দলীয় কার্যালয়ে আগুন
নিজস্ব সংবাদদাতা • উলুবেড়িয়া |
দলীয় কার্যালয়ে আগুন লাগানোর অভিযোগে মুম্বই রোড অবরোধ করলেন তৃণমূল কর্মী-সমর্থকেরা। বৃহস্পতিবার উলুবেড়িয়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের ঘটনা। বাণীতলায় মুম্বই রোডের ধারে একটি হোগলার পার্টি অফিস তৈরি করেছিল তৃণমূল। মঙ্গলবার গভীর রাতে ওই অফিসের কোণের দিকে হঠাৎই আগুন দেখা যায়। আশপাশের দোকানের কর্মীরা গিয়ে খুব তাড়াতাড়িই আগুন নিভিয়ে ফেলেন। কিন্তু অফিসের চালের খানিকটা অংশ, কিছু ব্যানার ও ফ্লেক্স পুড়ে যায়। এরপরই সকাল ৬টা থেকে মুম্বই রোড অবরোধ শুরু করেন তৃণমূল কর্মী-সমর্থকেরা। পুলিশ গিয়ে অবরোধকারীদের বুঝিয়ে শান্ত করলে মিনিট পনেরোর মধ্যেই অবশ্য অবরোধ উঠে যায়। উলুবেড়িয়া থানায় একটি অভিযোগ করেছে তৃণমূল। সমাজবিরোধীরাই এই কাজ করেছে বলে জানান তৃণমূল নেতা পুলক রায়। তদন্ত চলছে বলে জানায় পুলিশ।
|
সেচের জলের দাবিতে বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • উলুবেড়িয়া |
বোরো চাষে জল না পেয়ে মহকুমা অফিসের সামনে বিক্ষোভ দেখাল চাষিরা। বুধবার প্রায় শ’খানেক চাষি এক ঘণ্টা ধরে মহকুমাশাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখান। স্মারকলিপিও জমা দেন। শেষপর্যন্ত মহকুমাশাসকের আশ্বাসেই বিক্ষোভ ওঠে। চাষিদের অভিযোগ, সংস্কারের জন্য উলুবেড়িয়া-১ ব্লকের বাগান্ডা খালের স্লুইসগেটটি দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় চাষের জল পাচ্ছেন না চাষিরা। ফলে, প্রায় দু’হাজার বিঘা জমিতে চাষের ক্ষতির আশঙ্কা রয়েছে। মহকুমাশাসক সুজয় আচার্য বলেন, “খবর পেয়েই লোক পাঠিয়ে ওই স্লুইসগেটটি খুলতে বলি।”
|
সাত দিনব্যাপী আট দলীয় নক-আউট ফুটবল হয়ে গেল আমতায়। বেতাল সঙ্ঘের উদ্যোগে এই প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি হয় শেওড়াবেড়িয়া যুগশান্তি ক্লাব এবং সমেশ্বর সন্তোষনগর মৈত্রী সঙ্ঘ। ১-০ গোলে জয়লাভ করে শেওড়াবেড়িয়া যুগশান্তি ক্লাব। উদ্যোক্তারা জানান, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন জয়ী দলের শুভদীপ পাত্র।
|
হাওড়ার বাঁকড়ায় বালিকা খুনের ঘটনায় প্রতিবেশী এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, শাহিদ কুরেশি নামে ওই যুবক জেরায় স্বীকার করেছে, মেয়েটি ধর্ষণে বাধা দেওয়ায় সে গলায় গেঞ্জি পেঁচিয়ে তাকে খুন করে। পরে শ্বাসনালি কেটে দেয়। |