টুকরো খবর
বন্ধ ফ্ল্যাটে মিলল দেহ
ফ্ল্যাট থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল পুলিশ। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে হুগলির রিষড়ার পি টি লাহা স্ট্রিটে। পুলিশের অনুমান, সুপ্রিয় চট্টোপাধ্যায় (৪৮) নামে ওই ব্যক্তিকে খুন করা হয়েছে। তিনি পুকুর লিজে নিয়ে মাছের ব্যবসা করতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুপ্রিয়বাবু অবিবাহিত। ফ্ল্যাটে একাই থাকতেন। কাছেই একটি বাড়িতে তাঁর বৃদ্ধা মা থাকেন। প্রতিদিনই তিনি মায়ের কাছে যেতেন। শনিবার রাত সাড়ে ১০টা নাগাদ ওই বাড়ি থেকে বেরিয়ে ফ্ল্যাটে ঢোকেন। তার পর থেকে তাঁর খোঁজ পাওয়া যায়নি। এ দিন দুপুরে মা ছেলের খোঁজে এসে দেখেন, ফ্ল্যাটের দরজা বাইরে থেকে বন্ধ। এর পরে তিনি নিজের কাছে থাকা চাবি এসে ফ্ল্যাটে ঢুকে দেখেন, বিছানায় ছেলের মৃতদেহ পরে রয়েছে। খবর পেয়ে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়না-তদন্তে পাঠায়। তদন্তকারী অফিসারদের বক্তব্য, সুপ্রিয়বাবুকে সম্ভবত শ্বাসরোধ করে খুন করা হয়েছে। ঘাড়ের কাছে একটি কাটা দাগও ছিল। মৃত্যু নিশ্চিত করতে তাঁর ঘাড়ে কোপ দেওয়া হয়ে থাকতে পারে বলে পুলিশের অনুমান। কিন্তু কী কারণে খুন হতে হল ওই ব্যক্তিকে? পুলিশের কাছে বিষয়টি এখনও স্পষ্ট নয়। ব্যক্তিগত শত্রুতার জেরে বা টাকাপয়সা-সংক্রান্ত বিবাদে ওই ঘটনা ঘটে থাকতে পারে বলে তদন্তকারী অফিসারদের একাংশের অনুমান। অন্য কোনও কারণ আছে কিনা, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। আততায়ীরা সুপ্রিয়বাবুর পরিচিত বলেই মনে করছে পুলিশ। ঘরে মদ্যপান করা হয়েছিল। একাধিক লোক এসেছিল বলে জানায় পুলিশ।

ট্রাকের ধাক্কায় মৃত্যু
দু’টি ট্রাকের মুখোমুখি ধাক্কার পরে দুই চালক রাস্তায় নেমে ঝগড়া করছিলেন। সে সময়ে পাশে দাঁড়িয়ে থাকা অন্য একটি ট্রাক চলতে শুরু করে। দু’টি ট্রাকে পিষ্ট হয়ে মৃত্যু হয় বচসারত এক চালকের। যে ট্রাকটি চলতে শুরু করায় ওই ঘটনা, সেটিতে ভাঙচুর চালায় জনতা। ওই ট্রাকের চালকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করা হয়েছে। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে হুগলির শ্রীরামপুরের নওগায়। মৃতের নাম ভোলানাথ দ্বিবেদী (৩৮)। বাড়ি পূর্ব মেদিনীপুরের মারিশদার কুমিরদায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেলা ১টা নাগাদ দু’টি ট্রাক জিটি রোড থেকে দিল্লি রোডে ওঠার জন্য নওগাঁ মোড় থেকে সংযোগকারী রাস্তা ধরে। নওগা ঘোষালপাড়ার কাছে একটি ট্রাকের সঙ্গে উল্টো দিক থেকে আসা অন্য একটি ট্রাকের মুখোমুখি ধাক্কা লাগে। তারপরেই ঘটে অন্য দুর্ঘটনাটি। দু’টি ট্রাক আটক করা হয়েছে। ভোলানাথবাবুর দেহ ময়না-তদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে পাঠানো হয়েছে।

তৃণমূল প্রধানকে মারধরের অভিযোগ
তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী ও উপপ্রধানকে মারধরের অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে। সোমবার নাকাশিপাড়ার হরনগর গ্রাম পঞ্চায়েতের এই ঘটনায় জখম হয়েছেন প্রধানের স্বামী আবু জাহেদ মল্লিক ও উপ প্রধান মনিকুল মুন্সি। তাঁরা বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে, ৬ জন সিপিএম কর্মী-সমর্থকের বিরুদ্ধে অভিযোগ হয়েছে। তদন্ত শুরু হয়েছে। মনিকুল মুন্সি বলেন, “আমরা গ্রাম পঞ্চায়েত অফিসে বসে ছিলাম। সেই সময় সিপিএমের লোকেরা হঠাৎ আমাদের উপর চড়াও হয়।” সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য এস এম সাদি বলেন, “আমাদের দলের কেউ এই ঘটনায় যুক্ত নয়।”

ফুটবল খেলা উলুবেড়িয়ায়
একদিনের ফুটবল প্রতিযোগিতা হয়ে গেল উলুবেড়িয়ায়। নিমদিঘি স্পোর্টিং ক্লাবের উদ্যোগে বিভিন্ন জেলা থেকে ৮টি দলকে নিয়ে এই খেলা হয়। ফাইনালে মুখোমুখি হয় খলিসানি ইয়ং ব্রাদার্স ক্লাব এবং বাঁটুল মিলেনিয়াম ক্লাব। ৩-০ গোলে জয়ী হয় খলিসানি ইয়ং ব্রার্দাস ক্লাব। উদ্যোক্তারা জানিয়েছেন, সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিজয়ী দলের এসরাক মল্লিক। খেলা উপলক্ষে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক হায়দার আজিজ সফি, দক্ষিণ কেন্দ্রের বিধায়ক পুলক রায়-সহ বহু বিশিষ্ট মানুষ।

দুর্ঘটনায় মৃত্যু যুবকের
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। রবিবার সকালে দুর্ঘটনাটি ঘটে উলুবেড়িয়ার পীরতলার কাছে। পুলিশ জানায়, মৃত যুবকের নাম দেবাশিস ভক্তা (৩৮)। বাড়ি উলুবেড়িয়ার তাঁতিবেড়িয়ায়। কোলাঘাটের দিক থেকে উলুবেড়িয়ায় ফিরছিলেন তিনি। সে সময়ে পিছন থেকে একটি গাড়ি তাঁকে ধাক্কা মেরে পালায়।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.