প্রদর্শনী ম্যাচে আমন্ত্রণ সৌরভকে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
সিএবি-র প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে আগামী ৩ ফেব্রুয়ারি এক প্রদর্শনী ম্যাচের আয়োজন হচ্ছে ইডেনে। যেখানে সিএবি প্রেসিডেন্টস একাদশ এবং ট্রাস্টি একাদশের মধ্যে একটি টি টোয়েন্টি ম্যাচ হবে। যে ম্যাচে খেলার জন্য কর্তা থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেটারদেরও আমন্ত্রণ করা হয়েছে। আমন্ত্রণ করা হয়েছে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কেও। “আমরা সৌরভকেও অনুরোধ করেছি ওই ম্যাচে খেলার জন্য,” বলে দিচ্ছেন সিএবি কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে। পাশাপাশি ওই দিন স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজনও করেছে সিএবি। রক্তদাতাদের দেওয়া হবে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারার সই করা সার্টিফিকেট। এ দিকে, সিএবি লিগের প্রথম দিনে বিএনআরের বিরুদ্ধে সেঞ্চুরি করলেন ভবানীপুরের তিন ক্রিকেটার। ঋত্বিক চট্টোপাধ্যায় (১৭৮), রশ্মিরঞ্জন দাস (১১৫) এবং অভলিন ঘোষ (১৬০)। ভবানীপুর ৫৪৯-৮। স্পোর্টিং ইউনিয়নের বিরুদ্ধে মোহনবাগান ২৮০ রানে অল আউট। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে টালিগঞ্জ অগ্রগামী ১৯৭ অল আউট। কালীঘাটের বিরুদ্ধে জর্জ টেলিগ্রাফ তুলল ২৩১-৯। ডালহৌসির বিরুদ্ধে জোড়া সেঞ্চুরি দক্ষিণ কলিকাতা সংসদের (৩৯৩-৫) সুপ্রিয় কর্মকার (১১১) এবং রবিকান্ত সাইনির (১৪২)।
|
অনুশীলনে নেই ওডাফা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
শিল্ডের প্রথম ম্যাচ বারাসতে। কিন্তু মঙ্গলবার বারাসত স্টেডিয়ামের অনুশীলনে এলেন না ওকোলি ওডাফা। পরে মোহনবাগান কোচ করিম বেঞ্চারিফা বলেন, “চোটের জন্য ডাক্তার দেখাতে গেছে ওডাফা। তাই আসেনি।” করিম জানিয়েছেন, শেখ জামাল ধানমুন্ডির বিরুদ্ধে প্রথম ম্যাচে ওডাফার খেলার সম্ভাবনা নেই। তবে দ্বিতীয় ম্যাচের আগে ওডাফা সুস্থ হয়ে মাঠে ফিরতে মরিয়া। আর তাই মঙ্গলবারের ছুটি মঞ্জুর করেছেন করিম। এ দিকে, মহমেডানে পেমেন্ট নিয়ে ঝামেলা অব্যহত। জোসিমার ও পেন এ দিনও অনুশীলনে আসেননি। চোট পেয়ে বাড়িতে থাকা লুসিয়ানো সাব্রোসা ফোনে কথা বলেন কর্তাদের সঙ্গে। মাঠ সচিব কামারুদ্দিন এ দিন পেমেন্টের কাগজ নিয়ে মাঠে সবাইকে দেখান, জানুয়ারি মাস নিয়ে দু’মাসের বেতন বাকি। কামার বললেন, “আমাদের স্পনসর নেই। এর চেয়ে দ্রুত পেমেন্ট দিতে পারব না। যদি ওদের না পোষায় চলে যাক।” শোনা যাচ্ছে, কোচ নাকি বিদেশিদের বাদ দিয়েই দল নামাবেন।
|
আইপিএল সেভেনের নিলামের প্রস্তুতি চূড়ান্ত করে ফেলল ভারতীয় বোর্ড। নিলাম সঞ্চালনার দায়িত্বে থাকবেন রিচার্ড ম্যাডলি। তিনি পেশাদার নিলাম সঞ্চালক। এর আগে সব নিলামেই তিনিই এই দায়িত্বে ছিলেন। ১২-১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুর এক পাঁচতারা হোটেলে সকাল সাড়ে ন’টা থেকে শুরু হবে এ বারের নিলাম। পুরো নিলামই সরাসরি প্রচারিত হবে টিভিতে।
|
৭২ বছরের ট্রফির খরা কাটাতে নামছে একটা টিম। মহারাষ্ট্র। তাদের প্রতিপক্ষ কর্নাটক নামছে আবার ফেভারিটের তকমা নিয়ে। বুধবার থেকে শুরু হওয়া রঞ্জি ফাইনালে চলতি মরসুমের সেরা বোলার আর ব্যাটসম্যানদের লড়াই নিয়ে উত্তেজনা হায়দরাবাদে। যুদ্ধ-- ২১ বছর পর ফাইনালে উঠে দুরন্ত ফর্মে থাকা মহারাষ্ট্রের কেদার যাদব, বিজয় জোলরা বনাম কর্নাটকের আর বিনয় কুমার, অভিমন্যু মিঠুনদের বোলিং।
|
১৫ মাস পর ট্রফি। ভারতীয় গ্রাঁ প্রি খেতাব জিতে আত্মবিশ্বাস ফিরে এসেছে সাইনা নেহওয়ালের। এ বার দেশের এক নম্বর সিঙ্গলস তারকার চ্যালেঞ্জ চলতি মরসুমে বড় টুর্নামেন্ট কমনওয়েলথ গেমস ও এশিয়ান গেমসে ভাল পারফর্ম করা। তাই ফিটনেস রেখে ফর্মে থাকতে তার আগে বেছে বেছে টুর্নামেন্টে নামার কথাও মঙ্গলবার জানিয়েছেন বিশ্বের ৯ নম্বর সাইনা। “গতবার খুব একটা ভাল যায়নি। এ বার নিজের খেলার মধ্যে পার্থক্যটা বুঝতে পারছি। এ বার কম টুর্নামেন্ট খেলব,” বলেন হায়দরাবাদি তারকা।
|
কৌশল সিলভার সেঞ্চুরির (১৩৯) দাপটে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিন চালকের আসনে শ্রীলঙ্কা। বাংলাদেশের প্রথম ইনিংসে ২৩২ রানের জবাবে মঙ্গলবার শ্রীলঙ্কা দিনের শেষে ৩৭৫-৫। প্রথম উইকেটে করুনারত্নের(৫৩) সঙ্গে ১১৮ যোগ করার পর কুমার সঙ্গকারার (৭৫) সঙ্গে জুটিতে ১৫৫ রান যোগ করেন কৌশল। বাংলাদেশের বোলারদের মধ্যে শাকিব আল হাসান ৩-৯৪। |