টুকরো খবর
আজ ফের সাক্ষ্য গ্রহণ
শেষ হল না খোরজুনা ধর্ষণ কাণ্ডের মৃতার স্বামীর সাক্ষ্য গ্রহণ। সোমবার থেকে কান্দি মহকুমা আদালতের ফার্স্ট ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক চিন্ময় চট্টোপাধ্যায়ের এজলাসে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। এ দিন মৃতার স্বামী ছাড়াও এজলাসে হাজির ছিলেন অভিযুক্ত প্রকাশ দাস ও তার আইনজীবী সফিউর রহমান। ছিলেন সরকার পক্ষের আইনজীবী উপল রায় ও সুনীল চক্রবর্তী। আদালত সূত্রে জানা গিয়েছে, সোমবার থেকে শুরু হওয়া এই সাক্ষ্য গ্রহণ পর্বের এটি ছিল দ্বিতীয় দিন। প্রথম দিন প্রায় সওয়া এক ঘণ্টা ধরে সাক্ষী দিয়েছিলেন ওই মহিলার স্বামী। কিন্তু সেদিন দিন সাক্ষী গ্রহণ সম্পূর্ণ না হওয়ায় মঙ্গলবার ফের তাঁর স্বাক্ষ্য গ্রহণ করা হয়। আদালত সূত্রে খবর এ দিন ওই মহিলার স্বামী সাক্ষী দেওয়ার সময় ঘটনার বিবরণ দিতে গিয়ে বিচারকের সামনে কান্নায় ভেঙে পড়েন। তাই বিচারক এ দিনের সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া স্থগিত করে দেন। আজ বুধবার ফের ওই মহিলার স্বামীর সাক্ষ্য নেওয়া হবে বলে আদালত সূত্রে জানা গিয়েছে। ২০১৩ সালের জুন মাসে বড়ঞার খোরজুনায় এক মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগে পড়শি প্রকাশ দাস নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ।

বাস ধর্মঘট কান্দিতে
যাত্রীদের সঙ্গে বাস কর্মীদের হাতাহাতির জেরে মঙ্গলবার দিনভর বাস ধর্মঘট করে আন্দোলন করলেন কান্দি-সালার রুটের বাস কর্মীরা। ফলে মঙ্গলবার এই রুটের প্রায় ৪৫টি বাস বন্ধ ছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে কান্দি থেকে সালারগামী একটি বাসের কয়েকজন যাত্রী কান্দরা বাস স্টপেজের পরিবর্তে কিছু আগে বাস থামিয়ে তাদের নামিয়ে দেওয়ার কথা বলেন। বাসকর্মীরা তা না শুনে নির্ধারিত স্টপেজে বাস থামানোর কথা বলতেই উভয় পক্ষের হাতাহাতি বাধে। উভয় পক্ষই পুলিশে অভিযোগও দায়ের করে। অভিযোগ, মঙ্গলবার সকালে বাসটি ফের কান্দরা গেলে সেখানে বাস থামিয়ে বাস কর্মীদের মারধর করেন ওই যাত্রীরা। ঘটনায় জখম হয়ে উভয় পক্ষেরই দু’জন সালার হাসপাতালে চিকিৎসাধীন। এরপরই ওই যাত্রীদের গ্রেফতারের দাবিতে বাস ধর্মঘট করেন বাস কর্মীরা।

লগ্নি সংস্থার কর্তা ধৃত
লগ্নি সংস্থার এক কর্তাকে গ্রেফতার করল সিআইডি। শান্তিপুর থেকে ধৃত ওই ব্যক্তির নাম শক্তি কবিরাজ। তিনি কৃষ্ণনগরের কাছে গয়ালদহ চারাতলা এলাকার বাসিন্দা। সোমবার রাতে শান্তিপুরের তেঘরিয়া এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। সেখানে তিনি গ্রামীণ চিকিৎসকের ভুয়ো পরিচয়ে থাকতেন। সিআইডি সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই ব্যক্তি কৃষ্ণনগরের একটি অর্থলগ্নি সংস্থার কর্তা। ২০১৩ সালের ৭ জুলাই দয়ালহরি মণ্ডল নামে এক ব্যক্তি ওই সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তারপর থেকে ওই সংস্থার কর্তারা পলাতক। এ দিন তাদের মধ্যেই এক জনকে গ্রেফতার করেছে সিআইডি।

উঠল রিলে অনশন
উড়ালপুল নির্মানের অনুমতির দাবিতে পূর্ত দফতরের সেন্ট্রাল সার্কেল (নদিয়া, মুর্শিদাবাদ ও মালদহ জেলা নিয়ে ওই সার্কেল)-এর সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার চন্দনকুমার দাসের কাছে স্মারকলিপি দিল কংগ্রেস। মঙ্গলবার এই ঘটনার পরই পূর্ত দফতরের আশ্বাস পেয়ে অনশন তুলে নেওয়ার কথা জানান কংগ্রেস নেতা অতীশ সিংহ। শহরে ঢোকার মুখে বহরমপুরের চোঁয়াপুর ও পঞ্চাননতলা রেলগেটের উপর রেল সেতুর দাবিতে গত ২৩ জানুয়ারি থেকে বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে নেতাজি মূর্তির পাদদেশে বহরমপুর টাউন কংগ্রেসের পক্ষ থেকে রিলে অনশন চলছিল।

দুর্ঘটনায় মৃত্যু
মোটরবাইক দুর্ঘটনায় মৃত্যু হল সঞ্জয় দেবনাথ(২৭) নামে এক যুবকের। মঙ্গলবার সকালে পূর্বস্থলীর সুল্টু গ্রামের ওই বাসিন্দা পেট্রোল পাম্প থেকে গাড়িতে তেল ভরে ফিরছিলেন। সেই সময় একটি ট্রাক্টর তাঁকে ধাক্কা মারে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.