টুকরো খবর
নাচে-গানে মাতল সুসাথীর কচিকাঁচারা
ছোটদের জন্য ছড়া লেখার নেশা রয়েছে। একটা ছড়ার পত্রিকা বের করার ইচ্ছেও রয়েছে। কিন্তু সাধ্য কই? শেষ পর্যন্ত ডবল পোস্টকার্ড সাইজের কার্ডের দু’পাশে ছড়া সাজিয়ে প্রকাশিত হল ‘সুসাথী’ মাসিক ছড়াপত্র। পথ চলার শুরুতে ওঁরা ছিলেন তিনজন প্রদীপ দেববর্মন, নীলাঞ্জন কুমার আর রাজপ্রসাদ মাহাতো। ওঁরা অনুভব করেছিলেন পড়াশোনার সঙ্গে শিশুমনের সঠিক বিকাশের জন্য দরকার উপযুক্ত সাংস্কৃতিক পরিবেশ। সেই লক্ষ্যেই ধীরে ধীরে তৈরি হল ‘সুসাথী সাহিত্য গোষ্ঠী’। ত্রৈমাসিক হিসেবে প্রকাশিত হতে শুরু করল ‘সুসাথী’। মঙ্গলবার ‘সুসাথী’র ২৯তম বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল মেদিনীপুর বিদ্যাসাগর স্মৃতি মন্দিরে। পড়াশোনার চাপ ভুলে কচিকাঁচারা দিনভর মেতে ছিল ছড়া, আবৃত্তি, নাচ আর গানে। গত ২৯ বছরে এই পত্রিকা জেলা ছাড়িয়ে পৌঁছে গিয়েছে সারা রাজ্যে। মেদিনীপুর শহরেই দু’শোর বেশি শিশু ‘সুসাথী’র সঙ্গে যুক্ত, যারা লেখালিখি করে। লেখকদের মধ্যে রয়েছেন ভবানীপ্রসাদ মজুমদার, কৃষ্ণ ধর, গৌরী ধর্মপাল, পবিত্র সরকার, আজহারউদ্দিন খানের মতো ব্যক্তিত্বরাও। শুধু লেখা নয়, নিয়মিত নাচ-গান-আবৃত্তির চর্চার সঙ্গে যুক্ত এই গোষ্ঠীর কচিকাঁচারা।

ছাত্রীর মৃত্যু
পথ দুর্ঘটনায় এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। মৃতার নাম আজমা খাতুন (১১)। মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ কেশপুরের আকন্দি-কুমারীবাজার রাস্তায় দুর্ঘটনাটি ঘটে। ঘোষডিহা হাইস্কুলের পঞ্চম শ্রেণির ওই ছাত্রীর বাড়ি কলকলি এলাকায়। তবে, সে থাকত বাঘগেড়িয়ায় মামা বাড়িতে। এদিন সকালে স্কুল যাওয়ার পথে একটি লরি তাকে ধাক্কা মারে। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ক্ষুব্ধ স্থানীয় মানুষ লরিটি ভাঙচুর করে। কিছুক্ষণ পথ অবরোধ চলে। অন্য দিকে, এ দিন দুপুরে মেদিনীপুর শহর সংলগ্ন ধর্মায় লরির চাকায় পিষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃতের নাম নন্দদুলাল রায় (৫০)। বাড়ি নেড়াদেউলে। মোটর সাইকেলে করে মেদিনীপুরে আসার পথে দুর্ঘটনাটি ঘটে।

তালা ভাঙা, চাঞ্চল্য
মঙ্গলবার সকালে মেদিনীপুর সদর ভূমি ও ভূমি সংস্কার দফতরের (বিএলআরও) অফিস ও রেকর্ড রুমের তালা ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়ায়। থানায় অভিযোগ হয়েছে।

বার্ষিক ক্রীড়া
মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হল মঙ্গলবার থেকে। চলবে আজ, বুধবার পর্যন্ত।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.