওই রুটের ৬টি বাস ও ১০টি ট্রেকার না চলায় দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা। আজ, বৃহস্পতিবারও ওই ধর্মঘট চলবে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় ১১ কিলোমিটার দীর্ঘ বড়চাহারা-খড়িকা সড়কটি নির্মিত হয়। এই সড়ক দিয়ে খড়িকা থেকে মেদিনীপুর, ডেবরা ও খড়্গপুর পর্যন্ত ৬টি বাস এবং বালিচক ও নারায়ণগড় পর্যন্ত ১০টি ট্রেকার চলাচল করে। সংগঠনের ঝিকুরিয়ার আঞ্চলিক সম্পাদক সমীর মিদ্যা বলেন, “প্রশাসনের নানা স্তরে সমস্যার কথা জানিয়েও কাজ হয়নি। খারাপ পথে দুর্ঘটনার পাশাপাশি বাসেরও ক্ষতি হচ্ছে। তাই বাধ্য হয়ে ধর্মঘটের পথ বেছে নিয়েছি।” জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শৈবাল গিরি জানান, ওই সড়কের কাজ শুরু হওয়ার কথা ছিল। তবে মাটি সংক্রান্ত সমস্যায় কাজ থমকে রয়েছে। তাই রাস্তা সংস্কারের নকশা বদলের প্রক্রিয়া চলছে। শীঘ্রই কাজ শুরু হবে। ওই রাস্তা সংস্কারের দাবি জানিয়ে স্থানীয় রাস্তা উন্নয়ন নাগরিক কমিটির প্রতিনিধিদল মঙ্গলবার মেদিনীপুরে এসে জেলাশাসক এবং জেলা সভাধিপতির দফতরে দাবিপত্র জমা দেয়।
|
যুব সংসদে অনিয়ম, অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
যুব সংসদ প্রতিযোগিতায় পক্ষপাতিত্বের অভিযোগে সরব হল চন্দ্রকোনা রোড সারদাময়ী হাইস্কুল। অভিযোগ, উদ্দেশ্য প্রণোদিতভাবে এই স্কুলকে পরাজিত করা হয়েছে। স্কুল কর্তৃপক্ষের দাবি, এ বার প্রতিযোগিতা চলাকালীন অজ্ঞাত কারণে কিছুক্ষণ মাইক বন্ধ হয়ে যায়। যা নিয়ে কর্তৃপক্ষের কোনও মাথাব্যথা ছিল না। এমনকি ওই প্রতিযোগিতায় অংশগ্রহণের ক্ষেত্রেও বেনিয়ম হয় বলে অভিযোগ উঠেছে। আরও অভিযো গ, এক একটি স্কুল টানা সুযোগ পেলেও কিছু স্কুল বছরের পর বছর সুযোগ থেকে বঞ্চিত হয়। জেলাশাসকের কাছে এই অভিযোগ জানানো হয়েছে। জেলা স্কুল পরিদর্শক সঙ্ঘমিত্র মাকুড় বলেন, “বিচারক হন কলেজের শিক্ষকেরা। অকারণে তাঁরা উদ্দেশ্য প্রণোদিত কিছু করবেন এটা আমি মানতে পারি না। তাছাড়া প্রতিটি ব্লকের স্কুলকে ঘুরিয়ে ফিরিয়ে সুযোগ দেওয়া হয়।”
|
ছাত্র সংসদ গঠন
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
দু’টি কলেজের ছাত্র সংসদ গঠিত হল বুধবার। পিংলা এবং কাপগাড়িতে। এই দু’টি কলেজেই অবশ্য ছাত্র সংসদের নির্বাচন হয়নি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদে জয়ী হয় টিএমসিপি। এ দিন পিংলা কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদিকা হন মৌ বিশ্বাস। কাপগাড়ি কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক হন রাজু প্রধান। টিএমসিপির জেলা সভাপতি রমাপ্রসাদ গিরি বলেন, “এই প্রথম পিংলা কলেজে কোনও ছাত্রী সংসদের সাধারণ সম্পাদিকা হলেন। দু’টি কলেজে সুষ্ঠু ভাবেই সংসদ গঠন হয়েছে।”
|
কার্ড বিলি
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের সামাজিক সুরক্ষা প্রকল্পের মুক্তি কার্ড বিলি করল শ্রম দফতর। বুধবার খড়্গপুর শহরের মালঞ্চ ভগবানপুরে একটি শিবির করে ১১৬ জন শ্রমিকের হাতে ওই কার্ড তুলে দেওয়া হয়। এছাড়াও ৩ জন শ্রমিককে চেক বিলি করা হয়।
|
স্মারকলিপি
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
অষ্টম শ্রেণি পর্যন্ত পাশ-ফেল প্রথা পুনরায় চালু করা-সহ ১৬ দফা দাবিতে বুধবার জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) সঙ্ঘমিত্র মাকুড়ের দফতরে স্মারকলিপি জমা দিল মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি। |
|