নতুন হুমকির জেরে ফের অশান্ত তাইল্যান্ড |
বিক্ষোভের আঁচ বাড়িয়ে ফের অশান্ত তাইল্যান্ড। লাগাতার ঘেরাও কর্মসূচি বন্ধ করতে বিরোধীদের সোমবার ৭২ ঘণ্টা সময় দিলেন শান্তি এবং নিয়ম রক্ষা সংস্থার(সিপিএমও) কর্তা চালের্ম ইয়ুবামরাং। সোমবার তিনি জানান, গুরুত্বপূর্ণ মন্ত্রক এবং দফতর যা বিরোধীরা দখল করে রেখেছেন, তা ওই সময়সীমার মধ্যে খালি না করলে, তাঁদের গ্রেফতার করা হবে। গত সপ্তাহেই ৬০ দিনের জরুরি অবস্থা জারি হয়েছে ব্যাঙ্কক এবং সংলগ্ন এলাকায়। তার জেরে তিনি যে বিরোধীদের গ্রেফতারির নির্দেশ দিতে পারেন, সে কথাও জানান চালের্ম। কিন্তু বিরোধীরা তা মানতে নারাজ। তাঁদের নেতা সুতেপ তাউগসুবান বলেছেন, “সিপিএমওকে এক দিন সময় দিচ্ছি। তাঁরা যদি কালও পুরনো জায়গাতেই দফতর চালান, তা হলে আমরা সেটিও ঘেরাও করব।”
|
শিল্পেও চলত নজরদারি: স্নোডেন |
শুধু ফোন বা ইন্টারনেট নয়, শিল্পমহলের উপরও রীতিমতো নজরদারি চালিয়েছিল এনএসএ। রবিবার জার্মানির এক চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এ হেন দাবি তুলে আলোড়ন ফেলে দিলেন এডওয়ার্ড স্নোডেন। তিনি জানান, বড় বড় জার্মান সংস্থা যারা মার্কিন বাণিজ্য সংস্থার প্রতিদ্বন্দ্বী হতে পারে, তাদের উপর নজরদারি চালাত এনএসএ। ক’দিন আগেই অবশ্য এনএসএ জানিয়েছিল, আর্থিক বিষয়ে কখনও নজরদারি চালায়নি তারা। কিন্তু স্নোডেনের এই দাবির পর ফের প্রশ্নের মুখে ওবামা প্রশাসন।
|
লটারিতে ৩ লক্ষ ৩০ হাজার পাউন্ড জিতেও হাত ফস্কে গেল! আঙ্গেলা মেয়ার জার্মানির বাসিন্দা। স্থানীয় হাসপাতাল থেকে হঠাৎই একটা চিঠি পান তিনি। আঙ্গেলার উদ্দেশে তাতে লেখা, লটারিতে জেতা অর্থ থেকে হাসপাতালের বিল মেটান। মৃত্যুর আগে ওই হাসপাতালেই ভর্তি ছিলেন আঙ্গেলার স্বামী। এ দিকে চিঠিটি যখন পড়ছেন, আঙ্গেলা তখন পাঁচ বোতল শ্যাম্পেনের নেশায় ডুবে। প্রচণ্ড রেগে যান তিনি। ছিঁড়ে কুটিকুটি করে দেন ৩৩০০০০ পাউন্ড। আর তার পর কমোডে ফেলে ফ্লাশ করে দেন তিনি। যদিও এ নিয়ে বিতর্ক রয়েছে। এক পক্ষের মতে, হাসপাতালের বিল এড়াতেই এই পথ নিয়েছেন আঙ্গেলা। তবে আদালতের বক্তব্য, এর কোনও প্রমাণ আপাতত তাদের হাতে নেই।
|
স্বাস্থ্যকেন্দ্রে গিয়েছিলেন নিয়মমাফিক পরীক্ষা করাতে। প্রসব যন্ত্রণা শুরু হওয়ায় সেখানেই একসঙ্গে ছয় সন্তানের জন্ম দিলেন পাকিস্তানের এক মহিলা। চারটি মেয়ে ও দু’টি ছেলে হয়েছে তাঁর। চিকিৎসকেরা জানিয়েছেন, মা ও তাঁর সন্তানরা সুস্থ আছেন। শুক্রবার খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলার স্বাস্থ্যকেন্দ্রে ওই মহিলার প্রসব হওয়ার পর তাঁকে এক সেনা হাসপাতালে সরিয়ে নিয়ে যাওয়া হয়।
|
গ্রেনেডকে খেলনা ভেবে খেলতে গিয়ে মারা গেল ৬টি শিশু। পাকিস্তানের হাঙ্গু প্রদেশের বাবর মেলার ঘটনা। সোমবার ওই শিশুরা মাঠে খেলছিল। সে সময়ই দুর্ঘটনা। ফেটে যায় গ্রেনেডটি। |