উখড়া নবভারতী সঙ্ঘের উদ্যোগে ও একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় আয়োজিত হল বিনা খরচে চক্ষু পরীক্ষা শিবির। সংগঠকেরা জানিয়েছেন, শিবিরে উপস্থিত ছিলেন ৮ জন চিকিৎসক। মোট ৩৫০ জনের চোখ পরীক্ষা করা হয়েছে। তাঁদের মধ্যে ১৯৮ জনের চোখ ছানি অপারেশনের জন্য চিহ্নিত করা হয়েছে। সেই অপারেশন বিনা খরচে হবে বলে জানান উদ্যোক্তারা।
|
এনজেপি স্টেশন চত্বরে থাকা অনাথ এবং ভবঘুরে শিশু কিশোরদের স্বাস্থ্য পরীক্ষা করল শিশু সুরক্ষা সমিতি। এনজেপি স্টেশন শিশু সুরক্ষা সমিতির তরফে মঙ্গলবার শিবির করে শিশু কিশোরদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। সমিতি সূত্রে জানানো হয়েছে, এ দিনের শিবিরে ১৭০ জনকে পরীক্ষা করা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার পরে চিকিৎসকদের পরামর্শ মতো ওষুধও বিলি করা হয়েছে সমিতির তরফে। শিবিরে আসা সকলের ইসিজিও করানো হয়েছে। স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে এ দিন স্বাস্থ্য পরীক্ষার শিবিরের আয়োজন করা হয়েছিল। |