|
|
|
|
|
|
|
ইসকুলে মুশকিল |
উত্তর দিচ্ছেন পুষ্পা মিশ্র |
|
স্কুলে যেতে ভয় করে। মাস্টারমশাইকে খুব ভয় পাই। ক্লাসে সবার সঙ্গে মিশতে পারি না। প্রসঙ্গত, আমার মা-বাবাও স্কুলশিক্ষক। কী করে এটা কাটিয়ে উঠব?
ভোরাই গোস্বামী। কে জি, দাসপুর, পশ্চিম মেদিনীপুর
ভোরাই, সব বাচ্চারই প্রথম প্রথম মাকে ছেড়ে থাকতে অসুবিধে বোধ করে। কিন্তু তুমি একটা কথা ভেবে দেখো, তুমি তো বড় হচ্ছ। তোমার তো বন্ধুবান্ধবও প্রয়োজন হবে। স্কুলে গেলে ধীরে ধীরে অনেক বন্ধু হবে, কত রকমের গল্প শুনতে পাবে। মাকে ছেড়ে থাকা ধীরে ধীরে অভ্যেস হয়ে যাবে। আর যদি স্কুলে না যাও, বাড়িতে থাকো, তা হলে লেখাপড়া শিখবে কী করে? তোমার মা-বাবাও শিক্ষক। তুমি কি তাঁদের ভয় পাও? মাস্টারমশায়রা ভালবেসে তোমায় অনেক কিছু শেখাবেন। সুতরাং ভয় না পেয়ে স্কুলে যাও, দেখবে ধীরে ধীরে খুব ভাল লাগবে।
|
|
সপ্তাহে এক দিন পড়া ছাড়া নাচ, আঁকাও শিখি। প্রথম পরীক্ষায় ভাল রেজাল্ট হয়নি। তা হলে কি নাচ, আঁকা ছেড়ে শুধু পড়ায় আরও মনোযোগ দেব?
অঙ্গনা মুখোপাধ্যায়। পঞ্চম শ্রেণি, সিঙ্গুর গোলাপমোহিনী মল্লিক উচ্চ বিদ্যালয়
|
|
দেখো অঙ্গনা, পরীক্ষায় ভাল রেজাল্ট বহু কারণেই না হতে পারে। নিশ্চিত করে বলা যায় না যে নাচ আর আঁকা শেখার জন্যই পরীক্ষায় ভাল ফল হয়নি। তুমি কয়েকটা জিনিসের দিকে মনোযোগ দাও (১) যখন পড়াশোনা করবে, তখন অন্য দিকে মন দেবে না। যথাসম্ভব, পড়ার বিষয়বস্তুর প্রতি মনোযোগ দেবে, (২) পড়াশোনার একটা নির্দিষ্ট সময় রাখবে, (৩) বুঝে পড়বে, না বুঝে মুখস্থ কোরো না, আর (৪) লিখে লিখে পড়বে, শুধু বই সামনে রেখে পড়ে গেলে সেটা কোরো না। যা পড়েছ, তা একটা রাফ খাতায় বই বন্ধ করে লিখে ফেলবে, অন্তত তার মূল পয়েন্টগুলো লিখে ফেলবে। আমার ধারণা তোমার পরীক্ষার ফল নিশ্চয় ভাল হবে।
|
ক্লাসের চারটি মেয়ে আমায় খুব জ্বালাতন করে। ক্লাসের সচিব আমার টিফিন খেয়ে নেয় এবং ‘বড়দিকে বলব’ বলে ভয় দেখায়।
চন্দ্রিমা বিট। পঞ্চম শ্রেণি, নবদ্বীপ বালিকা বিদ্যালয়, নদিয়া |
|
|
চন্দ্রিমা, প্রত্যেক ক্লাসে কিছু দুষ্টু ছেলে-মেয়ে থাকে। আবার এই দুষ্টু ছেলে-মেয়েদের হাতে ক্ষমতা এলে, তারা সেটার অপব্যবহারও করে। এটা খুবই দুর্ভাগ্যজনক। কিন্তু তোমার প্রশ্নের উত্তরে বলব, তুমি এত ভয় পাচ্ছ কেন? ওরা যদি তোমার মাকে তোমার নামে কিছু বলে বা তোমাদের বড়দির কাছে তোমার নামে যদি মিথ্যে আরোপ লাগায়, তুমি তোমার তরফ থেকে সত্যি কথাটা বলতে পারো। তারা তোমাকে যে ভাবে ভয় দেখায়, তোমার টিফিন খেয়ে নেয় মা আর বড়দিকে স্পষ্ট ভাবে জানাবে। তোমার ক্লাসের অন্য কেউ কি তোমায় সমর্থন করবে না? চেষ্টা করে দেখো। অন্যায়ের প্রতিবাদ কোনও এক সময় করতে হয়, তা না হলে সেটা বন্ধ করা যায় না। |
|
খামে ভরো মুশকিল
পড়াশোনা, শিক্ষক বা বন্ধুদের নিয়ে তোমার যা মুশকিল, জানাও আমাদের।
চিঠির উত্তর দেবেন সাইকো-অ্যানালিস্ট পুষ্পা মিশ্র, বেথুন কলেজের প্রাক্তন অধ্যক্ষ।
চিঠিতে তোমার নাম আর ক্লাস জানাতে ভুলো না। খামের উপরে লেখো:
ইসকুলে মুশকিল, রবিবারের আনন্দমেলা,
আনন্দবাজার পত্রিকা,
৬ প্রফুল্ল সরকার স্ট্রিট,
কলকাতা ৭০০ ০০১ |
|
|
|
|
|
|
|