স্পেকট্রামের খরচ
সংবাদ সংস্থা • নয়াদিল্লি
২৭ জানুয়ারি |
টেলি পরিষেবা সংস্থাগুলির স্পেকট্রাম ব্যবহারের খরচ বছরে মোট আয়ের ৫ শতাংশে বেঁধে দিল সংশ্লিষ্ট ভারপ্রাপ্ত মন্ত্রিগোষ্ঠী। আগামী মাসের নিলামে জেতা সংস্থাগুলিকে নয়া টুজি স্পেকট্রামের ক্ষেত্রে এই ৫% খরচ দিতে হবে। পুরনো স্পেকট্রামের জন্য সব মিলিয়ে গড় খরচ স্থির হবে।
|
হিন্দুস্তান ইউনিলিভার— তৃতীয় (অক্টোবর-ডিসেম্বর) ত্রৈমাসিকে ভোগ্যপণ্য সংস্তা হিন্দুস্তান ইউনিলিভারের নিট মুনাপা প্রায় ২২% বেড়ে হয়েছে ১,০৬২.৩১ কোটি টাকা। অন্য দিকে, সংস্থার মোট বিক্রিও বেড়েছে ৯.৩৮%। দাঁড়িয়েছে ৭,০৩৭.৭৮ কোটিতে।
এসকর্ট— পঞ্চম (অক্টোবর-ডিসেম্বর) ত্রৈমাসিকে ইঞ্জিনিয়ারিং সংস্থাটির নিট মুনাফা দাঁড়িয়েছে ৪৫.৫৫ কোটি টাকায়। তাদের নিট বিক্রি হয়েছে ১,১৫৪.৪৪ কোটি। উল্লেখ্য, সংস্থা এত দিন অক্টোবর-সেপ্টেম্বর অর্থবর্ষ মেনে চললেও, এখন তা পাল্টিয়ে এপ্রিল-মার্চ করতে চায়। সেই কারণে এটি তাদের পঞ্চম ত্রৈমাসিক এবং তা গত বছরের সঙ্গে তুলনীয় নয়।
আইডিয়া সেলুলার— তৃতীয় (অক্টোবর-ডিসেম্বর) ত্রৈমাসিকে মোবাইল পরিষেবা সংস্থা আইডিয়া সেলুলারের সামগ্রিক নিট মুনাফা বেড়েছে দ্বিগুণেরও বেশি। দাঁড়িয়েছে ৪৬৭.৭৩ কোটি টাকায়। মোট আয়ও ১৮.৫% বেড়ে হয়েছে ৬,৬১৩.১ কোটি। |