টুকরো খবর
আকরিক লোহার পেলেটে শুল্ক প্রত্যাহারের দাবি শিল্প সংগঠনের
২৮ জানুয়ারি
আকরিক লোহার মণ্ডের (পেলেট) উপর ফের রফতানি শুল্ক বসানোর সমালোচনা করল এই শিল্পের সংগঠন পেলেট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (পিএমএআই)। এর ফলে আগামী দিনে এই শিল্প মুখ থুবড়ে পড়বে বলেই মঙ্গলবার মত প্রকাশ করেছে তারা। যে কারণে দিন কেন্দ্রের এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিও জানিয়েছে তারা। এর আগে ২০১২ - ’১৩ সালে এই শুল্ক তুলে নিয়েছিল কেন্দ্র। কিন্তু তার পর থেকে উল্লেখযোগ্য হারে এর রফতানি বেড়েছে। যে কারণে দেশের ইস্পাত শিল্পের স্বার্থে সোমবারই ফের ইস্পাত উৎপাদনের অন্যতম কাঁচামাল পেলেটের উপর % রফতানি শুল্ক বসিয়েছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। মঙ্গলবার কেন্দ্রের এই পদক্ষেপের সমালোচনা করে পিএমএআই -এর সম্পাদক এস কে চট্টোপাধ্যায় বলেন, ভুল তথ্যের উপর ভিত্তি করে কেন্দ্র এই শুল্ক বসিয়েছে। নেওয়া হয়নি পেলেট উৎপাদনকারী সংস্থাগুলির মতামতও। পিএমএআইয়ের মতে, যে পরিমাণ পেলেট দেশে উৎপাদন হয়, তার সামান্য অংশই (১০ লক্ষ টন বা . %) রফতানি করা হয়। ফলে শুল্ক বসানোর জন্য কেন্দ্র যে দেশীয় ইস্পাত শিল্পকে বাঁচানোর যুক্তি দিয়েছে, তা সত্যি নয়। বরং কেন্দ্র অল্প কয়েকটি ইস্পাত সংস্থার কথা শুনেই এই সিদ্ধান্ত নিয়েছে বলেও অভিযোগ করেছে তারা। ইস্পাত সংস্থাগুলির চাহিদা না থাকার কথাও উল্লেখ করেছে পিএমএআই। পাশাপাশি, রফতানির জন্য রেলপথে সরবরাহ করা পেলেটের ক্ষেত্রে এমনিতেই তিনগুণ পরিবহণ খরচ দিতে হয়। এর পর আবার রফতানি শুল্ক বসলে, তা আদতে এই শিল্পের পক্ষে ক্ষতি ডেকে আনবে সংগঠনের মত।

সুব্রত রায়কে নির্দেশ
দেশ ছাড়তে পারবেন না সহারা কর্তা সুব্রত রায়। সুপ্রিম কোর্টের নির্দেশ, যে ২২,৮৮৫ কোটি টাকা লগ্নিকারীদের দেওয়া হয়েছে বলে দাবি সহারার, তার উৎস জানালে ওই অনুমতি মিলবে।

পুরনো খবর:



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.