টুকরো খবর
ফিলিপিন্সে অত্যাচারের কীর্তি ফাঁস
২৮ জানুয়ারি
রংবেরঙের একটা চাকা। ঘুরিয়ে দেওয়ার কতক্ষণ বাদে তা থামছে, তার উপরই নির্ভর করছে শাস্তির রকমফের। অপরাধীদের পেট থেকে কথা বার করতে এ রকমই খেলায় মাততেন পুলিশ অফিসাররা। ফিলিপিন্সে স্বৈরাচারী ফার্দিনান্দ মার্কোসের শাসনের অবসান হয়েছে প্রায় তিন দশক আগে। একনায়কের আমলে পুলিশি বীভৎসতার কথা অবশেষে সামনে এল এত দিন পর। ফিলিপিন্সের একটি মানবাধিকার সংস্থার কর্তা মঙ্গলবার জানিয়েছেন, গোটা প্রক্রিয়াটার কথা জানার পর গা শিউরে উঠেছিল তাঁর। নিজেদের খেলার ছলেই অপরাধীদের এই চাকা (টর্চার হুইল)-র সামনে দাঁড় করাত পুলিশ। চাকা যদি কুড়ি সেকেন্ডের মধ্যেই থেমে যায়, তা হলে কেবল একটা ঘুষি খেয়েই তখনকার মতো ছাড় মিলত। দশ সেকেন্ড বেশি থামলেই কিন্তু রেহাই মিলত না এত অল্পে। দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে দেওয়া হতো উল্টো করে। স্বৈরাচারী শাসনের অবসান হলেও আগের মানসিকতা এখনও পুরোপরি বদলায়নি বলে অভিযোগ মানবাধিকার সংস্থাটির।

গণভোট ২রা
গণভোট তিন-চার মাসের জন্য পিছিয়ে দেওয়ার জন্য তাইল্যান্ড সরকারকে আর্জি জানিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু মঙ্গলবার দু’পক্ষের বৈঠক শেষে তদারকি প্রধানমন্ত্রী শিনাবাত্রা ইংলাক জানিয়ে দিলেন, আগামী ২ ফেব্রুয়ারিই দেশে ভোট হবে। গত সপ্তাহের শেষেই ব্যাঙ্ককে ষাট দিনের জরুরি অবস্থা জারি করে তাই-প্রশাসন। লাগাতার ঘেরাও কর্মসূচি বন্ধ করতে সোমবার বিরোধীদের ৭২ ঘণ্টা সময় দিয়েছিল শান্তি রক্ষা সংস্থা। তা সত্ত্বেও বিক্ষোভের আঁচ কমেনি এতটুকু। মঙ্গলবার ব্যাঙ্ককের সেনা ছাউনির বাইরে বিক্ষোভ দেখান অনেকে। সে সময়ই দু’জন আহত হয়েছেন বলে খবর।

পুরনো খবর:

নাইজেরিয়ায় জঙ্গি হানা, হত ৯৯
উত্তর-পূর্ব নাইজেরিয়ায় জঙ্গি হানায় নিহত ৯৯ জন। রবিবার রাতের মাইদুগুড়ির একটি গ্রামের গির্জা সংলগ্ন এলাকায় বিস্ফোরক রেখে যায় জঙ্গিরা। বিস্ফোরণে আগুন লেগে পুড়ে যায় ৩০০টি বাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫২ জনের। আহতদের ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বিস্ফোরণে হাত রয়েছে বোকো হারাম জঙ্গি গোষ্ঠীর।

ট্যাঙ্কার ফেটে
তেলের ট্যাঙ্কার বিস্ফোরণে চিনে মৃত্যু হল সাত জনের। মঙ্গলবার স্থানীয় সময় সাড়ে সাতটা নাগাদ বিস্ফোরণটি ঘটে পূর্ব চিনের ঝেজিয়াং প্রদেশের কাছে। সূত্রের খবর, ট্যাঙ্কারটি আদতে ভারতীয়। যান্ত্রিক ত্রুটির কারণে ঝেজিয়াং-এর বন্দরে সেটির সারাই চলছিল। ৫০,০০০ টন তেল বহনে সক্ষম ট্যাঙ্কারটি বিস্ফোরণের সময় খালি ছিল। হঠাৎই আগুন লেগে ফেটে যায় সেটি। আগুন লাগার কারণ জানা যায়নি এখনও।

ধসে চাপা
ধসে চাপা পড়ে ইন্দোনেশিয়ায় মৃত্যু হল ১৯ জনের। নিখোঁজ আরও দশ। রাতভর বৃষ্টিপাতের জেরে মঙ্গলবার ভোরে ধস নামে জাভার উত্তরে জমবাং জেলায়। ধুয়ে মুছে যায় পাঁচ-পাঁচটি বসত বাড়ি। মঙ্গলবার সন্ধে পর্যন্ত উদ্ধার হয় ১৯টি দেহ। গত শুক্রবারই জাভার কুদসে ধস নেমে মৃত্যু হয়েছিল ১২ জন গ্রামবাসীর।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.