টুকরো খবর |
পতাকা ওঠেনি, শো-কজ
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
সরকারি কার্যালয়ে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান পালিত না হওয়ায় শো-কজ করা হল কর্মীকে। রবিবার খড়্গপুরের হিজলির ইকো পার্ক সংলগ্ন বন উন্নয়ন নিগমের দক্ষিণ বিভাগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন হয়নি বলে কর্মচারীদের অভিযোগ। এ জন্য সোমবার বিভাগের প্রধান হেড অ্যাসিস্ট্যান্ট শঙ্করদেব সিংহকে শো-কজ করেন দফতরের ডিভিশনাল ম্যানেজার মিলনকান্তি মণ্ডল। রাজ্য বন উন্নয়ন নিগমের দক্ষিণ বিভাগের অধীনে দুই মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়া জেলা রয়েছে। এই বিভাগের কার্যালয়টি খড়্গপুরে। সেখানে জাতীয় পতাকা না তোলায় ক্ষোভ জানায় ইউনাইটেড স্টেট গভনর্র্মেন্ট এমপ্লয়িজ ইউনিয়ন। মিলনবাবুর বক্তব্য, হেড অ্যাসিস্ট্যান্টের উপর ওই কার্যালয়ে প্রজাতন্ত্র দিবস পালনের দায়িত্ব ছিল। তা না করায় তাঁকে শোকজ করা হয়।
|
বধূর ঝুলন্ত দেহ, ধৃত দুই
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
বধূর ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ায় গ্রেফতার হলেন স্বামী ও শাশুড়ি। মৃতার নাম মিতালি দাস (১৯)। রবিবার বেলদার ঘটনা। এ দিন শ্বশুর বাড়ি থেকেই গলায় দড়ির ফাঁস লাগানো অবস্থায় মিতালির দেহ উদ্ধার হয়। তার বাবা রবীন্দ্র দাস মেয়ের স্বামী দিলীপ দাস ও শাশুড়ি ঝুনুর বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে। বছর খানেক আগে কেশিয়াড়ির অর্জুনবেড়িয়ার বাসিন্দা মিতালির সঙ্গে বিয়ে হয় দিলীপেসর। বিয়ের পর থেকেই অশান্তি হত। অতিরিক্ত পণের দাবিতে চলত নির্যাতন। রবিবার সকালে ফের অশান্তি বাধে। তারপরই মিতালির দেহ মেলে।
|
তৃণমূলে যোগ
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন চাঙ্গুয়ালের পঞ্চায়েত সদস্য সুমিত্রা দোলুই। কংগ্রেসের অঞ্চল সভাপতি অর্জুন হাঁসদাও তৃণমূলে যোগ দিয়েছেন। রবিবার এঁদের হাতে দলের পতাকা তুলে দেন তৃণমূলের জেলা কার্যকরী সভাপতি নির্মল ঘোষ। এই দলবদলে গ্রাম পঞ্চায়েতের সমীকরণ অবশ্য পাল্টাচ্ছে না। খড়্গপুর- ২ ব্লকের চাঙ্গুয়াল গ্রাম পঞ্চায়েত সিপিএমের দখলে রয়েছে। ১৬টি আসনের মধ্যে গত পঞ্চায়েত নির্বাচনে সিপিএম পেয়েছিল ১১টি, তৃণমূল ৪টি এবং কংগ্রেস ১টি। সুমিত্রাদেবী দলবদল করায় তৃণমূলের সদস্য বেড়ে হল পাঁচ। রবিবার এলাকায় তৃণমূল মিছিল করে। নেতৃত্বে ছিলেন দজেলা কার্যকরী সভাপতি নির্মল ঘোষ, জেলা পরিষদের দলনেতা অজিত মাইতি। পরে এক সভায় দলবদল হয়। দলবদলের কথা মানছে কংগ্রেসও। দলের খড়্গপুর-২ ব্লক সভাপতি সলিল মাণ্ডি বলেন, “পঞ্চায়েত সদস্যা, অঞ্চল সভাপতি তৃণমূলে গিয়েছেন বলে শুনেছি।”
|
ধর্ষণে ধৃত দুই
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
পুরনো একটি ধর্ষণের মামলায় দু’জনকে গ্রেফতার করে হেফাজতে নিল পুলিশ। রবিবার মেদিনীপুর জেলা আদালতে হাজির করা হয় গোকুলপুরের রূপক মাইতি ও চন্দন ঝাপ। গ্রামেরই বছর পঁয়ত্রিশের এক বধূকে তারা ধর্ষণ করেছে বলে অভিযোগ রয়েছে।
|
নতুন সভাপতি
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
যুবার সংগঠনকে জেলাতেও আরও চাঙ্গা করতে তৎপর হল তৃণমূল। এ বার সংগঠনে নতুন কার্যকরী সভাপতিও করা হল। ওই পদ পেয়েছেন সরোজ দাস। যুবার জেলা সভাপতি মনোজকুমার তাম্বে বলেন, “সংগঠনের আরও বৃদ্ধির লক্ষ্যেই ওই সিদ্ধান্ত।”
|
প্রজাতন্ত্র দিবস |
প্রজাতন্ত্র দিবসে নানা অনুষ্ঠান হল পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে। জেলা পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে যেমন প্রজাতন্ত্র দিবস পালন করা হয়েছে তেমনি বিভিন্ন সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব, সংস্থাও এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী পুলিশ ও প্রশাসনের সঙ্গে সাধারণ ভোটারদের ক্রিকেট ম্যাচও হয়।
|
কোথায় কী |
মঙ্গলবার
ক্রীড়া: মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।
মঙ্গলবার সকালে উদ্বোধন। চলবে বুধবার পর্যন্ত।
চুয়াডাঙ্গা হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। মঙ্গলবার
সকালে উদ্বোধন। চলবে বৃহস্পতিবার পর্যন্ত।
বর্ষপূর্তি: মেদিনীপুরের সুসাথী সাহিত্য গোষ্ঠীর ২৯ বর্ষপূর্তি। বিদ্যাসাগর স্মৃতি
মন্দিরে থাকছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেল সাড়ে ৪টে থেকে। |
|