ডুয়ার্স ও দার্জিলিঙের জঙ্গল এলাকার সহজ পরিচিতির জন্য বন্যপ্রাণ বিভাগের নাম বদল করল বন দফতর। এলাকা ও জঙ্গলের নাম অনুযায়ী বিভাগগুলির নামকরণ হয়েছে। ফলে বনবাংলো বুকিং করতে পর্যটকদের আর ধন্দে পড়তে হবে না। উত্তরবঙ্গের বনপাল (বন্যপ্রাণ) তাপস দাস বলেন, “উত্তরবঙ্গের তিন বন্যপ্রাণ বিভাগের নাম বদলের জন্য নভেম্বরে নির্দেশ আসার পরে সম্প্রতি নতুন নামকরণ হয়েছে। উত্তরবঙ্গের যে তিনটি বন্যপ্রাণ বিভাগ ১, ২ এবং ৩ নামে পরিচিত ছিল যা যথাক্রমে হয়েছে দার্জিলিং ওয়াইল্ড লাইফ ডিভিশন (সিঞ্চল, সিঙ্গালিলা এবং মহানন্দা), গরুমারা ওয়াইল্ড লাইফ ডিভিশন (গরুমারা এবং ন্যাওরাভ্যালি) ও জলদাপাড়া ওয়াইল্ড লাইফ ডিভিশন (জলদাপাড়া)।” বন বিভাগের ওই উদ্যোগে খুশি পর্যটক, ট্যুর অপারেটাররাও। হেল্প ট্যুরিজম সংস্থার কর্ণধার রাজ বসু বলেন, “আমরা বন্যপ্রাণ বিভাগগুলির নাম পরিবর্তনের দাবি তুলেছিলাম। সেটা কার্যকর হওয়ায় পর্যটকরা বুঝতে পারবেন তাঁরা কোথায় বেড়াতে এসেছেন। আলিপুরদুয়ারের ট্যুর অপারেটার তমাল গোস্বামী মনে করেন, “এই সিদ্ধান্তের ফলে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে বনাঞ্চলগুলির পরিচিতি সহজ হবে।”
|
দু’টি তক্ষক-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল বাদুড়িয়া থানার পুলিশ। ধৃতের নাম আমিন মণ্ডল। বাড়ি বাদুড়িয়ার জঙ্গলপুরে। পুলিশ জানায়, তক্ষক দু’টিকে মেদিনীপুরে বিক্রির চেষ্টা করা হচ্ছিল। তার আগেই তাকে গ্রেফতার করা হয়। |