আগেই আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হয়েছিল। এ বার ক্লাসও শুরু হল। বুধবার রামপুরহাট থানার মুরগাডাঙ্গায় অবস্থিত আইটিআই কলেজে ভোকেশন্যাল শিক্ষার ক্লাসের উদ্বোধন করলেন উচ্চশিক্ষা ও কারিগরি শিক্ষা বিভাগের পরিষদীয় সচিব আশিস বন্দ্যোপাধ্যায়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিউড়ি আইটিআই কলেজের অধ্যক্ষ সন্তোষকুমার দে বলেন, “ইলামবাজারে এসে মুখ্যমন্ত্রী কলেজের উদ্বোধন করেছিলেন। বর্তমান শিক্ষা বর্ষে ইলেকট্রিক্যাল, মেক্যানিক্যাল, সিভিল বিভিন্ন সেক্টরে ছাত্র ভর্তি হবে। তাদের আবেদনপত্র জমা নেওয়ার কাজও শুরু হয়েছে।” আগামী মাসের মধ্যে কীভাবে কলেজের বিভিন্ন বিভাগে পড়ুয়াদের জন্য ভোকেশন্যাল শিক্ষা চালু করা যায়, তার জন্য ভাবনা শুরু হয়েছে। এ দিন তারই প্রাথমিক পর্যায়ের উদ্বোধন হল।
|
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর। মঙ্গলবার সন্ধ্যায় ৬০ নম্বর রানিগঞ্জ-মোরগ্রাম জাতীয় সড়কে নলহাটি থানার কয়থা মোড়ের কাছে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই বাইক আরোহী মারা যান। পুলিশ জানায়, যুবকের নাম গৌতম কুণ্ডু (২৬)। বাড়ি মুর্শিদাবাদের সাগরদিঘির বেলোড়িয়া গ্রামে। ঘটনায় আহত আর এক বাইক আরোহী রামপুরহাট হাসপাতালে চিকিৎসাধীন।
|
অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এগারো মাসের এক শিশুর। মঙ্গলবার সন্ধ্যায় মুরারই থানার মুকলিশপুর গ্রামের ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়ির দাওয়ায় উনুনে রান্না করার সময় আচমকা সবার অলক্ষে শিশুটি ওই উনুনে পড়ে যায়। জখম অবস্থায় তাকে রামপুরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে সেখানে রাতেই সে মারা যায়। |