জয়নগরে চোলাই মদ খাওয়ার পরে অসুস্থ হয়ে পড়া গ্রামবাসীদের মধ্যে শনিবার মারা গেলেন আরও এক জন। এই নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল সাত। বৃহস্পতিবার সকালে চোলাই মদ খাওয়ার পরে দক্ষিণ ২৪ পরগনার জয়নগর-১ ব্লকের নারায়ণপুর পঞ্চায়েত এলাকার তিন-চারটি গ্রামে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েক জন। তাঁদের মধ্যে মৃত্যু হয় ছ’জনের। অসুস্থ ছিলেন অন্তত ৯ জন। শনিবার সকালে সরবেরিয়া গ্রামের বাসিন্দা গৌতম মণ্ডলের (৪৭) মৃত্যু হল। অন্যদের মতো তাঁরও চোখ এবং পেটে-বুকে জ্বালা এবং মাথার যন্ত্রণা থাকায় শুক্রবার তাঁকে স্থানীয় একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়েছিল বলে প্রশাসন জানিয়েছে।
বিষ-মদের জেরেই একের পর এক মৃত্যু, এই অভিযোগ তুলে শুক্রবারই সরব হন গ্রামবাসী। রাত থেকেই বেলিয়াচণ্ডী, কাঁটাপুকুরিয়া, সরবেরিয়ার মতো গ্রামগুলিতে দফায় দফায় তল্লাশি অভিযান চালায় পুলিশ। মান্য সর্দার এবং নেপাল নস্কর নামে মৃত দুই গ্রামবাসীদের দেহের ময়না-তদন্তের প্রাথমিক রিপোর্ট শনিবারই জেলা স্বাস্থ্য দফতরের হাতে আসে। মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসীম দাস মালাকার বলেন, “ময়না-তদন্তের রিপোর্টে জানা গিয়েছে, বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে ওই দু’জনের। চোলাই থেকেই বিষক্রিয়া কি না, সে ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য ভিসেরা ও রক্তের পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।” চোলাইয়ের পাউচ বিক্রির অভিযোগে শুক্রবার গোচরণ থেকে সুহাশিস ঘোষ, গণেশ মণ্ডল নামে দু’জনকে গ্রেফতার করে পুলিশ। |