টুকরো খবর
প্রসূতি বিভাগে চিকিৎসক নেই, ক্ষোভ হাসপাতালে
এক চিকিৎসক ‘হুমকি’ চিঠি পেয়ে ছুটিতে, অন্য জন চাপ সামলে ‘ক্লান্ত’ হয়ে ছুটির আবেদন করেছেন। আর কোনও চিকিৎসক না থাকায় নার্সদের তদারকিতেই প্রসূতি বিভাগের কাজ চলছে মহকুমা হাসপাতালে। রবিবার সকাল থেকে সোমবার দুপুর পর্যন্ত আলিপুরদুয়ার মহকুমা হাসপাতালে প্রসূতি বিভাগে ভর্তি হওয়া রোগীদের ন্যূনতম চিকিৎসা না মেলায় তাঁদের পরিজনেরা এ দিন প্রসূতি বিভাগের করিডরে বিক্ষোভ দেখিয়েছেন। এর পরে পরিস্থিতি সামাল দিতে পাশের ব্লক থেকে চিকিৎসক আনার সিদ্ধান্ত নেয় জেলা স্বাস্থ্য দফতর। আলিপুরদুয়ার মহকুমা হাসপাতালে দু’জন স্ত্রীরোগ বিশেষজ্ঞ রয়েছেন। কিছু দিন আগে হুমকি চিঠি পেয়ে আতঙ্কে গত ২১ জানুয়ারি থেকে তিনি ছুটিতে। সে দিন থেকে উদয়ন মিত্র নামে আর এক চিকিৎসক একাই সামলাচ্ছিলেন। গত রবিবার তিনিও ছুটির আবেদন জমা দেন। তার পর থেকেই প্রসূতি বিভাগ চিকিৎসকহীন হয়ে রয়েছে বলে রোগী এবং তাঁদের পরিবারের লোকজনের অভিযোগ। মহকুমার অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক দীনেশ বিশ্বাস এ দিন বলেন, “এক চিকিৎসক ছুটিতে। আর এক জন টানা এই কয়দিন ওই বিভাগ সামলেছেন। তিনিও রবিবার থেকে সব রোগীকে দেখতে পারেননি। হাসপাতাল সামলাতে ফালাকাটা এবং ভাটিবাড়ি থেকে চিকিৎসক আনা হবে।”

স্বাস্থ্য শিবির
স্বাস্থ্য শিবির হয়ে গেল রাইপুর ব্লকের মেলেড়া পঞ্চায়েত অফিস প্রাঙ্গণে। রবিবার এই শিবিরের উদ্বোধন করেন রাইপুরের বিডিও দীপঙ্কর দাস। পঞ্চায়েত প্রধান রাজকুমার সিংহ জানান, ঝাড়গ্রাম স্বাস্থ্য জেলা হাসপাতালের চিকিৎসক প্রণব মজুমদারের নেতৃত্বে পাঁচ সদস্যের চিকিৎসক দল এলাকার প্রায় ৪৫০ জনের স্বাস্থ্য পরীক্ষা করেন।

নয়া পরিষেবা
আধুনিক পরিষেবা যুক্ত ১৩টি কেবিন, নতুন ওটি। সঙ্গে নতুন ড্রাই ক্লিনিং-সহ ওয়াশিং মেশিন। এম আর বাঙুর হাসপাতালে এমনই কয়েকটি পরিষেবার উদ্বোধন করলেন রাজ্যের যুবকল্যাণ ও আবাসনমন্ত্রী অরূপ বিশ্বাস। ওই হাসপাতালের কেবিনে রোগীদের শয্যা আরও বেশি ঝকঝকে করতে সাত দিন সাত রঙের বেডকভার দেওয়ার কথাও ঘোষণা করেন মন্ত্রী। সরকারি হাসপাতালে পরিষেবার মান বাড়ানোর পাশাপাশি ভিতরের পরিবেশকে আরও সুন্দর করার জন্য এই পরিষেবা চালু করা হল বলে জানান মন্ত্রী।

স্বাস্থ্যশিবির
নেতাজি জন্মজয়ন্তী উপলক্ষে পাত্রসায়রের হাটকৃষ্ণনগর নিউ নেতাজি সঙ্ঘের উদ্যোগে একটি স্বাস্থ্য শিবির হল সম্প্রতি। শিবিরে এলাকার ৪৫০ জন বাসিন্দার বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা করানো হয়। একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.