টুকরো খবর
বোমা বাঁধতে গিয়ে জখম
বাড়িতে বোমা বাঁধতে গিয়ে জখম হলেন ৬ জন। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার সন্ধ্যা ৭টা নাগাদ ঘটনাটি ঘটেছে কাঁকরতলা থানার হরিএকতলা গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার পাশের গ্রাম কদমডাঙায় স্বাস্থ্যবিমার জন্য ছবি তোলা হচ্ছিল। যন্ত্র খারাপ হয়ে হাওয়ায় কিছুক্ষণ কাজ বন্ধ থাকে। ওই সময়ের মধ্যে লাইনে দাঁড়িয়ে থাকা লোকজনের মধ্যে হঠাৎ বচসা শুরু হয়। সেটা গড়ায় মোবামাজি পর্যন্ত। এই নিয়ে কদমডাঙা, হরিএকতলা, ঢোলকুমড়া গ্রামে উত্তেজনা ছিল। হরিএকতলায় শেখ সুজনের বাড়িতে বোমা বাঁধার কাজ হচ্ছিল বলে জানা গিয়েছে। তখনই বোমা ফেটে ৬ জনের হাতের কব্জি উড়ে গিয়েছে।

বিপ্লবই পুরপ্রধান
প্রত্যাশিত ভাবেই সাঁইথিয়ার নতুন পুরপ্রধান হচ্ছেন ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিপ্লব দত্ত। তৃণমূল সূত্রে খবর, মঙ্গলবার বিকেলে দলীয় কাউন্সিলরদের একটি বৈঠকে সর্বসম্মতি ভাবে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপপুরপ্রধান হচ্ছেন ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শান্তনু রায়। সাঁইথিয়া পুরসভায় হওয়া ওই বৈঠকে উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, মন্ত্রী চন্দ্রনাথ সিংহ এবং লাভপুরের বিধায়ক মনিরুল ইসলাম। তবে, বৈঠকে যোগ দেননি বিদায়ী পুরপ্রধান বীরেন্দ্রকুমার পারখ। আজ, বুধবার নতুন পুরপ্রধান ও উপপুরপ্রধান শপথ নেবেন।

যুগ্ম সভাপতি
বোলপুর বার অ্যাসোসিয়েশনের নির্বাচনের ফল বের হল। মঙ্গলবার নির্বাচনের ফলে সমান সমান ভোট পেয়ে সভাপতি পদে যুগ্ম ভাবে নির্বাচিত হলেন তপনকুমার দে ও দেবকুমার দত্ত। আগে দেবকুমারবাবু একক ভাবে সভাপতি ছিলেন। তপনবাবু ছিলেন সম্পাদক। এ বার সম্পাদক হলেন শ্যামসুন্দর কোনার।

পরিচয়পত্র দান
১০৫ জন লোকশিল্পীদের পরিচয়পত্র দেওয়া হল। মঙ্গলবার জেলাপরিষদ সভাকক্ষের ওই অনুষ্ঠানে ছিলেন সভাধিপতি বিকাশ রায়চৌধুরী। ১৪৯ জন শিল্পী এর জন্য আবেদন জানান। আরও কিছু তথ্য পেলে বাকিদেরও তা দেওয়া হবে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.