চাষের জমি থেকে উদ্ধার হল একটি পূর্ণবয়স্ক হাতির মৃতদেহ। বুধবার সকালে কেশিয়াড়ির নছিপুর গ্রাম পঞ্চায়েতের হরিপুরায় স্থানীয় বাসিন্দারা জমিতে হাতিটিকে পড়ে থাকতে দেখেন। তবে হাতিটির মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। এ দিন এক চিকিৎসক দল ঘটনাস্থলে গিয়ে দেহটির ময়না-তদন্ত করে। |
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুবর্ণরেখা নদী তীরবর্তী ওই এলাকায় প্রচুর পরিমাণে আখ ও সব্জির চাষ হয়। তাই কয়েকদিন ধরেই দলমা থেকে আসা কিছু দলছুট হাতি নয়াগ্রাম হয়ে খাবারের সন্ধানে ওই এলাকায় ঢুকে পড়ছে। বনকর্মীদের অনুমান, মঙ্গলবার রাতে একইভাবে ওই হাতিটি হরিপুরায় ঢুকে পড়েছিল। ব্লকের বিডিও অসীমকুমার নিয়োগী বলেন, “হাতিটির মৃত্যুর খবর বন দফতরে জানানো হয়েছে। কোনও ভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতিটি মারা গিয়েছে বলে মনে করা হচ্ছে।” স্থানীয় বাসিন্দা দীপক বেরার কথায়, “হাতিটির মৃতদেহের পাশে কোনও বিদ্যুতের তার পড়ে থাকতে দেখিনি। তবে ফসলের কীটনাশক থেকে বিষক্রিয়ায় হাতিটি মারা গিয়ে থাকতে পারে।”
খড়্গপুরের ডিএফও অঞ্জন গুহ জানান, বন দফতরের কর্মী ও চিকিৎসকেরা হাতিটির মৃতদেহ পরীক্ষা করে দেখেছেন। দেহে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ঘটনাস্থলেই হাতিটির ময়না-তদন্ত করা হয়েছে। তদন্তের রির্পোট এলেই মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। |