উদ্বোধনী ম্যাচের বল গড়ানোর এখনও চব্বিশ ঘন্টা বাকি। কিন্তু তার আগেই আইএফএ শিল্ডকে ঘিরে চূড়ান্ত ডামাডোল দেখা গেল।
সিঙ্গাপুরের গেলাং ইন্টারন্যাশনাল শেষ পর্যন্ত এসে পৌঁছতেই পারল না শহরে। নিট ফল, বুধবারের ইউনাইটেড স্পোর্টস-গেলাং ম্যাচ বাতিল। তা হতে পারে ৫ বা ৬ ফেব্রুয়ারি। রাজ্য ফুটবল সংস্থার কর্তাদের দাবি, ভিসা সমস্যার জন্যই মঙ্গলবার শহরে এসে পৌঁছতে পারল না সিঙ্গাপুরের দলটি। রাতের খবর, বুধবার রাতে বা বৃহস্পতিবার সকালে শহরে আসতে পারে গেলাং ইন্টারন্যাশনাল।
আর ডামাডোলের এখানেই অবশ্য শেষ নয়। পড়শি বাংলাদেশের দল শেখ জামালও প্রথম ম্যাচে মোহনবাগানের বিরুদ্ধে খেলতে নামবে অনুশীলন ছাড়াই। ভিসা সমস্যার জন্য তাদেরও আসা পিছিয়ে গিয়েছে। পৌঁছানোর কথা বুধবার রাতে। বৃহস্পতিবার তাদের নেমে পড়তে হবে ইচে-কাতসুমিদের বিরুদ্ধে। ন্যূনতম অনুশীলন ছাড়া।
গেলাং সময় মতো না আসার পিছনে আইএফএ কর্তারা যা বলছেন তা নিয়ে ধন্ধ তৈরি হয়েছে। “মঙ্গলবার দিল্লিতে আপ পার্টির সদস্য-সমর্থকরা শস্ত্রী ভবনে কেজরিওয়ালদের ধর্নার জন্যই ভিসার প্রয়োজনীয় কাগজ পাঠানো সম্ভব হয়নি,” মুম্বই থেকে মঙ্গলবার ফোনে বললেন আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায়। কিন্তু প্রশ্ন উঠেছে, এত দিন রাজ্য সংস্থার কর্তারা কি করছিলেন? কেন এত দিন দিল্লি থেকে ক্রীড়ামন্ত্রকের প্রয়োজনীয় চিঠির ব্যবস্থা করা গেল না?
শেষ পর্যন্ত গেলাং না আসায় ম্যাচ পিছনোর জন্য সন্ধ্যায় ইউনাইটেড সচিব অলোকেশ কুণ্ডুর দ্বারস্থ হতে হয় আইএফএ-কে। অলোকেশবাবু সাসপেন্ড করে অবশ্য মাসখানেক আগেই আই এফএ-ই জানিয়েছিল শাস্তির জরিমানার টাকা জমা না দিলে তাঁকে কোনও সভায় ডাকা হবে না। ইউনাইটেড ওয়াকওভারের তিন পয়েন্ট দাবি না করে রাজ্য সংস্থার অনুরোধ মেনে নেন। রাজি হন ম্যাচ স্থগিত রাখার ব্যাপারে।
শিল্ড নিয়ে শুরু থেকেই নাটক চলছিল। সূচি প্রকাশের আগে এবং পরে আই লিগে খেলা দলগুলো পরপর সরে দাঁড়ায়। দ্বিতীয় ডিভিশনের টিম সিকিম ইউনাইটেডকে নিয়ে এসে জোড়াতালি দিয়ে নতুন করে ক্রীড়াসূচি তৈরি করা হয়। এরপর যে বিদেশি দলগুলোকে আনার কথা বলা হয় তা নিয়েও চূড়ান্ত নাটক।
মঙ্গলবার বিকেল পর্যন্তও ইউনাইটেড জানত না তাদের ম্যাচ বাতিল হয়ে গেছে। হঠাৎ করেই ম্যাচ বাতিল হওয়ায় বেশ বিরক্ত টিমের অনেক ফুটবলারই। লালকমল ভৌমিক যেমন বললেন, “একটা মানসিক প্রস্তুতি তো ছিলই। এ ভাবে হঠাৎ করে ম্যাচ বাতিল হয়ে গেলে খুব বিরক্তি লাগে। মানসিক প্রস্তুতি ধাক্কা খায়।”
|
বুধবারে আইএফএ শিল্ড
ইস্টবেঙ্গল : বুসান সানমুন (বারাসত, দুপুর ৩-১৫)। |