কেন্দ্রের সঙ্গে ফের খোলাখুলি সংঘাতের পথে রাজ্য সরকার। এ বারের বিষয় নিয়ন্ত্রক সংস্থা সংস্কার বিল-২০১৩ তড়িঘড়ি সংসদে পাশ করাতে চেয়ে কেন্দ্রের তাগাদা নিয়ে। দিল্লির কাছে মমতার সরাসরি প্রশ্ন, দেশে যখন আর কয়েক মাস পরেই নির্বাচন তখন নতুন নীতি এবং আইন প্রণয়নের জন্য কীসের তাড়াহুড়ো। কেন্দ্রকে রাজ্য জানিয়ে দিয়েছে, আপাতত নিয়ন্ত্রক সংস্থা সংস্কার বিল নিয়ে রাজ্য কোনও মতামত দেবে না। নতুন সরকার গঠন হওয়ার পরই এই বিষয়ে যা পদক্ষেপ প্রয়োজন, তা করা হবে।
সরকারি সূত্রের খবর, ২০১১ সালের স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী মনমোহন সিংহ প্রথম এই বিলের প্রসঙ্গ তুলেছিলেন। সে সময় তিনি জানান, কেন্দ্রীয় সরকার বিভিন্ন পরিবেষামূলক সংস্থা, দফতর, নিগমের উপর নজরদারির জন্য নিয়ন্ত্রক সংস্থা তৈরি করেছে। নিয়ন্ত্রক সংস্থাগুলি গ্রাহকদের স্বার্থরক্ষা, বাজারে প্রতিযোগিতার পরিবেশ তৈরি করা ইত্যাদি বিষয়ে নানা নিয়ন্ত্রণমূলক কাজ করছে। কিন্তু নিয়ন্ত্রক সংস্থাগুলি কী ভাবে চলবে তা নিয়ে দেশে কোনও আইন নেই।
তারপর কেন্দ্রীয় যোজনা কমিশন একটি আইন তৈরি করে। তা নিয়েই ৩১ জানুয়ারির মধ্যে রাজ্যগুলির মতামত চাওয়া হয়। রাজ্যের এক মুখপাত্র জানিয়েছেন, নয়া সরকার গঠনের পরে এই বিষয়ে মতামত জানাবেন তাঁরা। |