টুকরো খবর
জিজ্ঞাসাবাদ হোটেল মালিককে
মেচেদার হোটেলে তমলুকের দুই নাবালিকাকে গণধর্ষণের ঘটনায় অন্য অভিযুক্তদের ধরার চেষ্টা করছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তমলুক থানার পুলিশ হলদিয়া-মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়কের ধারে মেচেদার হোটেলটি চিহ্নিত করে। এরপর ওই হোটেলের মালিক ও ম্যানেজারকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ করে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে। উল্লেখ্য, তমলুকের হিজলবেড়িয়া এলাকার দুই নাবালিকাকে বন্যা ত্রাণের টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে গণেশ জানা নামে এলাকারই এক ব্যক্তি গত ২৩ ডিসেম্বর মেচেদার একটি হোটেলে তোলে। সে ও আরও তিন জন মিলে ওই দুই নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ। গত ২৬ জানুয়ারি ওই দুই নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে তমলুক থানার পুলিশ মূল অভিযুক্ত গণেশ জানাকে গ্রেফতার করে। সোমবার তমলুক আদালতে তোলা হলে বিচারক গণেশকে ৭ দিনের জন্য পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। এদিকে নাবালিকা গণধর্ষণের ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়ে এ দিন মহিলা সাংস্কৃতিক সংগঠন তমলুক থানায় স্মারকলিপি দেয়।

১৪ই দিঘায় সৈকত উৎসব
১৪ ফেব্রুয়ারি থেকে দিঘায় শুরু হচ্ছে তৃতীয় সৈকত উৎসব। দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের নির্বাহী আধিকারিক সৌমেন পাল জানান, নগরোন্নয়ন ও পর্যটন দফতর যৌথ উদ্যোগে তিন দিনের উৎসবের আয়োজন করছে। নিউ দিঘার পুলিশ হলিডে মাঠে উৎসবের আয়োজন নিয়ে নগরোন্নয়ন ও পর্যটন আধিকারিকরা দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান সাংসদ শিশির অধিকারী ও নির্বাহী আধিকারিকের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ২০১২ সালে দিঘায় প্রথম সৈকত উৎসবের আয়োজন করা হয়। এই উৎসবে নানা পসরার দোকান বসে। থাকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথম বার সৈকত উৎসবের উদ্বোধন করেছিলেন মমতা নিজে। এ বার কে উদ্বোধন কে করবেন তা অবশ্য এখনও স্থির হয়নি বলে পর্ষদ সূত্রে জানা গিয়েছে।

ময়নাগড়ে জগদানন্দ স্মৃতিস্তম্ভের উদ্বোধন
ইতিহাস প্রসিদ্ধ ময়নাগড়ে জগদানন্দ বাহুবলীন্দ্রের স্মরণে স্থাপিত স্মৃতিস্তম্ভের উদ্বোধন হল। মঙ্গলবার ময়নাগড়ে আয়োজিত এক অনুষ্ঠানে ওই স্মৃতিস্তম্ভের উদ্বোধন করেন তমলুকের সাংসদ শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি মধুরিমা মণ্ডল, জেলাশাসক অন্তরা আচার্য, পুলিশ সুপার সুকেশ কুমার জৈন প্রমুখ। ময়না রাজপরিবারের সদস্য প্রণব বাহুবলীন্দ্র জানান, “২৪১ বছর আগে বিদেশী শাসনের বিরুদ্ধে মেদিনীপুরের স্বাধিকার রক্ষার আন্দোলনের অন্যতম অগ্রণী ভূমিকা নি।ছেিলেন তৎকালীন ময়নাগড়ের রাজা জগদানন্দ বাহুবলীন্দ্র। প্রায় আড়াইশো বছর পূর্বের সেই ঐতিহাসিক ঘটনার স্মরণে ময়নাগড়ে এই স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়েছে।”

চেক বিলি
পশ্চিম মেদিনীপুর জেলায় ‘আমার ফসল, আমার গোলা’ প্রকল্পের সূচনা করলেন কৃষি বিপণনমন্ত্রী অরূপ রায়। মঙ্গলবার জামবনি ব্লকের ঘুটিয়া গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জেলা কৃষি বিপণন দফতরের অনুষ্ঠানে জামবনি, ঝাড়গ্রাম ও গোপীবল্লভপুর ১ ব্লকের ৪৮ জন কৃষকের হাতে সরকারি অনুদানের চেক তুলে দেন মন্ত্রী। জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ জানান, জেলায় ১ হাজার পঞ্চান্ন জন কৃষককে ‘আমার ফসল, আমার গাড়ি’ প্রকল্পে রিকশা ভ্যান দেওয়া হবে।

আর্থিক সাহায্য
বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে আর্থিক সাহায্য দেওয়া হল। মঙ্গলবার বিকেলে পাঁশকুড়া পুরসভার উদ্যোগে পাঁশকুড়া বাসস্ট্যান্ডে আয়োজিত এক অনুষ্ঠানে ৪৭১টি পরিবারের হাতে ১৫ হাজার টাকার চেক তুলে দেন তমলুকের সাংসদ শুভেন্দু অধিকারী। পাঁশকুড়া পুরসভার রানিহাটির কাছে কাঁসাই নদীর বাঁধ ভেঙে বন্যায় ক্ষতিগ্রস্ত পাঁশকুড়া পুরসভা এলাকার বাসিন্দাদের এ দিন সাহায্য প্রদান করা হয়।

স্মরণসভা
মঙ্গলবার বেলপাহাড়িতে বিশিষ্ট সাঁওতালি শিক্ষাবিদ তথা রাজ্যসভার প্রাক্তন সদস্য প্রয়াত ফণীন্দ্রনাথ হাঁসদার স্মরণসভা হল। এ দিন বিকেলে বেলপাহাড়ির পল্লিমঙ্গল সমিতি ভবনে আয়োজিত ওই অনুষ্ঠানের উদ্যোক্তা ছিল ‘পশ্চিমবঙ্গ আদিবাসী সাহিত্য ও সংস্কৃতি পরিষদ’।

বিজেপি-র সভা
প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীর ৫ ফেব্রুয়ারির ব্রিগেড সমাবেশ সফল করার জন্য মঙ্গলবার কাঁথিতে জনসভা করল বিজেপি। কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ডে আয়োজিত জনসভার মুখ্য বক্তা ছিলেন দলের রাজ্য সম্পাদক রাহুল সিংহ।

সুসাথীর অনুষ্ঠান
ছোটদের জন্য ছড়া লেখার নেশা রয়েছে। একটা ছড়ার পত্রিকা বের করার ইচ্ছেও রয়েছে। কিন্তু সাধ্য কই? শেষ পর্যন্ত ডবল পোস্টকার্ড সাইজের কার্ডের দু’পাশে ছড়া সাজিয়ে প্রকাশিত হল ‘সুসাথী’ মাসিক ছড়াপত্র। পড়াশোনার সঙ্গে শিশুমনের সঠিক বিকাশের জন্য উপযুক্ত সাংস্কৃতিক পরিবেশ দেওয়ার লক্ষ্যে তৈরি হয় ‘সুসাথী সাহিত্য গোষ্ঠী’। ত্রৈমাসিক হিসেবে প্রকাশিত হতে শুরু করল ‘সুসাথী’। মঙ্গলবার ‘সুসাথী’র ২৯তম বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল মেদিনীপুর বিদ্যাসাগর স্মৃতি মন্দিরে। পড়াশোনার চাপ ভুলে কচিকাঁচারা দিনভর মেতে ছিল ছড়া, আবৃত্তি, নাচ আর গানে। গত ২৯ বছরে এই পত্রিকা জেলা ছাড়িয়ে পৌঁছে গিয়েছে সারা রাজ্যে। মেদিনীপুর শহরেই দু’শোর বেশি শিশু ‘সুসাথী’র সঙ্গে যুক্ত, যারা নিয়মিত লেখালিখি করে।

কোথায় কী

বইমেলা:
আজ খেজুরির কলাগেছিয়াতে প্রগতি পরিষদ পাঠাগার আয়োজিত বইমেলা শুরু।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.